সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কারামত ও কামালত মুবারক
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ রবি’ ১৩৯১ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
(১)
মুহম্মদ ইবনে আলী ইবনে ইবরাহীম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন : এক সময় আমি এত নিঃস্ব হয়ে পড়ি যে, জীবিকা নির্বাহ দুর্বিষহ হয়ে পরে। আমার সম্মানিত পিতা আমাকে সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনার খিদমতে হাযির হতে বললেন। কেননা, তিনি দানশীলতায় জগৎখ্যাত ছিলেন। আমি পিতাকে জিজ্ঞাসা করলাম- আপনি উনাকে চিনেন? তিনি বললেন, না, আমি উনাকে চিনি না। আমি উনাকে কখনোও দেখিওনি।
অতঃপর আমরা উদ্দেশ্য হাছিলের জন্যে সফর শুরু করলাম। পথিমধ্যে আমার পিতা আমাকে বললেন, যদি তিনি আমাদেরকে পাঁচশত মুদ্রা দান করেন, তবে দু’শ মুদ্রা দিয়ে আমরা কাপড় তৈরি করবো, দু’শ মুদ্রা দিয়ে শস্য কিনবো এবং অবশিষ্ট একশ’ মুদ্রা অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যয় করবো। আমি মনে মনে বললাম: সম্ভবত তিনি আমাকে তিনশ মুদ্রা দিবেন। যদি তাই হয়, তবে একশ’ মুদ্রায় কাপড়, একশ’ মুদ্রায় অন্যান্য বস্তু ক্রয় করবো এবং অবশিষ্ট একশ’ মুদ্রা দিয়ে একটি গাধা কিনে কোহিস্তান চলে যাবো।
এরপর আমরা যখন উনার দরবার শরীফ-এ উপস্থিত হলাম, তখন আমাদের তরফ থেকে কোন কথা বলার আগেই উনার খাদিম বাইরে এসে বলেন: আলী ইবনে ইবরাহীম ও তার পুত্র মুহম্মদ অন্দরে চলে আসুন। আমরা ভিতরে গেলাম এবং সালাম পেশ করলাম। তিনি বললেন, হে আলী! এ পর্যন্ত তোমার এখানে আসার পথে কি বাধা ছিল? আমার পিতা বললেন: এই হীন অবস্থায় আপনার কাছে আসতে আমি লজ্জাবোধ করছিলাম। আমরা যখন বাইরে এলাম, তখন উনার খাদিম আমাদের পিছনে পিছনে এলেন। তিনি একটি থলে আমার পিতার হাতে দিল, যাতে পাঁচশ মুদ্রা ছিল। দু’শ কাপড়ের জন্যে, দু’শ শস্য কিনার জন্যে এবং একশ’ মুদ্রা অন্যান্য প্রয়োজনীয় খরচের জন্যে দেয়া হয়েছিল। অতঃপর তিনি আমাকে একটি থলে দিয়ে বলেনচ: এতে তিনশ’ দিরহাম আছে। একশ’ কাপড়ের জন্যে, একশ’ অন্যান্য প্রয়োজনের জন্যে এবং একশ’ গাধা কিনার জন্যে। কিন্তু কোহিস্তানের দিকে যেতে পারবে না। অন্য কোথাও চলে যাবে। উনার সেই খাদিম সেই স্থানের দিকে ইশারাও করলো। আমি সেখানে গিয়ে বিয়েও করে নিলাম। বিয়ের দিনেই দু’হাজার দিরহাম আমার হাতে আসে।
(২)
এক ব্যক্তি বলেন: আমার পিতা সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনার গৃহপালিত পশু-পাখির চিকিৎসা করতেন। খলীফা মুস্তায়ীনের কাছে একটি খচ্চর ছিল, যাকে কোন ব্যক্তি বশে আনতে পারতো না। অর্থাৎ জ্বিন ও লাগাম দিয়ে তার উপর সওয়ার হতে পারতো না। জনৈক মুসাহিব খলীফাকে বলল: আপনি আপনার চরদেরকে বলুন, তারা এ খচ্চরটি সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনাকে দিয়ে একে বস করিয়ে সওয়ারী বানিয়ে নিবেন অথবা এই খচ্চর তার প্রাণনাশের কারণ হবে।
সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল ইলম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম তিনি খলীফার খচ্চরটিকে সুস্থ করতে সেখানে তাশরীফ মুবারক নিলেন। তখন খচ্চর সরাইখানার বারান্দায় দাঁড়ানো ছিল। তিনি খচ্চরের কাছে গিয়ে পিঠে হাত রাখলেন। তখন খচ্চরের শরীর থেকে ঘাম নির্গত হতে লাগলো। অতঃপর তিনি খানকা শরীফ উনার কাছে গেলেন এবং উনার প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করলেন। খলীফা উনাকে বসিয়ে উনার নিকটবর্তী হয়ে নিজেও বসলো। অতঃপর বললেন, হে আওলাদে রসূল! দয়া করে এ খচ্চরকে লাগাম পরিয়ে দিন। সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম আমার পিতাকে লাগাম দিতে বললেন। মুস্তায়ীন বললেন: হুযূর! আপনি নিজেই লাগাম দিন। সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল ইলম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম তিনি নিজেই খচ্চরকে অনায়াসে লাগাম পরিয়ে স্বস্থানে এসে বসলেন। খলীফা পুনরায় বললেন: হুযূর! দয়া করে জিনও আপনিই কষে দিন। সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম পুনরায় উঠলেন এবং খচ্চরের পিঠে জিন কষে আপন জায়গায় ফিরে গেলেন।
মুস্তায়ীন আরজ করলেন: খুব চমৎকার হবে যদি আপনি এর পিঠে সওয়ারও হয়ে যান। সে মতে সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম খচ্চরে সওয়ার হলেন এবং সরাইখানার আঙিনাতেই দৌঁড়াতে লাগলেন। এ সময়ের মধ্যে খচ্চরের স্বভাবে কোন অবাধ্যতা দেখা গেল না। তিনি নিচে অবতরণ করলে খলীফা বললেন: হুযূর! এ খচ্চরটি কেমন? তিনি বললেন: এর চেয়ে ভাল খচ্চর আমি দেখিনি। অতঃপর খলীফা খচ্চরটি উনার খিদমতে পেশ করলেন। তিনি আমার পিতাকে বললেন: এটি নিয়ে যাও। তিনি খুবই সহজেই খচ্চর নিয়ে এলেন। খচ্চর কোন অবাধ্যতা প্রকাশ করলো না। সুবহানাল্লাহ!
(৩)
এক ব্যক্তি বর্ণনা করেন: আমি আমার দারিদ্র্যের কথা সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনাকে বললাম। তখন উনার হাতে একটি বেত ছিল। তিনি সেটি দিয়ে মাটি খনন করতেই সেখান থেকে পাঁচশ দিরহামের স্বর্ণ নির্গত হল। তিনি তার সবটুকুই আমাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ!
(৪)
অন্য এক ব্যক্তি বর্ণনা করেন: আমি জেলখানায় ছিলাম। একদিন আমি জেলখানার কষ্ট ও বেদনার কথা সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনাকে লিখে পাঠালাম। আমি আমার দারিদ্র্য তা সম্পর্কেও কিছু লিখতে চেয়েছিলাম। কিন্তু লজ্জা অন্তরায় হওয়ায় লিখতে পারলাম না। তিনি পত্রের জাওয়াবে লিখলেন, “আজ পবিত্র যোহরের নামায আপন ঘরেই পড়বে। সে মতে মহান আল্লাহ পাক উনার অশেষ মেহেরবানীতে আমি মুক্তি পেলাম এবং পবিত্র যোহরের নামায আপন বাড়িতে গিয়েই পড়লাম। হঠাৎ আমি হুযূরের একজন দূতকে আসতে দেখলাম। তিনি আমার জন্যে একশ দীনার নিয়ে আসলেন। এর সাথে একটি পত্রও ছিল। তাতে লেখা ছিল, যখনই তোমার অর্থকড়ির প্রয়োজন হবে, নিঃসঙ্কোচে আমার কাছ থেকে চেয়ে নিবে। তুমি যা চাবে, তাই পাবে। সুবহানাল্লাহ!
(৫)
অন্য এক ব্যক্তি বর্ণনা করেন : আমি একটি মাসয়ালা জিজ্ঞাসা করে সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনার কাছে পত্র লিখলাম। আমি চতুর্থ দিনের জ্বর সম্পর্কেও উনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। কিন্তু যথাসময়ে মনে না থাকায় সে কথা লেখা হল না। তিনি জাওয়াবে লিখলেন: তোমার মাসয়ালার উত্তর দেয়া হল। তুমি চতুর্থদিনের পালাজ্বর সম্পর্কেও প্রশ্ন করতে চেয়েছিলে। কিন্তু তুমি ভুলে গেছো। দেখ, পবিত্র আয়াত শরীফ খানি কাগজে লিখে জ্বরগ্রস্ত ব্যক্তির গলায় ঝুলিয়ে দিবে। আমি তাই করলাম এবং জ্বরাক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ!
(৬)
এক ব্যক্তি বর্ণনা করেন: আমি সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনার কাছে বসা ছিলাম। জনৈক সুশ্রী যুবক ভিতরে এসে গেলে আমি ভাবতে লাগলাম এ যুবক কে? সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল ইলম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম তিনি বললেন: সে আমার আহলিয়ার চাচাতো ভাই। তার কাছে এক খ- পাথর আছে, যার উপর আমার পিতৃপুরুষরা স্ব স্ব আংটি স্থাপন করেছেন। ফলে, তাদের মোহর খোদিত হয়ে গেছে। সে আমার কাছেও এই উদ্দেশ্যে এসেছে যাতে আমি আমার আংটি এই পাথরের উপর রাখি। অতঃপর তিনি যুবকের দিকে মুখ ফিরিয়ে বললেন : তোমার প্রস্তরখ-ও নিয়ে আসো। নিয়ে আসলে তিনি নিজের আংটিটি সেখানে রাখলেন। ফলে, পাথরের উপর ‘আল হাসান ইবনে আলী’ শব্দগুলো খোদিত হয়ে গেল। সুবহানাল্লাহ!
(৭)
জনৈক ব্যক্তি বর্ণনা করেন: আমি ‘মিশকাত’ শব্দের অর্থ জিজ্ঞাসা করে সাইয়্যিদুল মুজতাহিদীন, বাহরুল উলূম ওয়াল হিকাম, ইমামুল আউলিয়া, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার আলাইহিস সালাম উনার কাছে চিঠি লিখলাম। আমার আহলিয়া সন্তান সম্ভবা ছিল। তাই আমি চাইলাম যে, তার জন্যেও দোয়া করাই এবং সে শিশুর নামও যেন তিনিই রাখেন। চিঠির জাওয়াবে তিনি লিখলেন: মিশকাত উনার অর্থ মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ক্বলব। কিন্তু শিশু ও তার জননী সম্পর্কে কিছুই লিখলেন না। তবে চিঠির শেষে লিখলেন মহান আল্লাহ পাক তিনি তোমাকে মহাপুরষ্কারে ভুষিত করুন এবং বিকল্প দান করুন। এরপর আমার আহলিয়ার রেহেম থেকে মৃত শিশুকন্যা ভুমিষ্ঠ হলো। কিন্তু পরবর্তীতে তার পুত্রসন্তান জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ট্রান্সজেন্ডার বিষয়ে শরঈ ফতওয়া
০৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্দা পালন করা পুরুষ মহিলা সবার জন্য ফরজ
০৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৪)
০৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র মিরাজ শরীফ উনার সঠিক তারিখ ২৭শে রজব; মুসলমানদেরকে বিশেষ দিবসের ফযীলত থেকে বঞ্চিত করতেই একটি গোষ্ঠী তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়ায় (১)
০৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছাহিবে কা’বা কাওসাইনে আও আদনা, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আযিমুশ শান মি’রাজ শরীফ উনার বর্ণনা মুবারক (২)
০৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে পুরুষ ও মহিলা ব্যতীত তৃতীয় কোনো লিঙ্গের অস্থিত্ব নেই
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৩)
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (১)
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রচলিত হারাম রছম করুন বর্জন, পবিত্র দ্বীন পালনেই কামিয়াবী অর্জন
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)