মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلٰى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
অর্থ: তোমরা কিতাবের কিছু হুকুম মানবে আর কিছু হুকুম অমান্য করবে (তা আদৌ গ্রহণযোগ্য নয়)। যে ব্যক্তি এরূপ করবে তার পরিণাম হচ্ছে, সে পার্থিব জীবনে লাঞ্ছিত হবে এবং পরকালে কঠিন আযাবে নিক্ষিপ্ত হবে। আর মহান আল্লাহ পাক তিনি তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন। ” (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮৫)
বাকি অংশ পড়ুন...
كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ
“এভাবেই মহান আল্লাহ পাক তিনি হুকুম-আহ্কাম, নিদর্শন, আদেশ-নিষেধ বর্ণনা করে থাকেন। ”
وَاللهُ عَلِيمٌ حَكِيمٌ
“মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন জ্ঞানী এবং সব জাননেওয়ালা। ”
এখানে বলা হয়েছে, খাদিম-খুদ্দাম এবং বিশেষ করে যারা নাবালিগ সন্তান-সন্ততি তাদের কথা।
এরপর মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ
“তোমাদের ছেলে-মেয়ের মধ্যে যারা বালিগ-বালিগা হয়েছে। ”
فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ
তারা যখন প্রবেশ করবে তারা যেন অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করে। যেমন পূর্ববর্তীর বাকি অংশ পড়ুন...
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
عَنْ حَضْرَتْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الإِنْسَانُ اِنْقَطَعَ عَنْهُ عَمَلُهٗ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهٖ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهٗ.
অর্থ: হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- “মানুষ যখন ইন্তিকাল করে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্য বাকি অংশ পড়ুন...
সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার নছীহত মুবারক:
পবিত্র কা’বা শরীফ দর্শন করা: পাঁচটি জিনিষ দর্শন করা ইবাদত এবং গুনাহ মাফের কারণ। তার চতুর্থ হচ্ছে- স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, খানায়ে কা’বা তথা পবিত্র কা’বা শরীফ দর্শন করার নিয়ত করা এক প্রকার ইবাদত। পবিত্র কা’বা শরীফ দর্শনকারীর জন্য রয়েছে হাজার বছর ইবাদতের ছাওয়াব এবং হজ্জ করার ছাওয়াব। আর দর্শনকারীকে ওলীআল্লাহগণ উনাদের সঙ্গী বলে বাকি অংশ পড়ুন...
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞেস করা হয়েছিলো যে, আপনার নিকটবর্তী, দূরবর্তী এবং পরবর্তীতে আগন্তুকদের পবিত্র দুরূদ শরীফ সমূহের অবস্থা কি হবে? তদুত্তরে তিনি ইরশাদ মুবারক করেন-
اَسْمَعُ صَلَوْةَ اَهْلِ مَحَبَّتِىْ وَاَعْرِفُهُمْ.
অর্থ: আমার সঙ্গে মুহব্বত ধারণকারীদের পবিত্র দুরূদ শরীফ আমি স্বয়ং নিজে শুনি এবং আমি তাদের পরিচয় পাই। সুবহানাল্লাহ! (দালাইলুল খায়রাত, মাতালিউল মুসাররাত)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
فِي رِوَايَةِ الْحَنَفِيِّ قَالَ: عَنِ النَّبِيِّ ص বাকি অংশ পড়ুন...
(গো-পূজারী) মুশরিকদের বিরুদ্ধে এবং তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে জিহাদ করার আদেশ মুবারক
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللهَ غَفُورٌ رَّحِيمٌ
অর্থ: “মুশরিকদেরকে যেখানেই পাবেন সেখানেই ক্বতল করবেন, তাদেরকে পাকড়াও করবেন এবং আবদ্ধ করবেন। আর প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওঁৎ পেতে বসে থাকবেন। তবে যদি তারা তওবা করে, নামায কায়িম করে, যাকাত প্রদা বাকি অংশ পড়ুন...
আর যদি নিজস্ব ঘরে যারা গৃহের অধিবাসী তারা চলাচল করে তখন তাদের কি হুকুম?
সে প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি বলেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللهُ عَلِيمٌ حَكِيمٌ
হে ঈমানদারগণ! তোমাদের অধীনস্থ যারা বান্দী-দাসী, খাদিম-খুদ্দাম রয়েছে,
وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ﴿١٤٤﴾
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা মু’মিন ব্যতীত কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৪৪)
বাকি অংশ পড়ুন...












