নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে?
২৮শে মুহররম, ১৪৪২ হিজরী (ইয়াওমুল খমীস)
, ২৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাবি’ ১৩৯১ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
يَا أَيُّـهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّــقُوا اللّٰـهَ وَلْـتَــنْـظُـرْ نَــفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّــقُوا اللّٰـهَ إِنَّ اللّٰـهَ خَبِـيْــرٌ بِـمَا تَــعْمَلُوْنَ ﴿১৮﴾ وَلَا تَكُوْنُــوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰـهَ فَأَنْسَاهُمْ أَنْــفُسَهُمْ أُولٰئِكَ هُمُ الْفَاسِقُوْنَ ﴿১৯﴾ سورة الـحشر
হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে, সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি জানেন তোমরা কি আমল করো। তোমরা ঐ সমস্ত লোকদের মত হয়ো না যারা মহান আল্লাহ পাক উনাকে ভুলে গিয়েছে। আর ভুলে যাওয়ার কারণে তাদের আত্মবিস্মৃতি ঘটেছে। তারাই নাফরমান বা অবাধ্য। [সূরা হাশর শরীফ: ১৮-১৯]
সুতরাং পরকালকে ভয় করতে হবে, পরকালের জন্য মহান আল্লাহ পাক উনার পথে ধন-সম্পদ খরচ করতে হবে এবং উনার আদেশ-নিষেধ মুবারক যথাযথভাবে পালন করতে হবে। পরকালকে ভুলে গিয়ে মহান আল্লাহ পাক উনার অবাধ্য হওয়া যাবে না।
আর যারা মহান আল্লাহ পাক উনাকে ভুলে যাবে তাদের পরিণাম সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
قِـيْلَ الْـيَـوْمَ نَــنْـسَاكُمْ كَمَا نَسِـيْــتُـمْ لِقَاءَ يَــوْمِكُمْ هٰذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نَّاصِرِيْـنَ ﴿৩৪﴾ ذٰلِكُمْ بِأَنَّـكُمُ اتَّـخَذْتُــمْ اٰيَاتِ اللّٰـهِ هُزُوًا وَغَرَّتْكُمُ الْـحَيَاةُ الدُّنْــيَا فَالْيَــوْمَ لَا يُـخْرَجُوْنَ مِنْـهَا وَلَا هُمْ يُسْـتَــعْـتَــبُـوْنَ ﴿৩৫﴾ سورة الـجاثیة
তাদেরকে বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাবো, যেভাবে তোমরা এই দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিলে। তোমাদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এটা এ কারণে যে, তোমরা মহান আল্লাহ পাক উনার আয়াত শরীফকে ঠাট্টাস্বরূপ গ্রহণ করেছো এবং পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলেছে। আজ (কিয়ামতের দিন) তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের জন্য কোনো সন্তুষ্টিও থাকবে না। নাঊযুবিল্লাহ! [সূরা জাছিয়াহ শরীফ: ৩৪-৩৫]
তাদের জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে, তারা মহান আল্লাহ পাক উনার আয়াত শরীফ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতো। তারা পার্থিব জীবনের ধোঁকায় পড়ে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতকে ভুলে গিয়েছিল।
মহান আল্লাহ পাক তিনি সূরা ত্বহা শরীফ-এর ১৩১ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
وَلَا تَـمُدَّنَّ عَــيْـنَــيْـكَ إِلٰى مَا مَـتَّــعْـنَا بِهٖ أَزْوَاجًا مِّـنْـهُمْ زَهْرَةَ الْـحَـيَاةِ الدُّنْــيَا لِنَــفْـتِـنَــهُمْ فِـيْهِ وَرِزْقُ رَبِّكَ خَـيْـرٌ وَأَبْــقٰى ﴿১৩১﴾ سورة طه
পরীক্ষার উদ্দেশ্যে দুনিয়াবী যিন্দেগীর সৌন্দর্যস্বরূপ তাদের বিভিন্ন লোককে যে সম্পদ দিয়েছি সেদিকে দৃষ্টি দিবেন না। আপনার রব উনার রিযিকই উত্তম এবং অধিক স্থায়ী। [সূরা ত্বোয়া-হা শরীফ: ১৩১]
মহান আল্লাহ পাক তিনি পরীক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সম্পদশালী করেছেন। এই সম্পদগুলো দুনিয়াবী যিন্দেগীর সৌন্দর্য। তাই এই সৌন্দরে্যর দিকে দৃষ্টিপাত করতে বান্দাকে নিষেধ করা হয়েছে। কারণ এর দিকে দৃষ্টিপাত করলে দুনিয়ার ধোঁকায় পড়ে যাবে। তখন তার জন্য দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে। দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা পেতে হলে এবং মহান আল্লাহ পাক উনার কুদরতি রিযিক পেতে হলে অবশ্যই মহান আল্লাহ পাক উনার আনুগত্য করতে হবে।
মহান আল্লাহ পাক তিনি সূরা কাহাফ শরীফে ইরশাদ মুবারক করেন,
وَاصْـبِـرْ نَــفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّــهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَــعْدُ عَـيْـنَاكَ عَـنْـهُمْ تُرِيْدُ زِيْـنَةَ الْـحَيَاةِ الدُّنْــيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَــلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّــبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهٗ فُــرُطًا ﴿২৮﴾ سورة الکهف
আপনি নিজের জন্য ঐ সমস্ত লোকদের ছোহবতকে আবশ্যক করে নিন, যাঁরা সকাল-সন্ধ্যা দায়েমীভাবে উনাদের রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের আশায় উনাকে ডাকেন অর্থাৎ স্মরণ করেন। দুনিয়াবী সৌন্দর্যের মোহে মোহগ্রস্থ হয়ে উনাদের থেকে আপনার দৃষ্টিকে ফিরিয়ে নিবেন না। আপনি ঐ ব্যক্তির অনুসরণ করবেন না যার অন্তর মহান আল্লাহ পাক উনার যিকির থেকে গাফিল এবং সে নফসের অনুসরণ করে এবং তার আমলগুলো সম্মানিত শরীয়তের খিলাফ। [সূরা কাহাফ শরীফ: ২৮]
অন্যত্র ইরশাদ মুবারক করেন,
وَمَنْ أَضَلُّ مِـمَّنِ اتَّــبَعَ هَوَاهُ بِغَـيْـرِ هُدًى مِّنَ اللّٰـهِ ۚ إِنَّ اللّٰهَ لَا يَـهْدِي الْقَوْمَ الظَّالِمِيْـنَ ﴿৫০﴾ سورة القصص
ঐ ব্যক্তিই সর্বাধিক বিভ্রান্ত, যে মহান আল্লাহ পাক উনার হিদায়েতের পরিবর্তে নফসের অনুসরণ করে। মহান আল্লাহ পাক তিনি যালিম সম্প্রদায়কে হিদায়েত দান করেন না। নাঊযুবিল্লাহ! [সূরা ক্বছাছ শরীফ: ৫০]
যারা নফসের অনুসরণ করে তারাই যালিম। তাদের পক্ষে হেদায়েত লাভ করা সম্ভব হয় না, একারণে তারা শরীয়তের খিলাফ আমল করে। যারা শরীয়তের খিলাফ চলে তাদের অনুসরণ করা যাবে না। আর এসমস্ত লোকদের থেকে বেঁচে থাকতে হলে যারা সকাল-সন্ধ্যা দায়েমীভাবে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যিকিরে মশগুল থাকেন উনাদের ছোহবত মুবারক গ্রহণ করতে হবে। তাহলেই দুনিয়ার ধোঁকা এবং মহান আল্লাহ পাক উনার থেকে যারা গাফিল তাদের বদ আমলের বদ তাছির থেকে বেঁচে থাকা সম্ভব হবে।
কাজেই, মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে আহলে যিকির তথা ওলীআল্লাহগণ উনাদের ছোহবত মুবারক গ্রহণ করে ফায়িয-তাওয়াজ্জুহ হাছিল করার মাধ্যমে নেক আমল করার তাওফীক্ব দান করেন। (আমীন)
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার একখানা বিশেষ স্বপ্ন মুবারক
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা অন্য কারো মতো নন; উনারা বেমেছাল শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক উনার অধিকারিণী
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিভাবে প্রথম মাসে আপনার শিশুর বিকাশে সাহায্য করবেন?
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ই’জায শরীফে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্তানদের ও পরিবারের সকলকে সালাম দেয়া শিক্ষা দান করুন
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল দানশীলতা মুবারক (৪)
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাফের বিশ্বে নারীরা শুধু কি এখন নির্যাতনের শিকার হচ্ছে?
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একজন দ্বীনদার পরহেযগার আল্লাহওয়ালী মহিলা উনার পর্দা পালনের বেমেছাল দৃষ্টান্ত
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ মহিলা জামাত নাজায়িজ
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শৈশবকাল থেকেই সন্তানকে দ্বীনদার হওয়ার শিক্ষা দান করতে হবে
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিতা মহিলা আউলিয়া-ই কিরাম উনাদের পরিচিতি
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)