১০০ টি চমৎকার ঘটনা
আমল কবুল হওয়ার একমাত্র উপায়
ঘটনা-৫৯
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
যে ফেরেশতা আলাইহিস সালাম প্রথম আসমানে থাকেন উনার জিম্মাদারীতে দেয়া হলো, ‘গীবত।’ যখন বান্দার আমলনামাগুলো নিয়ে ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা প্রথম আসমানে পৌঁছবেন, তখন সেই হাফাযা ফেরেশতা বলবেন, ‘আমলনামাগুলো রাখুন, আমাকে যাচাই-বাছাই করতে দিন।’ তখন আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘আপনি কি যাচাই-বাছাই করবেন?’ সেই হাফাযা বা পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘আমি যাচাই-বাছাই করবো, সে গীবত করেছে কিনা? সে গীবতকারী ব্যক্তি কিনা? যদি কোনো গীবতকারী ব্যক্তির আমলনামা এখানে এসে থাকে, তাহলে সেটা আমার এ দরজা দিয়ে উত্তীর্ণ হবে না।’ কাজেই যারা গীবতকারী তাদের আমলনামা প্রথম আসমান থেকে উত্তীর্ণ হবে না।
এরপর আমলনামাগুলো যখন দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছবে, তখন দ্বিতীয় আসমানের হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘রাখুন আমলনামাগুলো, আমাকে যাচাই-বাছাই করতে দিন। আমাকে পরীক্ষা করতে দিন।’ তখন আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘হে ভাই ফেরেশতা আলাইহিস সালাম! আপনি কি যাচাই-বাছাই করবেন?’ পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘যারা হুব্বেজাহ্ অর্থাৎ সম্মান লাভের জন্য আমল করেছে, তাদের আমল আমি এই রাস্তা দিয়ে উত্তীর্ণ হতে দিব না।’ কাজেই যারা হুব্বেজাহ্ অর্থাৎ সম্মান লাভের জন্য, ইবাদত-বন্দেগী করবে, তাদের আমলনামা দ্বিতীয় আসমান থেকে উত্তীর্ণ হবে না।
এরপর যখন বাকী আমলনামাগুলো নিয়ে তৃতীয় আসমানে পৌঁছানো হবে, তখন তৃতীয় আসমানের হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘রাখুন আমলনামাগুলো, আমাকে যাচাই-বাছাই করতে দিন। আমাকে পরীক্ষা-নিরীক্ষা করতে দিন।’ তখন আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম বলবেন, ‘হে ভাই ফেরেশতা আলাইহিস সালাম! আপনি কি যাচাই-বাছাই করবেন?’ তখন তিনি বলবেন, ‘আমি হলাম অহংকার যাচাই করার ফেরেশতা। যারা অহংকারী, তাদের আমলনামা তৃতীয় আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’
এরপর বাকী আমলনামাগুলো চতুর্থ আসমানে পৌঁছানো হবে, তখন ঐ চতুর্থ আসমানের হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘ব্যক্তিগত কোনো আমলের উপর যদি কেউ ফখর করে, তাহলে সে আমলটা চতুর্থ আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’ কাজেই যারা ফখর করবে তাদের আমলনামা চতুর্থ আসমান অতিক্রম করবে না কখনও।
এরপর বাকী আমলনামাগুলো নিয়ে ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা পঞ্চম আসমানের দিকে রওয়ানা হবেন। যখন পঞ্চম আসমানে গিয়ে পৌঁছবেন, তখন সেই হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘রাখুন আমলনামাগুলো, আমাকে যাচাই-বাছাই করতে দিন, আমাকে পরীক্ষা-নিরীক্ষা করতে দিন।’ তখন আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘হে ভাই পঞ্চম আসমানের ফেরেশতা আলাইহিস সালাম! আপনি কি যাচাই-বাছাই করবেন? কি পরীক্ষা-নিরীক্ষা করবেন?’ পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘আমি হলাম হিংসা যাচাই করার ফেরেশতা। যারা হিংসুক, হাসাদকারী তাদের আমলনামা আমার এই পঞ্চম আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’ কাজেই যারা হিংসা করে, তাদের আমলনামা পঞ্চম আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।
এরপর ষষ্ঠ আসমানে গিয়ে যখন ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা পৌঁছবেন, তখন আমলগুলো গুনগুন করতে থাকবে, খুব জ্বলজ্বল করতে থাকবে, আলো বিকিরণ করতে থাকবে। তখন ষষ্ঠ আসমানের ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘হে আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনারা আমলনামাগুলো রাখুন, আমাকে যাচাই-বাছাই করতে দিন, পরীক্ষা-নিরীক্ষা করতে দিন।’ আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘আপনি কি পরীক্ষা-নিরীক্ষা করবেন?’ তখন পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘আমি হলাম রহমতের ফেরেশতা। যারা নির্দয় ও নিষ্ঠুর তাদের আমলনামাগুলো ষষ্ঠ আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’ পরীক্ষক ফেরেশতা ঐ আমলনামাগুলো যাচাই-বাছাই করে আবার ছেড়ে দিবেন। বলবেন, ‘আপনারা বাকী আমলনামাগুলো নিয়ে যান।’ আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা সপ্তম আসমানের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
যখন সপ্তম আসমানে গিয়ে পৌঁছবেন, তখন সেই পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘দাঁড়ান, আমলনামাগুলো আমাকে পরীক্ষা করতে দিন।’ তখন ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, ‘আপনি কি পরীক্ষা করবেন?’ তখন সেই হাফাযা ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ‘আমি রিয়া যাচাই করার ফেরেশতা। মূলতঃ লোক প্রদর্শনের জন্য যারা আমল করে, তাদের আমল সপ্তম আসমান দিয়ে উত্তীর্ণ হবে না।’
যখন সপ্তম আসমান উত্তীর্ণ হয়ে গিয়ে মহান আল্লাহ পাক উনার কাছে আমল পৌঁছানো হবে, তখন ঐ আমলগুলো গুনগুন করতে থাকবে। তখন মহান আল্লাহ পাক বলবেন, ‘হে ফেরেশতা আলাইহিমুস সালাম! আমাকে যাচাই-বাছাই করতে দিন। আমি যাচাই-বাছাই করবো, বান্দা ইখলাছের সাথে আমল করেছে কিনা?’ কেননা মহান আল্লাহ্ পাক বান্দাকে শুধুমাত্র উনার সন্তুষ্টি মুবারকের উদ্দেশ্যে ইখলাছের সাথে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। অতএব, যে ইবাদতগুলো ইখলাছের সাথে অর্থাৎ আল্লাহ পাক উনার জন্য করা হবে, সেগুলোই মহান আল্লাহ পাক তিনি কবুল করবেন। আর যে ইবাদত গাইরুল্লাহর জন্য করা হবে, তা কবুল করবেন না। বরং তা আমলকারীর চেহারার উপর নিক্ষেপ করবেন।” নাঊযুবিল্লাহ!
হযরত মুয়াজ ইবনে জাবাল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এই পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করে বললেন, “তখন আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরয করলাম, ‘ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যদি সত্যিই মানুষের আমলনামা মহান আল্লাহ পাক উনার নিকট পৌঁছানো এতো কঠিন হয়ে থাকে, তাহলে তো নাজাত লাভ করা খুবই কঠিন’ (যেহেতু সব মানুষের মধ্যেই উপরোক্ত বদ খাছলত কিছু না কিছু রয়েছে)। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ‘সত্যিই খুব কঠিন। তবে আপনাদের জন্য সহজ। কিভাবে? যদি আপনারা আমাকে পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করেন।’ সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি পাওয়ার একমাত্র মাধ্যমই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্ণ অনুসরণ। তাই আমাদের প্রতিটি আমল সুন্নতের অনুসরণে করতে পারলেই তা মহান আল্লাহ পাক উনার কাছে সর্বাপেক্ষা বেশি কবুলযোগ্য হবে।
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার একখানা বিশেষ স্বপ্ন মুবারক
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা অন্য কারো মতো নন; উনারা বেমেছাল শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক উনার অধিকারিণী
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিভাবে প্রথম মাসে আপনার শিশুর বিকাশে সাহায্য করবেন?
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ই’জায শরীফে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্তানদের ও পরিবারের সকলকে সালাম দেয়া শিক্ষা দান করুন
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল দানশীলতা মুবারক (৪)
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাফের বিশ্বে নারীরা শুধু কি এখন নির্যাতনের শিকার হচ্ছে?
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একজন দ্বীনদার পরহেযগার আল্লাহওয়ালী মহিলা উনার পর্দা পালনের বেমেছাল দৃষ্টান্ত
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রসঙ্গ মহিলা জামাত নাজায়িজ
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শৈশবকাল থেকেই সন্তানকে দ্বীনদার হওয়ার শিক্ষা দান করতে হবে
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিতা মহিলা আউলিয়া-ই কিরাম উনাদের পরিচিতি
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)