নারীস্বাস্থ্য: মেনোপজে ভয় নয়
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
নাজমা আক্তার, বয়স ৫০ বছর। হঠাৎই লক্ষ করেন ইদানীং স্বাভাবিক মাজুরতা অনিয়মিত হচ্ছে। এ ছাড়া শারীরিক কিছু পরিবর্তনও ঘটছে। একই সঙ্গে হঠাৎ হঠাৎ প্রচন্ড গরম, আবার কখনও খুবই ক্লান্ত বোধ করছেন। ছোট ছোট বিষয় নিয়ে প্রচন্ড রেগে যাচ্ছেন। এ কারণে স্বামী-সন্তানসহ পরিবারের সবার সঙ্গে তার দূরত্ব বাড়ছে। উদ্বিগ্ন নাজমা আক্তার চিকিৎসকের শরণাপন্ন হলে জানতে পারেন, তার মেনোপজ শুরু হয়েছে।
নারীজীবনের বিভিন্ন অংশে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন আসে। যেমন শৈশব থেকে কিশোরে পদার্পণ করলে স্বাভাবিক মাজুরতা শুরু হয়। প্রতি ২৮ দিন অন্তর স্বাভাবিক মাজুরতা শুরু হয় এবং তিন থেকে সাত দিন স্থায়ী হয়। জীবনের দীর্ঘ একটি সময় এ ধারা চলমান থাকে। তবে একজন নারী যখন ৪৫-৫৫ বছরে পৌঁছায় তখন আবার হরমোনালজনিত পরিবর্তনের কারণে স্বাভাবিক মাজুরতা বন্ধ হয়ে যায়। একেই মেনোপজ বলা হয়। আমাদের দেশে অনেক নারীরই মেনোপজ নিয়ে স্বচ্ছ ধারণা নেই। এমনকি এসব বিষয়ে খোলামেলা আলোচনায়ও আছে তাদের অনাগ্রহ।
রাজধানীর বসুন্ধরা এলাকায় থাকেন আয়েশা বেগম। দুই সন্তান ও স্বামী নিয়ে তার সংসার। বর্তমান বয়স ৫৬। তার মেনোপজ শুরু হয়েছে আরও তিন বছর আগে। মেনোপজ নিয়ে জিজ্ঞেস করতেই মুখে লজ্জা ও বিড়ম্বনার ছাপ স্পষ্ট হলো। ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখে নিলেন। আশপাশে কেউ না থাকায় যেন স্বস্তি বোধ করলেন। এরপর জানান, মেনোপজ শুরু হওয়ার আগে থেকেই স্বাভাবিক মাজুরতা অনিয়মিত হতে শুরু করে। বাড়িতে বয়সে বড় কোনো মহিলা সদস্য না থাকায় কারও সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করতে পারেননি। তখন থেকেই ভীষণ দুর্বল অনুভূত হয়। ভাবতেন বাচ্চা জন্মদান ও বয়সের কারণেই হয়তো এমন লাগছে। শারীরিক সম্পর্কেও অনীহা আসতে লাগল। ছেলেমেয়েদের ওপর অল্পতেই রাগ হতো। এতে স্বামী-সন্তানদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটল। একটা সময় স্বাভাবিক মাজুরতা বন্ধ হয়ে যায় এটা আগে থেকেই জানা ছিল তার, তবে এতটা শারীরিক ও মানসিক পরিবর্তন হবে বুঝতে পারেননি।
মেনোপজ মূলত কী?
স্বাভাবিক মাজুরতা একটানা ১২ মাসের বেশি বন্ধ থাকলেই তাকে মেনোপজ বলে। বয়ঃসন্ধিকালে একটি সময়ে স্বাভাবিক মাজুরতা শুরু হওয়া যেমন স্বাভাবিক তেমন পরিণত বয়সে স্বাভাবিক মাজুরতা বন্ধ হওয়াও স্বাভাবিক বিষয়।
মেনোপজ কখন হয়?
সাধারণত ৪৫-৫৫ বছর বয়সের মধ্যে মেনোপজ শুরু হয়। তবে মেনোপজের গড় বয়স ৫১।
মেনোপজের লক্ষণসমূহ:
স্বাভাবিক মাজুরতা বন্ধ হয়ে যাওয়া, হাড়ক্ষয়, ওজন বৃদ্ধি, হঠাৎ শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, স্তন বড় হওয়া ও ব্যথা অনুভূত হওয়া, স্মরণশক্তি ও মনোযোগের অভাব হওয়া, সঙ্গে মাথাব্যথা হতে পারে, সন্তানধারণ ক্ষমতা হ্রাস, শারীরিক সম্পর্কে অনাগ্রহ, প্রগ্রাবে নিয়ন্ত্রণ হারানো, রক্তে চর্বির পরিমাণ বেড়ে গিয়ে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ দেখা দেওয়া, চুল পড়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া। সব নারীর ক্ষেত্রে মেনোপজের একই রকম লক্ষণ প্রকাশ না পেলেও কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়।
মেনোপজ হলে যা করবেন:
মেনোপজের সময়টিতে স্বাভাবিক থাকতে প্রয়োজন স্বাস্থ্যসম্মত জীবনযাপন। সপ্তাহের পাঁচ দিন অন্তত ৩০ মিনিট করে হাঁটতে হবে। সহজপাচ্য খাদ্যাভ্যাস তৈরি করতে হবে। লবণ, চিনি ও আমিষের পরিমাণ কমিয়ে সবুজ শাকসবজি, দুধ, দই, ছোট মাছ, তরল খাবারসহ ক্যালসিয়াম জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে হবে। রাতে ৬ ঘণ্টা ঘুম ও সারা দিনের কাজের ফাঁকে বিশেষ করে দুপুরের সময় বিশ্রাম নিতে হবে। বছরে একবার ডাক্তার ও চেকআপ বিশেষ করে স্তন, জরায়ু, হাড়সহ রক্তে ক্যালসিয়ামের পরিমাণ পরীক্ষা করতে হবে। ৩০ বছর বয়সের পরই এমন প্রস্তুতি নেওয়া শুরু করলে মেনোপজের কষ্ট অনেকটাই কমে আসে।
প্রতিকার:
মেনোপজ শারীরের একটি আবশ্যিক প্রক্রিয়া। ফলে এর কোনো প্রতিকার নেই। নিউইয়র্ক ইউনিভার্সিটির গবেষকরা টানা ১৪ বছর দুই ধরনের নারীর ওপর সমীক্ষা চালিয়েছে। একদল যারা মেনোপজের পরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করেছে আর অন্য দল যারা সেটা করেনি। প্রতি বছর নিয়ম করে তাদের যাবতীয় শারীরিক পরীক্ষার পর দেখা যায়, যারা থেরাপি করিয়েছেন তাদের শারীরিক অবস্থা অন্য দলের চেয়ে তুলনামূলক ভালো। তারা মেনোপজ-পরবর্তী জটিলতাগুলো সহজেই কাটিয়ে উঠতে পেরেছেন। হরমোন থেরাপির বিপক্ষে থাকা দলটির যুক্তি ছিল, থেরাপির জন্য হার্টের সমস্যা, স্তন বা ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি রয়েছে। যদিও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দিয়েছেন গবেষক দলের সদস্যরা।
আমাদের দেশের নারীরা মেনোপজের পরও গড়ে আরও ২০ বছর বেঁচে থাকেন। এ ২০ বছরে তাদের শরীরে অনেক পরিবর্তন আসে। বয়সের ছাপ পড়ে যায় মুখে। আমাদের দেশের অধিকাংশ নারী ঘরকুনো স্বভাবের হওয়ায় তাদের মধ্যে শারীরিক দুর্বলতাটা একটু বেশিই দেখা যায়। এ ছাড়া সুষম খাবার গ্রহণেও থাকে উদাসীনতা। ফলে দ্রুতই হাড়ের ক্ষয় ও হার্টের সমস্যা দেখা দেয়। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে মানসিকভাবে দৃঢ় এবং খাদ্যাভ্যাসের ওপর জোর দিতে হবে। এ ছাড়া নিয়মিত শারীরিক পরীক্ষা করাতে হবে।
মেনোপজ একটি হরমোনজনিত শারীরিক পরিবর্তন। এটি খুবই সাধারণ বিষয়। তবে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও পরিবর্তন হয় এ সময়। সঠিক তথ্য না জানার কারণে অনেকেই বিষয়টি মেনে নিতে বা মানিয়ে নিতে পারেন না। শারীরিক পরিবর্তন ঘটার জন্য নিজেকে অকেজো ভাবতে শুরু করেন অনেকেই। ফলে দেখা দেয় হতাশা ও হীনমন্যতা।
বিষন্নতা : মেনোপজ-পরবর্তী শারীরিক পরিবর্তনের জন্য অনেকে ভাবেনÑ এই বুঝি জীবন শেষ। এ ধারণার কারণে ভেতর থেকে বুড়িয়ে যান নারীরা। খাওয়াদাওয়া ও কাজকর্মে অনাগ্রহ চলে আসে। ভয় ও আতঙ্কের কারণে বিষন্নতার সৃষ্টি হয়।
হীনমন্যতা : সাধারণত এ সময় ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নারীদের ত্বক, চুল, নির্জনে অবস্থানের আকাক্সক্ষার ওপর প্রভাব ফেলে, কিন্তু এমনটা ঘটা খুবই স্বাভাবিক। এ ছাড়া ওজন বেড়ে যাওয়া, চুল পড়া, ত্বকের সমস্যা দেখা দেয়। এসব পরিবর্তন সবার পক্ষে গ্রহণ করা সম্ভব হয় না। তখন অনেকেই ভুগতে থাকেন হীনমন্যতায়। কোনো কারণ ছাড়াই নিজেকে সব বিষয়ে দোষারোপ করতে থাকার প্রবণতা বেড়ে যায় এবং অন্য নারীদের সঙ্গে নিজের তুলনা করতে থাকে।
উদ্বেগ ও অস্থিরতা : মেনোপজ ঘিরে অনেকের মধ্যেই উদ্বেগ ও অস্থিরতা কাজ করে। এতে দুশ্চিন্তা তৈরি হয়।
খিটখিটে মেজাজ : হতাশা, হীনমন্যতা, উদ্বেগ থেকেই মেজাজ হয়ে ওঠে খিটখিটে। এ সময় অনেকেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারান। ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার ফলে আয়রনের ঘাটতি থেকে মুড সুইং শুরু হয়।
ইনসমনিয়া : দুশ্চিন্তার মাত্রা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে খাবার ও ঘুমের পরিমাণ কমতে থাকে। একটা সময় রাতের পর রাত ঘুম আসে না, ফলে তারা ইনসমনিয়ায় আক্রান্ত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্তানদের ও পরিবারের সকলকে সালাম দেয়া শিক্ষা দান করুন
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল দানশীলতা মুবারক (৪)
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাফের বিশ্বে নারীরা শুধু কি এখন নির্যাতনের শিকার হচ্ছে?
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একজন দ্বীনদার পরহেযগার আল্লাহওয়ালী মহিলা উনার পর্দা পালনের বেমেছাল দৃষ্টান্ত
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ মহিলা জামাত নাজায়িজ
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শৈশবকাল থেকেই সন্তানকে দ্বীনদার হওয়ার শিক্ষা দান করতে হবে
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিতা মহিলা আউলিয়া-ই কিরাম উনাদের পরিচিতি
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বচক্ষে দেখা কিছু কথা
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক তা’লীমের গুরুত্ব ও তারতীব
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুন্নতী খাবার সম্পর্কিত হাদীছ শরীফ : মেথি
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাবার বিষয়ে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)