মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বাল এবং অপপ্রচারের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ

প্রতি সেকেন্ডে কোটি কোটি ঈদ :
প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে কোটি কোটি ঈদ, ঈদে আকবর, ঈদে আ’যম বা তার চেয়েও বড় ঈদ হওয়ার দলীল:
আর একজন বান্দা-বান্দী, উম্মতের জন্য সবচেয়ে বড় নেক আমল হচ্ছেন- মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা বা অনুসরণ-অনুকরণ করা। সুবহানাল্লাহ! কেননা স্বয়ং মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
قُلْ إِنْ كُنْتُمْ تُـحِبُّوْنَ اللهَ فَاتَّبِعُوْنِيْ يُـحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ وَاللهُ غَفُوْرُّ رَحِيْمٌ
অর্থ: “(আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি বলে দিন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত মুবারক করে থাক, তাহলে আমার ইত্তিবা’ অর্থাৎ অনুসরণ-অনুকরণ কর। তাহলে মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত করবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু।” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আলে ইমরান শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৩১)
এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি সমস্ত বান্দা-বান্দীদেরকে দুটি বিষয় অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন- ১. মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা বা অনুসরণ-অনুকরণ করলে মহান আল্লাহ পাক তিনি উক্ত ব্যক্তিকে মুহব্বত করবেন এবং ২. তার গুণাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ!
আর মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
عَن حضرت ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تعالى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ تَمَسَّكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فَلَهُ أَجْرُ مِائَةِ شَهِيدٍ
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা-ফাসাদের সময় আমার একখানা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক আঁকড়ে ধরে রাখবেন, তিনি একশত শহীদের ফযীলত মুবারক লাভ করবেন।” সুবহানাল্লাহ! (আয যুহ্দ লিল বাইহাক্বী ১/২২১, ২০৭, আল কামিল লি ইবনে ‘আদী ৪৬০)
এই মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফখানা আরো কয়েকজন রাবী থেকে বিভিন্ন রেওয়াতে বর্ণিত রয়েছেন। সুবহানাল্লাহ!
তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, কেউ যদি মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত পরিপূর্ণরূপে মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা করেন, তাহলে তিনি কোটি কোটি শহীদের ছওয়াব লাভ করবেন। কেননা ১টি টুপির মধ্যে কমপক্ষে ১৩শত শহীদের ছওয়াব রয়েছেন। যেমন- (১) টুপি হিসেবে ১টি সুন্নত, (২) টুপির রং সাদা হিসেবে ১টি সুন্নত, (৩) টুপির কাপড় সূতি হওয়ার মাধ্যমে ১টি সুন্নত, (৪) টুপি গোল হওয়া হিসেবে ১টি সুন্নত, (৫-৮) টুপি চার টুকরো হওয়া হিসেবে চার টুকরোয় ৪টি সুন্নত, (৯) টুপি মাথার সাথে লেগে থাকা ১টি সুন্নত, (১০) সুন্নতী তরতীবে পরিধান করা হিসেবে ১টি সুন্নত। কেননা টুপির ২টি সেলাই কপালের দুই দিকে থাকা এবং ১টি সেলাই পিছনের দিকে ঘাড়ের মাঝ বরাবর থাকা সুন্নত। (১১) চারদিকে তিন টুকরা হওয়া, (১২) উপরে এক টুকরা হওয়া, (১৩) মাথা থেকে উঁচু না হওয়া। তাহলে দেখা যাচ্ছে- সুন্নতী টুপি সুন্নতী কায়দায় পরিধান করার মাধ্যমে (১) কমপক্ষে ১৩শত শহীদের ছাওয়াব পাওয়া যাচ্ছে। (২) এছাড়া মহান আল্লাহ পাক উনার সম্মানিত রহমত মুবারক উনার উপর বর্ষিত হচ্ছেন, (৩) উনার গুণাহ ক্ষমা হচ্ছে, (৪) বিদয়াত আমল থেকে তিনি বাঁচতে পারতেছেন, (৫) মহান আল্লাহ পাক উনার সম্মানিত মুহব্বত মুবারক তিনি পাচ্ছেন, (৬) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্মরণে তিনি থাকতে পারছেন এবং (৭) উনার সম্মানিত মুহব্বত মুবারক তিনি পাচ্ছেন। সুবহানাল্লাহ!
তারপর পাগড়ী পরিধান করা দায়িমী সুন্নত মুবারক। সেখানেও ১১শত বেশি শহীদের ছাওয়াব রয়েছেন। যেমন- (১) পাগড়ী হিসেবে ১টি সুন্নত, (২) পাগড়ীরর রং হিসেব ১টি সুন্নত, (৩) পাগড়ীর কাপড় কেমন হবে (সবুজ বা কালো অথবা সাদা) সে হিসেবে ১টি সুন্নত, (৪) পাগড়ী লম্বায় কয় হাত হবে (তিন বা সাত অথবা বার হাত) সে হিসেবে ১টি সুন্নত, (৫) পাগড়ী পাশে কয় হাত হবে (আধা হাত বা এক হাত অথবা দুই হাত) সে হিসেবে ১টি সুন্নত, (৬) পাগড়ী সুন্নতী তরতীবে বাঁধা ১টি সুন্নত, (৭) পাগড়ী দাঁড়িয়ে বাঁধতে হয় সে হিসেবে ১টি সুন্নত, (৮) পাগড়ীর শিমলার পরিমাণ কতটুকু হবে, সে হিসেবে ১টি সুন্নত, (৯) শিমলা পিছনে ঝুলিয়ে দেয়া হিসেবে ১টি সুন্নত, (১০) টুপির উপর পাগড়ী বাঁধা ১টি সুন্নত, (কেননা শিক সম্প্রদায় টুপি ছাড়া খালি মাথায় পাগড়ী পরিধান করে। না‘ঊযুবিল্লাহ!) (১১) পাগড়ীর নীচে কেনায়া পরিধান করা ১টি সুন্নত। তাহলে দেখা যাচ্ছে- পাগড়ী সুন্নতী কায়দায় পরিধান করার মাধ্যমে কমপক্ষে (১) ১১শত শহীদের ছাওয়াব পাওয়া যাচ্ছে। (২) এছাড়া মহান আল্লাহ পাক উনার সম্মানিত রহমত মুবারক পাগড়ী পরিধানকারী উনার উপর বর্ষিত হচ্ছেন, (৩) উনার গুণাহ ক্ষমা হচ্ছে, (৪) বিদয়াত আমল থেকে তিনি বাঁচতে পারতেছেন, (৫) মহান আল্লাহ পাক উনার সম্মানিত মুহব্বত মুবারক তিনি পাচ্ছেন, (৬) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার স্মরণে তিনি থাকতে পারছেন এবং (৭) উনার সম্মানিত মুহব্বত মুবারক তিনি পাচ্ছেন। সুবহানাল্লাহ!
এভাবে সুন্নতী কেনায়া, সুন্নতী রুমাল, সুন্নতী কোর্তা, সুন্নতী ইযার বা লুঙ্গী, সুন্নতী সেন্ডেল, সুন্নতী মোজা, সুন্নতী জুব্বা, সুন্নতী চাদর পরিধান করা ইত্যাদির মাধ্যমে হাজার হাজার শহীদের ছাওয়াব পাওয়া যাচ্ছে অর্থাৎ হাজার হাজার নেক আমল হচ্ছে। সুবহানাল্লাহ!
এটা তো হলো পরিধানের সুন্নত মুবারক। তারপর রয়েছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার সুন্নত, চুল রাখার সুন্নত, দাড়ি রাখার সুন্নত, নখ কাটার সুন্নত, ওযূ-গোসলের সুন্নত, খাওয়া-দাওয়ার সুন্নতী তরতীব, সুন্নতী খাবার, সুন্নতী আসবাব পত্র, কথাবার্তার সুন্নত, চালচলনের সুন্নত, হাটা-চলার সুন্নত, ঘুমানোর সুন্নত, ব্যবসা-বানিজ্যের সুন্নত, লেনদেনের সুন্নত, বিভিন্ন ইবাদত-বন্দেগীর সুন্নত, নামায-রোযার সুন্নত, ওয়ায-নছীহতের সুন্নত ইত্যাদি ইত্যাদি। এভাবে দেখা যাচ্ছে- কেউ যদি দায়িমীভাবে পরিপূর্ণরূপে মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনাদের ইত্তিবা করেন, তাহলে প্রতি সেকেন্ডে উনার লক্ষ লক্ষ নেক আমল হচ্ছেন। অর্থাৎ প্রতি সেকেন্ডে উনার জন্য লক্ষ লক্ষ ঈদ। আর কেউ যদি লক্ষ লক্ষ কোটি কোটি লোককে সমস্ত মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার তা’লীম দেন এবং উনার উছীলায় লক্ষ লক্ষ কোটি কোটি লোক মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা করেন, তাহলে উনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে কোটি কোটি নেক আমল হচ্ছেন। তাহলে নিসবত মুবারক অনুযায়ী উনার জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি পলকে পলকে কোটি কোটি ঈদ, ঈদে আ’যম, ঈদে আকবর বা তার চেয়েও বড় ঈদ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
তাহলে এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে, কেউ যদি প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি মুহূর্তে, প্রতি পলকে পলকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার কারণে খুশি মুবারক প্রকাশ করে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ছানা-ছিফত মুবারক করেন, উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র তা’যীম তাকরীম মুবারক করেন, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র গোলামী মুবারক উনার আনজাম মুবারক দেন, উনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা করেন, তাহলে উনার জন্য প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি পলকে পলকে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ হবেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মাত্র এক দিরহাম খরচ করার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার রাস্তায় এক পাহাড় পরিমাণ লাল স্বর্ণ দান করার সমপরিমাণ ফযীলত মুবারক লাভ
১৪ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দায়িমীভাবে সম্মানিত শাফা‘আত মুবারক লাভ
১৪ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কায়িনাতবাসীর সমস্ত নিয়ামত মুবারক বণ্টনকারী
১৪ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (৩)
১৩ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (২)
১২ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্মানিত জান্নাত মুবারক-এ অবস্থান মুবারক
১২ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত মীলাদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক
১২ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (১)
১১ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা কুল কায়িনাতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত
১১ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজেই সৃষ্টির শুরু থেকে অদ্যবধি দায়িমীভাবে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করে যাচ্ছেন এবং অনন্তকাল যাবৎ পালন করতেই থাকবেন
১১ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদন্ড (২০)
১০ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মানহানীকারীদের একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদন্ড (১৮)
০৮ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)