জীবনী মুবারক
বিশিষ্ট তাবেয়ী হযরত উওয়াইস বিন ‘আমির আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি (৪)
, ২৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ রবি’ ১৩৯১ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত উওয়াইস আল-ক্বারানী রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদের সাক্ষাত ও আলোচনা সীরতের কিতাবসমূহে একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন। বিশিষ্ট ওলীআল্লাহ হযরত শায়েখ ফরীদুদ্দীন আত্তার রহমতুল্লাহি আলাইহি উনার লিখিত তাযকিরাতুল আওলিয়া কিতাবে এই ঘটনার বর্ণনা এভাবে দেয়া হয়েছে-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের অনেক পরে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফত আমলে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনারা কূফায় গিয়ে খুতবার মধ্যে সমবেত লোকদের উদ্দেশ্যে বললেন, হে কূফাবাসীগণ! আপনারা কি হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি উনার সন্ধান দিতে পারেন? উনারা উত্তরে বললেন, তিনি একজন পাগল, লোকালয়ে বাস করেন না, জঙ্গলে উট চরিয়ে থাকেন। দিনশেষে একবার শুকনা রুটি আহার করেন। লোকে যখন হাসে, তিনি তখন কাঁদেন। আর লোকে যখন কাঁদে তিনি তখন হাসেন। এরপর সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনারা একটি নির্জন স্থানের দিকে রওয়ানা হয়ে উনাকে প্রথমে নামাযরত অবস্থায় দেখেন। তিনি লোক আগমনের শব্দে নামায সংক্ষেপ করে ছাহাবীগণ উনাদেরকে সালাম দেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনার সালামের জাওয়াব দিয়ে উনার নাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, আবদুল্লাহ (মহান আল্লাহ পাক উনার বান্দা)। তখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আমরা সবাই মহান আল্লাহ পাক উনার বান্দা। আপনার প্রকৃত নাম কি? উত্তরে তিনি বললেন, উওয়ায়েস। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আপনার ডান হাত খানা দেখান। হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ডান হাত দেখালে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নছীহত মুবারক অনুযায়ী উনার ডান হাতে সাদা চিহ্ন দেখতে পেয়ে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনার হাতে চুম্বন করে বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনাকে সালাম জানিয়েছেন এবং নিজ খিরকা মুবারক আপনাকে দান করেছেন এবং উনার উম্মতগণের জন্য দোয়া করতে বলে গিয়েছেন।
হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, দোয়ার জন্য তো আপনারাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং উপযুক্ত। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আমরা তা করছি। কিন্তু আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক পালন করুন। হযরত উওয়ায়েস রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আপনি বিশেষভাবে বিবেচনা করে দেখুন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যার কথা বলেছেন তিনি অন্য কেউ হবেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আপনার হাতের যে চিহ্নের কথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন, আমি সে চিহ্ন দেখছি। অতঃপর হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিরকা মুবারকটি দিন, তারপর দোয়া করবো। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি পবিত্র খিরকা মুবারকটি প্রদান করলে হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তা গ্রহণ করে বললেন, একটু অপেক্ষা করুন। এই বলে তিনি সিজদায় গিয়ে বললেন, আয় বারে ইলাহী! যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এটি আমাকে দান করেছেন, যে পর্যন্ত উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সকলকে আপনি মাফ না করেন, সে পর্যন্ত আমি এই পবিত্র খিরকা মুবারক পরবো না। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনারা উনাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। এখন আপনার কাজ বাকী রয়েছে। আওয়াজ হলো, আপনার দোয়ার ওছীলায় কিছু সংখ্যক লোককে মাফ করবো। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, যে পর্যন্ত সকলকে মাফ করা না হবে, সে পর্যন্ত আপনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই পবিত্র খিরকা মুবারক আমি পরিধান করবো না। আওয়াজ হলো, কয়েক হাজার লোককে মাফ করা হলো।
হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি সিজদায় থেকে এইরূপ আলাপে রত ছিলেন। সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সম্মুখে উপস্থিত হন। হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কেন এসেছেন? যে পর্যন্ত সমস্ত উম্মতকে মাফ করা না হবে, সে পর্যন্ত এই পবিত্র খিরকা মুবারক আমি পরবো না। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি উনার পরনের কম্বলের দিকে নজর করলেন এবং তাতে ১৮ হাজার আলমের ধন-দৌলত দেখে এতই বিস্মিত ও অভিভূত হলেন যে, খিলাফতের প্রতি উনার ঘৃণার উদ্রেক হলো। তিনি বলে উঠলেন, এমন কেউ কি আছে, যে এক টুকরা রুটির বদলে খিলাফত ক্রয় করবে? হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি বললেন, যার বুদ্ধি নেই সে ব্যক্তি তা ক্রয় করবে। দূরে ফেলে দিন, যার ইচ্ছা হয় কুড়িয়ে নিক। বেচা-কেনার কি প্রয়োজন?
অতঃপর হযরত উওয়াইস রহমতুল্লাহি আলাইহি তিনি খিরকা মুবারক পরিধান করে বললেন, আয় বারে ইলাহী! এই খিরকা মুবারক উনার তোফায়েলে রাবী‘য়া ও মুদ্বার গোত্রদ্বয়ের ছাগ পালসমূহের লোমরাশির অনুরূপ উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে ক্ষমা করে দিন। (প্রকাশ থাকে যে ঐতিহাসিকদের মতে সেই সময়ে এই উভয় গোত্রের কারো ছাগপালের সংখ্যা বিশ হাজারের কম ছিল না। ) (চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় মহাসম্মানিত মু’জিযা শরীফ
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল সম্মানিত সৌন্দর্য মুবারক ও শ্রেষ্ঠত্ব মুবারক
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট আরব মহিলাদের নিসবতে ‘আযীম শরীফের প্রস্তাব এবং উনার বেমেছাল পবিত্রতা মুবারক
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ওয়াহাব আলাইহিস সালাম উনার কর্তৃক সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত মু’জিযাহ্ শরীফ দর্শন
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার মহত্ত্ব ও বড়ত্ব (২)
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়, ছোঁয়াচে বিশ্বাস করা কুফরী
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: সউদী রাজ পরিবারের পূর্বপুরুষ ইহুদী যে কারণে (৭)
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৪৪)
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র লাইলাতুর রাগায়িব শরীফ উনার মহত্ত্ব ও বড়ত্ব (১)
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)