ভাঙচোরা বাস থেকে সর্বোচ্চ ভাড়া আদায়!
-ঢাকায় প্রতিদিন ১৮২ কোটি টাকার ভাড়া নৈরাজ্য
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২০ মার্চ, ২০২৩ খ্রি:, ০৬ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন (২০২২ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত) বলছে, ঢাকার গণপরিবহনে প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া নৈরাজ্য হচ্ছে। গত বছরে দুইবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর অস্বাভাবিক হারে বাড়ানো হয় ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের সঙ্গে ২৫টি লাঞ্ছনার ঘটনা ঘটে। হত্যার শিকার হয় ১৪ যাত্রী আর গুরুতর আহত হন ১০ যাত্রী। যেসব ঘটনা যাত্রী সাধারণের মধ্যে ভীতি সঞ্চার তৈরি করেছে।
ওই প্রতিবেদন প্রকাশের পর কিছুটা নড়েচড়ে বসে রাজধানীতে চলাচল করা বাস মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি ভাড়া নৈরাজ্য ঠেকাতে ২০২২ সালের ১৩ নভেম্বর বাসে ই-টিকিটিং ব্যবস্থার প্রবর্তন করে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৯ পরিবহন কোম্পানির ৩ হাজার ৩০৭টি বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে সক্ষম হয়েছে মালিক সমিতি। বাকি প্রায় ৩৮ কোম্পানির ২ হাজারেরও বেশি বাস।
এ ব্যবস্থাকে যাত্রীরা স্বাগত জানালেও বাসের কন্ডাক্টরদের পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন ব্যবহারে অনীহা দেখা গেছে। যাত্রীরা বলছেন, সময় ও ভাংতির দোহাই দিয়ে মেশিন ব্যবহার করতে চান না বাস কন্ডাক্টররা।
বাসে চড়ে প্রতিদিন কাজীপাড়া থেকে নীলক্ষেত এলাকায় যাতায়াত করেন বেসরকারি চাকরিজীবী জাহিদ আহসান। গণপরিবহনের অব্যবস্থাপনা নিয়ে বেশ ক্ষুব্ধ তিনি।
অনেকটা ক্ষোভ নিয়েই তিনি বলেন, সেফটি ও সুপার লিংক বাস ব্যবহার করে আমি অফিসে যাতায়াত করি। চার্টে কাজীপাড়া থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ভাড়া দেখায় ২৬ টাকা। অথচ বাসগুলো ভাড়া নেয় ৩০ টাকা করে। তাদের প্রিন্ট করা টিকিটে কখনও ২৮ টাকা আবার কখনও ৩০ টাকা দেখায়। ২৮ টাকা দেখালেও ভাড়া ৩০ টাকাই নেয়। কনডাক্টররা বলে, তাদের কাছে ভাংতি টাকা নেই। পিওএস মেশিন ব্যবহারেরও সময় নেই।
এরপর প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের মেশিন ব্যবহারে এতো অনীহা, তাহলে মেশিন ব্যবস্থা আনা হলোই কেন? এটা কি শুধু আইওয়াশ মাত্র?
মালিক সমিতি অতিরিক্ত ভাড়া নিয়ে সোচ্চার হলেও পরিবহনের নাজুক অবস্থার দিকে নজর দিতে পারেনি। তারা বলছেন, আপাতত ভাড়া আদায়ের বিষয়টাই দেখছি। সব তো আর একসঙ্গে করা যাবে না।
পরিবহনের এমন নাজুক অবস্থা নিয়ে ২০২২ সালের ১৪ অক্টোবর এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেখানে উল্লেখ করা হয়, ঢাকায় সিটিতে চলাচলরত গণপরিহনের সৌন্দর্যের ওপর নগরের সৌন্দর্য্য ও দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। লক্ষ্য করা যাচ্ছে কিছু বাস, মিনিবাসের রঙচটা, জরাজীর্ণ, জানালা-দরজার কাচ ভাঙা, সামনে পেছনের লাইট ভাঙা। কোনো কোনো বাস থেকে কালো ধোয়াও নির্গমন হচ্ছে। তাছাড়া কিছু বাস-মিনিবাসের ভেতরে ফ্যান থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা ভাঙা ও অচল। বেশিরভাগ বাসের সিটের কভারও অপরিষ্কার। যাত্রীদের চলাচলে নানাবিধ ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
এজন্য সংশ্লিষ্ট মোটরযান মালিকদেরকে আগামী ৩০ নভেম্বর মধ্যে যানবাহন ত্রুটিমুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় ৩০ নভেম্বরের পর এসব যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সে সময় বিআরটিএ সূত্রে জানা যায়, মাত্র ৪ জন ম্যাজিস্ট্রেট রোস্টারিংয়ের মাধ্যমে ত্রুটিমুক্ত বাসের বিরুদ্ধে অভিযান চালাবেন।
গণবিজ্ঞপ্তির পর ৩০ নভেম্বর পার হয়ে গেলেও কার্যকরী কোন ব্যবস্থা দেখা যায়নি। অভিযোগ উঠেছে, বিআরটিএর নিয়ম নীতির কোন পাত্তায় দেয়নি বাস মালিকরা। সড়কে আগের মতোই দাপিয়ে বেড়াচ্ছে অপরিষ্কার, অস্বাস্থ্যকর ও ত্রুটিযুক্ত বাসগুলো।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মুহম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিশ্বের সব দেশে আমার যাওয়ার সুযোগ না হলেও এশিয়ার বেশ কয়েকটি দেশ ঘুরেছি। এসব দেশের মধ্যে পার্থক্য করলে দেখা যায়- এশিয়ার শহরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া ঢাকা এবং চট্টগ্রাম সিটি বাস সার্ভিসে। আর সেবার মানের দিক থেকে সবচেয়ে নিম্নমান এই দুই শহরেই। অর্থাৎ সর্বোচ্চ মূল্যে ভাড়া পরিশোধ করে সর্বনিম্ন যাত্রী সেবাটা আমরা পাচ্ছি।
সরকার বাস মালিকদের নানা প্রণোদনা দিয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, জনগণের টাকায় রাস্তা নির্মাণ হয়, রাস্তার উন্নয়ন হয়, ব্রিজ নির্মাণ হয়। যদি অন্য কোনো ব্যবসার সাথে পরিবহন ব্যবসার তুলনা করেন, তবে সবচেয়ে কম খরচের ব্যবসা এটি। কারণ আপনার একটি দোকানের ব্যবসা করতে গেলে সেখানের সব অবকাঠামো নিজেকে করতে হয়। কিন্তু পরিবহনের ক্ষেত্রে সব ডেকোরেশন জনগণের টাকায় হয়। এখানে আপনি একটি বাস কিনে রাস্তায় নামিয়ে দিলেন, আপনার ব্যবসা শুরু হয়ে গেল। আর জনগণের ডেকোরেশন করে দেওয়ার অর্থ হচ্ছে, জনগণকে ভালো একটি সার্ভিস দেওয়া। কিন্তু সেই সার্ভিসটিই থেকে বঞ্চিত হচ্ছেন জনসাধারণরা।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও জানান, ২০১২ সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল রাজধানীতে ২০ বছরে ঊর্ধ্বে যেসব বাস রয়েছে মেয়াদোত্তীর্ণ সেই বাসগুলোকে উচ্ছেদ করা হবে। ওই ২০ বছরের সঙ্গে আরও ১০ বছর হয়ে গেছে। এই ৩০ বছরে একটি বাসও উচ্ছেদ করতে পারেনি সরকারের এই শক্তিশালী সংস্থা।
মানহীন এসব বাস নিয়ে ট্র্যাফিক পুলিশের ভূমিকা কী, জানতে চাইলে তেজগাঁও জোনের ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার কবির বলেন, আমাদের কাজ হচ্ছে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, নিয়ম মানছে কিনা এসব দেখা। অনিয়ম পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। লক্কড়-ঝক্কড় বাসের ফিটনেস কীভাবে হয়, এটা বিআরটিএ বলতে পারবে।
মানহীন বাসের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে বিআরটিএ- জানতে চাইলে বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মুহম্মদ হেমায়েত উদ্দিন বলেন, আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের লোকবল কম। তারপরও আমরা চেষ্টা করছি। তবে বাস মালিকদের এ বিষয়ে আরও আন্তরিক হতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অন্তর্র্বতী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন -ভিন্নমত বিএনপিসহ বেশিরভাগ দলের
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অনির্দিষ্টকালের জন্য সারা দেশে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রেস্টুরেন্টের খাবারসহ প্রায় ১০০ পণ্যে খরচ বাড়ছে
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকের মর্গে আন্দোলনের সময় নিহত বেওয়ারিশ ৬ লাশ
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বীন ইসলাম অবমাননা করায় শ্রীলঙ্কার এক সন্ন্যাসীর জেল
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারের ঋণ ১৮ লাখ ৩২ হাজার কোটি টাকা
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি গুদামে ধান বিক্রিতে কৃষকের অনীহা, লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শেখ হাসিনা ১২ জানুয়ারি ভার্চুয়াল বৈঠকে ভাষণ দিবেন, এনিয়ে আওয়ামী লীগে যা চলছে
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-ভারত সীমান্তে অ্যালার্ম ও নাইট ভিশন ক্যামেরা বসাল বিএসএফ
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘হুথির ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা ইসরাইলের নেই’
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীর রাজারবাগ শরীফে প্রতিবাদ মিছিল
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)