সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সামিন, ১৩৯১ শামসী সন , ১৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ৩১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাওয়ানেহ উমরী মুবারক
পরিচিতি মুবারক:
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সম্মানিত পিতার নাম ছিল হযরত শামউন আলাইহিস সালাম। যিনি ছিলেন মিশরের সম্ভ্রান্ত ক্বিবতি বংশীয় এবং আহলে কিতাবের অনুসারী। উনার সম্মানিতা মাতা রোমান আহলে কিতাব সম্প্রদায়ভুক্ত। তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আওলাদ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ (হযরত ইবরাহিম) আলাইহিস সালাম উনার সম্মানিতা মাতা। মিসরের শাসনকর্তা মুকাউকিস উনাকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে হাদিয়া হিসাবে প্রেরণ করেছিলেন। কোন কোন বর্ণনায় উল্লেখ আছে যে, তিনি মিশরের শাসনকর্তা মুকাউকিসের চাচাতো বোন ছিলেন।
বিলাদতী শান মুবারক প্রকাশ:
সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের ২ বছর পূর্বে, পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, পবিত্র মাহে রবীউল আউওয়াল শরীফ উনার ১৩ তারিখ, পবিত্র ইয়াওমুল জুমুয়াহ শরীফে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম মিশরের “আনছেনা (أنصِنَا)” নামক জেলার অন্তর্গত “হাফন (حَفْن)” নামক গ্রামে সম্ভ্রান্ত বনু কিব্ত বংশে বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। (দৈনিক আল-ইহসান শরীফ, তারাজিমে সাইয়্যিদাতি বায়তিন নুবুওওয়াহ)
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ:
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মিশরের শাসনকর্তা মুকাউকিস (ইসকান্দারিয়া ছিল তার রাজধানী)-এর নিকট দ্বীন ইসলাম উনার দাওয়াত দিয়ে বিশিষ্ট ছাহাবী হযরত হাত্বিব বিন বালতা’য়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মারফত এই মর্মে একখানা পত্র লিখেন-
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
مِنْ مُـحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بْنِ عَبْدِ اللهِ عَلَيْهِ السَّلَامُ إِلَى الْمُقَوْقِسِ، عَظِيْمِ الْقِبْطِ، سَلَامٌ عَلّٰى مَنِ اتَّبَعَ الْـهُدٰى، أَمَّا بَعْدُ، فَإِنّـِىْ أَدْعُوْكَ بِدَعَايَةِ الْإِسْلَامِ، أَسْلِمْ تَسْلِمْ يُؤْتِكَ اللهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّـمَا عَلَيْكَ إِثْمُ الْقِبْطِ، وَ يَا أهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلٰى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللهَ وَلَانُشْرِكَ بِهٖ شَيْئًا وَّلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّنْ دُوْنِ اللهِ فَإِنْ تَوَلَّوْا فَقُوْلُوْا اشْهَدُوْا بِأَنَّا مُسْلِمُوْنَ
অর্থ: বিসমিল্লাহির রহমানির রহীম; হযরত মুহম্মদ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিন হযরত আবদুল্লাহ (আলাইহিস সালাম) উনার তরফ থেকে ক্বিবতীদের প্রধান আল-মুক্বাউকিসের নিকট- যে ব্যক্তি হিদায়েত অনুসরণ করে তার প্রতি সালাম। অতঃপর, আমি আপনাকে দ্বীন ইসলাম উনার দাওয়াত দিচ্ছি, দ্বীন ইসলাম গ্রহণ করুন, নিরাপত্তা লাভ করবেন, মহান আল্লাহ পাক আপনাকে দ্বিগুণ ছওয়াব দান করবেন। আর যদি আপনি ফিরে যান, আপনার উপর সকল ক্বিবতীগণের পাপ বর্তাবে। “হে আহলে কিতাবগণ! তোমরা আমাদের এবং তোমাদের মধ্যে একই কালেমার দিকে আসো, তা এই যে, আমরা মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কারো ইবাদত করব না এবং উনার সাথে কোন কিছু শরীক করব না এবং মহান আল্লাহ পাক ব্যতীত আমরা একে অপরকে রব হিসাবে গ্রহণ করবো না। যদি তারা ফিরে যায়, তবে বলে দিন, তোমরা সাক্ষী থাকো যে, আমরা মুসলমান।”
মুকাউকিস ছিলেন একজন ঈসায়ী ধর্মাবলম্বী আলেম, মিশরে রোম শাসকের প্রশাসক রূপে নিয়োজিত। ইসকান্দারিয়া ছিল রাজধানী। মুকাউকিস নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র পত্রখানা যথাযথ সম্মানের সাথে গ্রহণ করেন। অতঃপর তিনি হযরত হাতিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বলেন-
قَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّ نَبِيًّا قَدْ بَقِىَ، وَكُنْتُ أَظُنُّ أَنَّهُ يَخْرُجُ بِالشَّامِ، وَهُنَاكَ كَانَ مَـخْرَجُ الْأَنْبِيَاءِ، فَأَرَاهُ قَدْ خَرَجَ مِنْ أَرْضِ الَعَرَبِ ....... وَلٰكِنَّ الْقِبْطَ لَا تَطَاوَعَنِىْ
অর্থ: আমি জানতাম, একজন নবী আসা বাকী রয়েছেন। আমার ধারণা ছিল, তিনি শাম (সিরিয়া) দেশ থেকে তাশরীফ আনবেন, আর সে স্থান তো আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের তাশরীফ আনার স্থান। এখন দেখছি, তিনি আরব ভূমি থেকে তাশরীফ এনেছেন ........ কিন্তু ক্বিবতীগণ তো আমাকে মানবে না।
অতঃপর মুকাউকিস একজন লিখককে ডেকে এনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত চিঠি মুবারকের উত্তর লিখেন-
.....أَمَّا بَعْدُ، فَقَدْ قَرَأْتُ كِتَابَكَ وَفَهِمْتُ مَا ذَكَرْتَ فِيْهِ مِـمَّا تَدْعُوْ إِلَيْهِ، وَقَدْ عَلِمْتُ أَنَّ نَبِيًّا قَدْ بَقِىَ، وَكُنْتُ أَظُنُّ أَنَّهُ يَخْرُجُ بِالشَّامِ...... وَقَدْ أَكْرَمْتُ رَسُوْلَكَ، وَبَعَثْتُ لَكَ بِـجَارِيَتَيْنِ لَـهُمَا مَكَانٌ مِّنَ الْقِبْطِ عَظِيْمٌ، وَكِسْوَةً، وَمَطِيَّةً لِتَرْكَبَهَا، وَالسَّلَامُ عَلَيْكَ.
অর্থ: আমি আপনার পত্র পাঠ করেছি এবং যা কিছু আপনি বলতে চেয়েছেন তা অনুধাবন করেছি। আমার জানা আছে যে, এখনও একজন নবীর আবির্ভাব অবশিষ্ট রয়েছে এবং তিনি আসবেন। কিন্তু আমার ধারণা ছিল যে, তিনি শাম (সিরিয়া) অঞ্চলে আবির্ভূত হবেন। আমি আপনার কাসেদের (দূত) প্রতি সম্মান প্রদর্শন করেছি। হাদিয়াস্বরূপ আপনার জন্য দু’জন সম্মানিতা মেয়ে প্রেরণ করছি। উনারা দুই সহোদরা এবং ক্বিবতীগণের মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। এ ছাড়া হাদিয়া হিসাবে আপনার জন্য কিছু কাপড় ও আপনার সওয়ারী হিসাবে ব্যবহারের জন্য একটি বাহন পাঠাচ্ছি, আপনার প্রতি সালাম। (তারীখে ত্বাবারী)
মুকাউকিস উনার পত্রখানা গোপনে হযরত হাতিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট প্রদান করে নিজের অপারগতা প্রকাশ করে জানান যে, ক্বিবতীগণ তাদের ধর্ম ত্যাগ করবে না এ বিষয়ে তিনি নিশ্চিত। তদুপরি তিনি হযরত হাতিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে অনুরোধ করেন যে, উনাদের মধ্যে যেসব কথা-বার্তা হয়েছে তা যেন গোপন রাখেন, যাতে ক্বিবতীগণ এ বিষয়ে কিছুই জানতে না পারে। সুতরাং এ পত্রের ব্যাপারে তারা কিছুই জানতে পারল না।
মুকাউকিসের প্রদত্ত হাদিয়াসমূহ নিয়ে হযরত হাতিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট প্রত্যাবর্তন করেন। হাদিয়াসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন: সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম তিনি, উনার বোন হযরত সীরীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা, একজন গোলাম, এক হাজার মিছক্বাল স্বর্ণ, মিশরীয় সূতায় প্রস্তুত বিশটি মসৃন কাপড়, দুলদুল নামে একটি হৃষ্টপুষ্ট খচ্চর, কিছু মধু, চন্দন কাঠ এবং মিশ্ক। হযরত হাতিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যখন হাদিয়াসমূহ নিয়ে পবিত্র মদীনা শরীফে আসেন, তখন হিজরী ৭ম সন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবেমাত্র হুদায়বিয়ার সন্ধি সমাপ্ত করে পবিত্র মদীনা শরীফে ফিরেছেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম তিনি দ্বীন ইসলাম গ্রহণ করলে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে উনার নিসবাতুল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ! এই পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হয় ৭ম হিজরী সনের পবিত্র মাহে ছফর শরীফ উনার ২৪ তারিখ, সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়্যাম শরীফ (ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ সোমবার)। তখন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার বয়স মুবারক হয়েছিলেন ২০ বছর ১১ মাস ১১ দিন। সুবহানাল্লাহ! (দৈনিক আল-ইহসান শরীফ)
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নির্দেশ অনুযায়ী সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার বোন হযরত সীরীন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে কবি হযরত হাস্সান বিন ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি শাদী মুবারক করেন।
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ ও বিছালী শান মুবারক প্রকাশ:
হিজরী ৮ম সনের পবিত্র ২রা যিলহজ্জ শরীফ পবিত্র মদীনা শরীফের উপকন্ঠে আলিয়া নামক স্থানে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফে ইবনু রসূল সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সে সময় সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম তিনি উক্ত স্থানেই অবস্থান মুবারক করতেন। (সীরাতুন নবী লি ইবনে কাছীর)
ইবনু রসূল সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার সম্মানিত ছুরত মুবারক ছিলেন হুবহু নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ছুরত মুবারকের ন্যায়। সুবহানাল্লাহ! বর্ণিত আছে যে, তিনি যখন উনার সম্মানিতা আম্মাজান, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফে ছিলেন, তখন হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকে এসে বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি হযরত ইবরাহীম আলাইহিস সালাম উনার সম্মানিত আব্বাজান ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনার উপর সালাম। খ্বালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি আপনাকে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফে একজন সম্মানিত আওলাদ হাদিয়া করেছেন। মহান আল্লাহ পাক তিনি আপনাকে আপনার আগত আওলাদ উনার পবিত্র নাম মুবারক জলীলুল ক্বদর রসূল, সাইয়্যিদুনা হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার নাম মুবারক উনার সাথে মিল রেখে “ইবরাহীম” রাখতে আদেশ মুবারক দিয়েছেন। খ্বালিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি এতে আপনাকে বরকত দিন এবং দুনিয়া ও আখিরাতে এই সম্মানিত আওলাদ আপনার (নূরুল মুনাওওয়ার মুবারক) চক্ষু মুবারক শীতলকারী হোন। সুবহানাল্লাহ!
ইবনু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ হওয়ার সময় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফুফু হযরত ছফিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার খাদিমা এবং হযরত আবু রাফি’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া হযরত উম্মে সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা ধাত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। হযরত আবু রাফি’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশের সুসংবাদ প্রদান করেন, তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুশি হয়ে হযরত আবু রাফি’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে একজন গোলাম হাদিয়া দেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশের ৭ম দিনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্র আক্বীক্বা মুবারক সম্পন্ন করেন। উনার পবিত্র ছের মুবারক মুন্ডন করে পবিত্র চুল মুবারক উনার ওজন পরিমাণ রৌপ্য ছদকা করেন এবং উনার নাম মুবারক রাখেন ‘সাইয়্যিদুনা ইবরাহীম আলাইহিস সালাম’। উনাকে মুবারক দুধ পান করানোর জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মে সায়ফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে এই সুমহান কাজের সুযোগ প্রদান করেন। বিনিময়ে তিনি উনাকে ফলবান খেজুর গাছ প্রদান করেন। সুবহানাল্লাহ!
হযরত উম্মে সায়ফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার জওয মুকাররম উনার নাম ছিলেন হযরত বারা’ ইবনে আওস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। যিনি পবিত্র মদীনা শরীফের উপকন্ঠে বসবাস করতেন এবং পেশায় একজন কর্মকার ছিলেন। ফলে উনার গৃহ সর্বদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকত। এতদসত্বেও নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রায়ই উনার বাড়ীতে উপস্থিত হতেন, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনাকে নূরুল আযহার মুবারকে বা কোল মুবারকে নিতেন এবং আদর ও চুম্বন করতেন। এভাবে কিছুক্ষণ অবস্থান করে তিনি পবিত্র মদীনা শরীফে আবার প্রত্যাবর্তন করতেন। সুবহানাল্লাহ!
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ন্যায় এরূপ স্নেহশীল কোন পিতা দেখিনি। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে নিয়ে প্রায়ই সেখানে যেতেন এবং সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনাকে আদর সোহাগ করতেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম তিনি যখন ১৫ মাস বয়সে উপনীত হন, তখন হযরত উম্মে সায়ফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার গৃহে থাকাকালেই মারিদ্বী শান মুবারক গ্রহণ করেন অর্থাৎ অসুস্থ হয়ে পড়েন। যখন অসুস্থতার মাত্রা বেড়ে গিয়ে তিনি মূমূর্ষ অবস্থায় উপনীত হলেন, তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হযরত উম্মে সায়ফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি খবর দেন। খবর পেয়ে তিনি সেখানে উপস্থিত হন। তিনি সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনাকে উনার পবিত্র কোল মুবারকে তুলে নেন। এ সময় সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বক্ষ মুবারক উনার উপর ছটফট করছিলেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুল মুনাওওয়ার মুবারক বা চক্ষু মুবারক থেকে পবিত্র নূরুল মুহব্বত মুবারক ঝরতে লাগলেন। এমতাবস্থায় সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ হয়ে যায়। এ সময় হযরত আবদুর রহমান ইবনে আওফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনিও কাঁদছেন?
উত্তরে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, ইবনে আওফ! ইহা হচ্ছে পবিত্র মুহব্বত! খ্বালিক, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইহা মানুষের অন্তরে গ্রোথিত করে দিয়েছেন।
হযরত আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন যে, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম তিনি যখন বিছালী শান মুবারক প্রকাশ করেন তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সাইয়্যিদুনা ইবরাহীম আলাইহিস সালাম তিনি আমার সম্মানিত আওলাদ। আমারই বক্ষদেশে উনার বিছালী শান মুবারক প্রকাশিত হয়েছে। উনার জন্য বেহেশতে দু’জন দুগ্ধদানকারিণী রয়েছেন। বেহেশতে বসে উনারা আমার এ সম্মানিত আওলাদ উনার দুগ্ধ পানের মেয়াদ পূর্ণ করবেন। সুবহানাল্লাহ!
হযরত আসমা বিনতে ইয়াযিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা হতে বর্ণিত আছে যে, যখন সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র চক্ষু মুবারক থেকে নূরুল মুহব্বত মুবারক ঝরছিলেন। আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনারা উনাকে বললেন, খ্বালিক, মালিক, রব মহান আল্লাহ পাক উনার হক্ব সম্পর্কে আপনিই সর্বাধিক অবগত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, চক্ষু অশ্রু-সিক্ত হয়, হƒদয় বেদনাহত হয়।
ছোট একটি তক্তপোষের উপর সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র জিসিম মুবারক রাখা হয়েছিলেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং উনার জানাযার নামায পড়ান এবং জান্নাতুল বাক্বীতে উনাকে দাফন মুবারক করেন। জান্নাতুল বাক্বীতে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম এবং হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পবিত্র রওজা শরীফ উনার পাশাপাশি সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার পবিত্র রওজা শরীফ এখনও সুনির্দিষ্টভাবে চিহ্নিত রয়েছে। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম তিনি ৮ম হিজরী সনের পবিত্র ২রা যিলহজ্জ শরীফ লাইলাতুল জুমুয়াহ শরীফ পবিত্র মদীনা শরীফে বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। আর ১০ম হিজরী সনের সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ উনার ১০ তারিখ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র মদীনা শরীফে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুতরাং দুনিয়ার যমীনে তিনি অবস্থান মুবারক করেন ১৫ মাস ৮ দিন। সুবহানাল্লাহ!
হযরত ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি স্বীয় সনদে হযরত জাবির ইবনে আবদিল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণনা করেন যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম তিনি জীবিত থাকলে নবী হতেন। সুবহানাল্লাহ!
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, ইবনু রসূল, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম তিনি জীবিত থাকলে ছিদ্দীক্ব পর্যায়ের নবী হতেন। সুবহানাল্লাহ! কিন্তু মহান আল্লাহ পাক উনার ফায়সালা রয়েছেন যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরে আর কোন নবী হবেন না, কিন্তু উনার আওলাদ থাকবেন। তাই সম্মানিতা বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সবচেয়ে বেশী মুশাব্বাহ বা সাদৃশ্য মুবারক রাখতেন, উনার পবিত্র নসব মুবারক থেকেই সম্মানিত আওলাদে রসূলগণ উনাদের সিলসিলা জারি রয়েছেন এবং উনারা ক্বিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানবজাতির হিদায়েতের নূর হিসাবে থাকবেন। সুবহানাল্লাহ!
বিছালী শান মুবারক প্রকাশ:
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম তিনি হিজরী ১৬ সনের পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের ১৬ তারিখ, ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার), খলীফায়ে ছানী, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারককালে পবিত্র মদীনা শরীফে বিছালী শান মুবারক প্রকাশ করেন। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনার জানাযার নামায পড়ান। তখন উনার বয়স মুবারক হয়েছিলেন ২৯ বছর ১০ মাস ৩ দিন। (উসুদুল গাবা, দৈনিক আল-ইহসান শরীফ)
সম্মানিত ফযীলত ও মর্যাদা মুবারক:
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছালী শান মুবারক অর্থাৎ দীদার মুবারকে তাশরীফ মুবারক নেয়ার পর আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, খলীফাতু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ও আমিরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনারা উনাদের নিজ নিজ খিলাফতকালে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার প্রতি অতিশয় সম্মান, মর্যাদা ও মুহব্বত মুবারক প্রকাশ করেন। উনার খিদমত মুবারকে ভাতা নির্ধারণ করে দেন, যা উনার বিছালী শান মুবারক প্রকাশের পূর্ব পর্যন্ত উনার খিদমত মুবারকে পেশ করা হতো।
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম তিনি হিজরী ৭ম সনের ২৪ মাহে ছফর শরীফে উনার পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হওয়ার পর থেকে হিজরী ১৬ সনের পবিত্র ১৬ মুহররমুল হারাম শরীফ উনার বিছালী শান মুবারক প্রকাশিত হওয়া পর্যন্ত প্রায় ৯ বছর অন্যান্য হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ন্যায় দ্বীন ইসলাম উনার তা’লীম, তরবিয়তে ব্যাপৃত ছিলেন। যেহেতু তিনি ঈসায়ী ধর্ম থেকে দ্বীন ইসলাম গ্রহণ করেন, মিশরের ঈসায়ী সম্প্রদায়ের লোকেরা, খাছভাবে ঈসায়ী ধর্মাবলম্বী মহিলাগণ বেশীরভাগ উনার সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণে অনুপ্রাণিত হয় এবং উনার নিকট থেকে তা’লীম তালক্বীন গ্রহণ করে। সুবহানাল্লাহ!
ছহীহ মুসলিম শরীফে ‘বাবে ওছিয়াতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ নামক অধ্যায়ে এইরূপ একটি হাদীছ শরীফ উদ্ধৃত হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِـىْ ذَرٍّ رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهُ، قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكُمْ سَتَفْتَحُوْنَ مِصَرَ، وَهِىَ أَرْضٌ يُسَمّٰى فِيْهَا الْقِيْرَاطُ، فَإِذَا فَتَحْتُمُوْهَا فَأَحَسِنُوْا إِلٰـى أَهْلِهَا فَإِنْ لَّـهُمْ ذِمَّةً وَرَحْمًا أَوْ قَالَ : ذِمَّةً وَصِهْرًا
অর্থ: হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা মিশর জয় করবে, ইহা এমন একটি ভূখন্ড যাতে “আল-ক্বীরাত” নামকরণ রয়েছে। তোমরা যখন ইহা জয় করবে, এখানকার অধিবাসীদের প্রতি সৎ ব্যবহার করবে, কেননা তাদের সাথে (আমার) রয়েছে যিম্মা এবং আত্মীয়তার সম্পর্ক। অথবা তিনি ইরশাদ মুবারক করেছেন, যিম্মা এবং বৈবাহিক সম্পর্ক।
অন্য একটি রেওয়ায়েতে রয়েছে-
إَسْتَوْصَوْا بِأَهَلِ مِصَرَ خَيْرًا فَإِنَّ لَـهُمْ نَسَبًا وَصِهْرًا
অর্থ: মিশরবাসীদের প্রতি উত্তম ওছীয়ত করবে, কারণ তাদের সাথে রয়েছে নসব এবং বৈবাহিক সম্পর্ক।
এখানে নসব দ্বারা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিতা মাতা হযরত হাজেরা আলাইহাস সালাম উনাকে বুঝানো হয়েছে, যিনি হচ্ছেন আদনান বংশীয় আরবের পূর্বপুরুষ। আর বৈবাহিক সম্পর্ক হচ্ছে ইবনু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার সম্মানিতা মাতা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাথে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাহ উনার নিসবাতুল আযীমাহ শরীফ উনার মাধ্যমে সম্পর্ক।
সুতরাং মিশরবাসীদের মধ্যে রয়েছে হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত পুত্র আওলাদ ও জলীলুল ক্বদর রসূল হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মাতুল বংশীয় এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত পুত্র আওলাদ সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মাতুল বংশীয়। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহিস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশের ৯ বছর পর হিজরী ২০ সনে মিশর বিজিত হয়। এই ওছীয়ত মুবারক ছিল বিজয়ের অঙ্গীকার মুবারক। মিশর বিজয়ী ছাহাবী হযরত আমর ইবনুল আস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তখন মিসর অধিপতি মুকাওকিস এর দুই প্রতিনিধির সাথে সন্ধি করার সময় উক্ত ওছীয়ত মুবারকের কথা এভাবে উল্লেখ করেছিলেন, আমাদের সম্মানিত নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে, আমরা আপনাদের উপর বিজয়ী হবো। তিনি আপনাদের ব্যাপারে আমাদেরকে ওছীয়ত মুবারক করেছিলেন, যেন আমরা আপনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আর আপনারা যদি আমাদের ডাকে সাড়া দেন, তবে আপনাদের জান-মাল আমাদের যিম্মায় রক্ষা করা হবে। আর এ বিষয়ে আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি আমাদের নিকট থেকে এই অঙ্গীকার নিয়েছেন, আপনারা ক্বিবতীগণের সাথে উত্তম ব্যবহার করবেন, কারণ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ক্বিবতীগণের সাথে উত্তম ব্যবহারের জন্য ওছীয়ত মুবারক করেছেন, কারণ উনাদের মধ্যে রয়েছে আত্মীয়তার সম্পর্ক ও বৈবাহিক সম্পর্ক। সুবহানাল্লাহ! (তারীখে তাবারী)
ঐতিহাসিকগণ মিশর ভূখন্ড থেকে “আনছেনা” (أَنْصِنَا) নামক জেলার অন্তর্গত হাফন (حَفْن) নামক অঞ্চল শনাক্ত করেছেন, যে স্থানটি ছিল সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার বাস ভূমি। (ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাইয়্যিদুনা হযরত সিবতু রসূল আর রবি’ আলাইহিস সালাম উনার নির্দেশ মুবারকক্রমে সাইয়্যিদুনা হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হাফনবাসীদের খারাজ (ভূমি কর) মাফ করে দিয়েছিলেন। ইহা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সম্মানার্থে করা হয়েছিল। সুবহানাল্লাহ!
বর্ণিত আছে যে, বিশিষ্ট ছাহাবী হযরত উবাদা ইবনে ছামিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মিশর বিজয়ে অংশগ্রহণ করেছিলেন। তিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার বাসভূমি “হাফন” নামক গ্রামটি অনুসন্ধান করে শনাক্ত করেছিলেন এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ! (তারিজিমে সাইয়্যিদাতি বাইতিন নুবুওওয়াহ)
সামগ্রিকভাবে সমস্ত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা যেই হোন না কেন উনারা প্রত্যেকেই অপরিসীম মর্যাদা মর্তবার অধিকারী। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আজওয়াজুম মুত্বহহারাত এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অর্ন্তভুক্ত। আর হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মর্যাদা মর্তবা সম্পর্কে খ্বালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন-
إنَّمَا يُرِيْدُ اللهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أهْلَ الْبَيْتِ وَ يُطَهِّرَكُمْ تَطْهِيْرًا
অর্থ: হে নবী পরিবার! খ্বালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি চান আপনাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং আপনাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করতে।
অর্থাৎ আপনাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করেই তিনি সৃষ্টি করেছেন। উনারা নিজেরা শুধু পবিত্রই নন বরং উনারা পবিত্রতা দানকারী। সুবহানাল্লাহ!
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মর্যাদা মর্তবার দিক থেকে সর্বপ্রথম হচ্ছেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বা আলাইহিস সালাম এবং মহাসম্মানিতা হযরত আম্মা আলাইহাস সালাম। উনারা হচ্ছেন সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মূল অর্থাৎ প্রথম স্তর। অতঃপর হচ্ছেন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মর্যাদা মর্তবা। অতঃপর হযরত আবনাউ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মর্যাদা এবং অতঃপর অন্যান্য আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনাদের মর্তবা-মর্যাদা। সুবহানাল্লাহ!
কাজেই উনাদের শান-মান, মর্যাদা-মর্তবা উপলব্ধি করা সমস্ত জিন-ইনসানের জন্য ফরয-ওয়াজিব। উনাদের প্রতি মুহব্বত ও সু-ধারণা পোষণ করাই হচ্ছে ঈমান। আর উনাদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করা, উনাদের সমালোচনা করা সুস্পষ্ট কুফরী, কাফির ও চির-জাহান্নামী হওয়ার কারণ।
সুত্র: উসুদুল গাবা, ইছাবা, মু’জামুল বুলদান, তারাজিমে সাইয়্যিদাতি বায়তিন নবুওয়াহ, দৈনিক আল ইহসান শরীফ।
-আল্লামা সাঈদ আহমদ গজনভী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
২৬ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১)
২৫ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
০৭ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
০১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন ঘুম বা বিশ্রামের জন্য সুন্নতী চকি
২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
২০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
০৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
২৭ আগস্ট, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ্ ছামিনাহ আলাইহাস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
২৪ আগস্ট, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আত্বওয়ালু ইয়াদান, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবি’য়াহ আলাইহাস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ মুবারক
২০ আগস্ট, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)