রাজারবাগ শরীফ উনার পরিচিতি (১১)
, ০৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ তাসি, ১৩৯০ শামসী সন, ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রি:, ১৭ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
মাদরাসা প্রতিষ্ঠা
ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, গাউছুল আ’যম, পঞ্চদশ হিজরী শতকের সুমহান মুজাদ্দিদ, আওলাদে রসূল, ইমামুল উমাম সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেখে যাওয়া সম্মানিত ইলিম মুবারক উনার প্রকৃত ওয়ারিছ। সেই ইলিম উনার প্রচার-প্রসারের লক্ষ্যে মানুষকে নবুওওয়াতের আলোয় গড়তে, সঠিক দ্বীনী ইলিম শিক্ষা দেয়ার প্রয়াসে মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা করেছেন, “মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা।” পবিত্র দরবার শরীফ উনার মাঝে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা প্রতিষ্ঠা করা হয় ১৪০৮ হিজরী সনে। এখানে রয়েছে মাদরাসার সর্বোচ্চ স্তর পর্যন্ত পৃথক বালক শাখা ও বালিকা শাখা এবং হিফজখানা।
মহিলাদের তা’লীমের ব্যবস্থা এবং বালিকা মাদরাসার অনন্য বৈশিষ্ট্য
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা হচ্ছে বর্তমান যামানার সর্বশ্রেষ্ঠ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ইলমে ফিক্বাহ শিক্ষার পাশাপাশি ইলমে তাছাউফ শিক্ষা প্রদানের প্রতি বিশেষ লক্ষ্য রাখা হয় এবং সুন্নত উনার অনুসরণ-অনুকরণ ও আমলের উপর দায়িম-কায়িম থাকার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়; যাতে অধ্যয়নরত সকল ছাত্র/ছাত্রী সহজেই মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ সন্তুষ্টি অর্জন করতে পারে।
এখানে একটি বিষয় উল্লেখ্য যে- সম্মানিত দরবার শরীফ উনার মাঝে ইলিম ও হিদায়েতের নূর বিতরণ করছেন খাছভাবে আওলাদে রসূল, মুজাদ্দিদে আ’যম, ইমামুল উমাম সাইয়্যিদুনা হযরত মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি এবং উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম তিনি। উনাদের প্রতিদিনকার ছোহবত শরীফেই ইলিম বিতরণ করা হয় এবং সেসব মজলিসে সব বয়সের মানুষ সেই ইলিম মুবারক শিখে নিজেদের আলোকিত করছেন। ইলিম হাছিলের এরকম পরিবেশ সব যুগে সকল হযরত মুজাদ্দিদ এবং হযরত আউলিয়ায়ে কিরাম উনাদের পবিত্র খানকা শরীফ মাঝে উপস্থিত ছিল। কিন্তু সন্তানকে শিশু বয়স থেকে গড়ে তুলতে হলে, আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালী হিসেবে বড় করতে চাইলে প্রয়োজন কিছুটা ব্যতিক্রম পরিবেশ যেখানে পাঠদান শুরু হবে অক্ষরজ্ঞান থেকে আর তাই প্রতিষ্ঠা করা হয় “মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতীমখানা।”
একজন মহিলা আল্লাহওয়ালী হলে পুরো পরিবার আল্লাহ পাক উনার দিকে রুজু হয়ে যান- এই চরম সত্য কথার বাস্তবরূপ দেন উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম তিনি। তিনি মহিলা মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে যেমনি অগণিত অসংখ্য মহিলাকে আল্লাহওয়ালী বানিয়ে চলেছেন, তেমনি প্রতিদিন “ফাল ইয়াফরাহু” মাহফিলের মাধ্যমে এবং ইছনাইনিল আযীম শরীফ এবং জুমুয়াহ শরীফে বিশেষ তা’লীম প্রদানের মাধ্যমে হিদায়েতের নূর বিলিয়ে যাচ্ছেন। এছাড়াও বছরের দুটি মুবারক মাস পবিত্র সাইয়্যিদুশ শুহূর রবীউল আউওয়াল শরীফ এবং পবিত্র রমাদ্বান শরীফ মাসেও থাকে মাসব্যাপী বিশেষ শিক্ষা কোর্সের ব্যবস্থা। সুবহানাল্লাহ!
মহিলাগণের তা’লীম দেয়ার সুন্নত জারি হয়েছে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ও হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের কাছ থেকে। পরবর্তীতে অনেক মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্না উনারাও তা’লীম দেয়ার সুন্নত জারি রেখেছেন। ইতিহাস ঘাটলে অনেক আল্লাহওয়ালীগণ উনাদের নাম পাওয়া যায় যাঁরা তা’লীম দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে- উনাদের তা’লীমের বিষয়গুলো উল্লেখযোগ্যভাবে লিপিবদ্ধ না হওয়ার কারণে পরবর্তীতে মহিলাগণের মাঝে তা’লীম দেয়ার একটা বড় সঙ্কট দেখা দেয়। তাছাড়া শুধু কিতাব পড়ে মহিলাগণের জন্য আল্লাহওয়ালী হওয়া সম্ভব নয়। উনাদের জন্যও প্রয়োজন একজন মহিলা শায়েখ বা খাছ আল্লাহওয়ালী মুয়াল্লিমা উনার মুবারক ছোহবত এবং তা’লীম তালক্বীন।
এ বিষয়ে সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা অনুভব করেন ১৫ শতকের সম্মানিত মুজাদ্দিদ, যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল উমাম, আওলাদে রসূল, মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি এবং উনার সম্মানিতা ছহিবাতুল মুকাররমা অর্থাৎ উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি। উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম তিনি খাছ আওলাদে রসূল এবং ওলীআল্লাহ হওয়ার কারণে; তাছাড়া উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম এবং উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাদের সঙ্গে গভীর নিসবত থাকার কারণে উনার তা’লীম মুবারকের মধ্যে ইলিম ও হিদায়েতের নূর বিচ্ছুরণ হয় অগণিত ধারায়। সে কারণেই মহিলাগণ উনার মুবারক ছোহবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে তা’লীম গ্রহণ করে সহজেই আল্লাহওয়ালী হচ্ছেন। কিন্তু এই আল্লাহওয়ালী হওয়ার ধারা অব্যাহত রাখার জন্যই উনারা প্রতিষ্ঠা করেছেন ‘বালিকা মাদরাসা’।
খাছ পর্দার সাথে মহিলাগণের মাধ্যমে বালিকাদের শিক্ষা দেয়ার বিষয়টি একটি বালিকা মাদরাসায় থাকতেই হবে, যা কিনা বর্তমান প্রচলিত বালিকা মাদরাসাগুলোতে নেই। কিন্তু মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা মাদরাসায় এই পরিবেশতো আছেই, বরং পাঁচ (৫) বছরের একটি মেয়ে কোনো পুরুষের সামনে যায় না। তাছাড়া অপ্রাপ্ত বয়স্কা অবস্থা থেকেই মেয়েরা খাছ পর্দার অনুশীলন করে। এছাড়াও এই বালিকা মাদরাসার অনেক অনন্য বৈশিষ্ট্য রয়েছে, যা আমরা মাদরাসার পরিচিতি পর্বে তুলে ধরবো ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে- এই মাদরাসা সম্পূর্ণভাবে উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় মহাসম্মানিত মু’জিযা শরীফ
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল সম্মানিত সৌন্দর্য মুবারক ও শ্রেষ্ঠত্ব মুবারক
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট আরব মহিলাদের নিসবতে ‘আযীম শরীফের প্রস্তাব এবং উনার বেমেছাল পবিত্রতা মুবারক
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ওয়াহাব আলাইহিস সালাম উনার কর্তৃক সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত মু’জিযাহ্ শরীফ দর্শন
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার মহত্ত্ব ও বড়ত্ব (২)
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়, ছোঁয়াচে বিশ্বাস করা কুফরী
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: সউদী রাজ পরিবারের পূর্বপুরুষ ইহুদী যে কারণে (৭)
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৪৪)
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র লাইলাতুর রাগায়িব শরীফ উনার মহত্ত্ব ও বড়ত্ব (১)
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)