বিষয়টি যে এতদূর গড়াবে তা ভাবতে পারেনি জামিল সাহেব ও তার স্ত্রী। কিছু বুঝে উঠার আগে শুভর উৎপাত আরো প্রকট হয়ে উঠেছে। ক্লাসে তার কয়েকজন সঙ্গীও জুটেছে, যারা নিজেদের মেয়ে ভাবছে। সালোয়ার কামিজ পরা, চুলে মেয়েদের মত বেণী করা, ঠোঁটে লিপিস্টিক দেয়া, মাথায় টিপ দেয়া, অনুষ্ঠানে শাড়ি পরায় তারা গ্রুপ বেঁধেছে। ইতিমধ্যে তারা ফেসবুকে এমন কিছু গ্রুপের সাথে সংযুক্ত হয়েছে, যারা তাদের মতই। ক্লাসের শিক্ষকও বিষয়টি বেশ এপ্রিশিয়েট করেছেন, হিজরা বেশ ধরায় সেসব শিক্ষার্থী মূল্যায়নে ত্রিভুজ পাচ্ছে খুব সহজে।
এদিকে শুভ আরেক বিপদে ফেলেছে, তার মেয়েরূপী একটা বাকি অংশ পড়ুন...
জামিল সাহেবের একটি মাত্র ছেলে, নাম তার শুভ। বিয়ের দেড় যুগ পর ৫০ বছর বয়সে ছেলের বাবা হয়েছেন। বহু শখের সন্তান, তাই পুত্রের চাওয়া-পাওয়ায় কোন কমতি রাখেন না। নিজে কষ্ট করে হলেও সন্তানের সব ইচ্ছা পূরণ করেন, ভর্তি করিয়েছেন রাজধানীর নামকরা স্কুলে। ইচ্ছা একমাত্র ছেলে মানুষের মত মানুষ হবে। ছেলেকে ভালো স্কুলে ভর্তি করতে পেরে জামিল সাহেব ও তার স্ত্রী বেশ খুশি। অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন, যাক এবার ছেলের একটা ভালো ভবিষ্যত হবে। ছেলেকে সময়মত স্কুলে আনা নেয়া স্বামী-স্ত্রী মিলেই করেন। ছেলে ক্লাস-৭ এ পড়ে, তারপরও একা একা ছাড়েন না, হাজার হোক একটা মাত বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قُلْ لِّلْمُؤْمِنِيْنَ يَغُضُّوْا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ۚ ذٰلِكَ أَزْكٰى لَهُمْ ۗ اِنَّ اللهَ خَبِيْرٌ بِمَا يَصْنَعُوْنَ. وَقُلْ لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ.
অর্থ: (আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি মু’মিন পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের ইজ্জত-আবরু হিফাযত করে। এটা তাদের জন্য পবিত্রতার কারণ। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তারা যা করে তার খবর রাখেন। আর আপনি মু’মিনা নারীদেরকে বলুন, তারাও যেন তাদের দৃষ্টি অব বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ্্ পাক তিনি পবিত্র কালামুল্লাহ্্ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اِنَّـمَا الْـخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
অর্থ: “হে মু’মিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, বেদী, মূর্তি পূজা (অর্থাৎ মূর্তি, প্রতিমা, ভাস্কযর্, প্রাণীর ছবি ইত্যাদি। ) ও ভাগ্য নির্ধারক তীরসমূহ ঘৃণ্য অপবিত্র বস্তু, শয়তানী কাজ। সুতরাং তোমরা এগুলো বর্জন কর, এতে তোমরা অবশ্যই সফলকাম হতে পারবে। ” (পবিত্র সূরাতুল মায়িদাহ্্ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯০)
অত্র পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে اَلْأَن বাকি অংশ পড়ুন...
পবিত্র কুরআন শরীফে গুনাহ বা পাপ কাজ করাকে জুলুম বা অবিচার বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি পাপ করে, তবে সে নিজের প্রতি জুলুম করলো বা কষ্ট দিলো। যেমন, পবিত্র কুরআন শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
‘বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ; তোমরা আল্লাহ পাক উনার রহমত থেকে নিরাশ হইও না। (সুরা যুমার : আয়াত শরীফ ৫৩)
আবার অন্যত্র আল্লাহ পাক ইরশাদ মুবারক ফরমান- “সাবধান! মহান আল্লাহ পাকের যিকির দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। (সুরা রাদ : আয়াত শরীফ ২৮) অর্থাৎ যিকির করলে অন্তর শান্তি লাভ করে।
তাহলে দেখা যাচ্ছে, পবিত্র কুরআন শরীফ অনুসারে পাপ কাজ হ বাকি অংশ পড়ুন...
ব্রিটিশ বেনিয়াদের পৃষ্ঠপোষকতায় ভারতবর্ষের সংস্কৃত ভাষার কথিত প-িত সম্প্রদায় তাদের ‘সংস্কৃত’ কেন্দ্রীক ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং পরিভাষা ও শব্দ তৈরি করে বাংলা ভাষাকে সংস্কৃতের মধ্যে ডুবিয়ে শেষ করে দিতে চেয়েছে। বাংলা ভাষা নিষিদ্ধকরণ, ব্রিটিশ আমলে বাংলা ভাষার সংস্কৃতকরণ তথা বিকৃতিকরণসহ বাংলা ভাষার উপর নানান রকম নিপীড়ন তারা চালিয়েছে।
যা একদিকে বাংলা ভাষার উপর আগ্রাসন, অন্যদিকে মুসলমানদের ঈমান-আক্বীদার জন্য হুমকীস্বরূপ। বহিরাগত সংস্কৃতের আগ্রাসী ও ঈমানবিধ্বংসী সেসব শব্দ ও পরিভাষাগুলোর মধ্যে এখানে কিছু শব্দ ও পরিভাষা বাকি অংশ পড়ুন...
লক্ষণীয় বাংলাদেশও এক সময় ব্রিটিশদের উপনিবেশ ছিলো, আমেরিকাও এক সময় ব্রিটিশদের উপনিবেশ ছিলো। কিন্তু বাংলাদেশে কিন্তু এখনও ব্রিটিশ নিয়ম-নীতি থেকে বের হতে পারেনি, মুসলমান হওয়ার পরও অনেকক্ষেত্রে পার্থক্য তৈরী করতে পারেনি। কিন্তু আমেরিকা নিজের ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য খ্রিস্টান হওয়ার পরও স্বকীয়তা ও স্বাতন্ত্রবোধ তৈরী করেছে অর্থাৎ ব্রিটিশ নিয়ম-নীতির সাথে পার্থক্য তৈরী করেছে।
আসলে স্বকীয়তা মানে পৃথক অস্তিত্ব। স্বকীয়তা থেকে স্বাধীনতার সৃষ্টি। যে জাতির স্বকীয়তা নেই তার স্বাধীনতা-ই নেই। সে বস্তুত পরাধীন। এজন্য আগে এ বাকি অংশ পড়ুন...












