মাটির পাত্রে খাবার খাওয়া মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক-২
, ২২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৫ মার্চ, ২০২৩ খ্রি:, ২৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুন্নত মুবারক তা’লীম
عَنْ حَضْرَتْ خَوْلَةَ بِنْتِ قَيْسِ بْنِ فَهِدٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا وَكَانَتِ امْرَأَةَ حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ فَقُتِلَ عَنْهَا فَجَاءَتْ نَبِيَّ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزُوْرُهٗ قَالَتْ يَا نَبِيَّ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ كُنْتُ اُحِبُّ اَنْ اَلْقَاكَ فَاَسْاَلُكَ عَنْ شَيْءٍ ذُكِرَ لِيْ اِنَّكَ تَذْكُرُ اَنَّ لَكَ حَوْضًا مَا بَيْنَ كَذَا اِلٰى كَذَا فَقَالَ لَهَا اَجَلْ وَاَحَبُّ النَّاسِ اِلَيَّ اَوْ اَحَبُّ النَّاسِ اِلَيَّ اَنْ يَرِدَهٗ قَوْمَكِ فَقَالَتْ فَقَرَّبْتُ لَهٗ عَصِيْدَةً فِيْ تَوْرٍ فَلَمَّا وَضَعَ يَدَهٗ فِيْهَا احْتَرَقَتْ فَقَالَ حَسِّ ثُمَّ قَالَ اِنَّ ابْنَ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ اِنْ اَصَابَهٗ حَرٌّ قَالَ حَسِّ وَاِنْ اَصَابَهٗ بَرْدٌ قَالَ حَسِّ.
অর্থ: হযরত খাওলাহ বিনতে ক্বইস ইবনে ফাহিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার থেকে বর্ণিত। আর তিনি ছিলেন সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা (হামযা) আলাইহিস সালাম উনার সম্মানিতা আহলিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। অতঃপর সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুশ শুহাদা (হামযা) আলাইহিস সালাম তিনি যখন শাহাদাতী শান মুবারক গ্রহণ করেন, অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক গ্রহণ করার মাধ্যমে উনার থেকে বিদায় গ্রহন করেন, তখন একদিন হযরত খাওলাহ বিনতে ক্বইস ইবনে ফাহিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে আগমন করেন উনার সাথে সাক্ষাত মুবারক করার জন্য। তিনি এসে বললেন, ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র যিয়ারত মুবারক লাভ করতে চাই। এবং আপনাকে এমন বিষয়ে জিজ্ঞাসা করতে চাই যা আমার নিকট বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে, নিশ্চয়ই আপনি ইরশাদ মুবারক করেছেন যে, আপনার এমন মহাসম্মানিত ও মহাপবিত্র হাউজে কাউছার মুবারক রয়েছেন যার দূরুত্ব অমুক জায়গা থেকে অমুক জায়গা পর্যন্ত। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে ইরশাদ মুবারক করেন, হ্যাঁ, মানুষের মধ্যে আমার নিকট যিনি অধিক প্রিয় অথবা তিনি ইরশাদ মুবারক করেছেন আপনার সম্প্রদায়ের মাঝে যিনি আমার নিকট অধিক প্রিয় তিনি সেখানে অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র হাউজে কাউছার মুবারকে উপস্থিত হবেন। অতঃপর হযরত খাওলাহ বিনতে ক্বইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে একটি মাটির পাত্রে (সম্মানিত সুন্নতী খাবার) আছীদা (যব এবং ঘি দ্বারা তৈরীকৃত খাদ্য) পেশ করলাম। যখন তিনি সম্মানিত আহার মুবারক করার জন্য খাবার মুবারক-এ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) রাখলেন তখন তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারকে গরম অনুভব করলেন। অর্থাৎ খাবার মুবারক তখনও গরম ছিলো। অত:পর তিনি হাস্সি শব্দ উচ্চারণ মুবারক করে ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই আদম সন্তান যখন কোন গরম অনুভব করে তখন সে বলে “হাস্সি”। আবার যখন কোন ঠান্ডা অনুভব করে তখনও সে বলে ‘হাস্সি’। (আল মু’জামুল কাবীর লিত ত্ববারানী-১৭তম খ- ৪৭০ পৃষ্ঠা, মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ নং ২০০৫৬)
উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত تَوْرٌ শব্দের ব্যাখ্যায় বিখ্যাত মুহাদ্দিছ মুহম্মদ ইবনে ইউসুফ ছালেহ আশ শামী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৯৪২ হিজরী) উনার প্রসিদ্ধ সীরাতগ্রন্থ “সুবুলুল হুদা ওয়ার রশাদ ফী সীরাতি খইরিল ইবাদ” গ্রন্থের ৯ম খ- ৪৮১ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
اَلتَّوْرُ: بِـمُثَنَّاةٍ فَوْقِيَّةٍ اِنَاءٌ مِّنْ مَدَرٍ.
অর্থ: تَوْرٌ : উপরে দুই নোক্তা বা ফোঁটা দিয়ে। তা এমন পাত্র যা মাটি থেকে তৈরীকৃত।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার শরাহ গ্রন্থ- আল মাফাতীহু ফী শরহিল মাছাবীহ- ১ম খ- ৩৮৫ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
اَلتَّوْرُ: ظَرْفٌ يُشْبَهُ اِجَّانَةً يُتَوَضَّاُ مِنْهُ وَيُؤْكَلُ مِنْهُ الطَّعَامُ.
অর্থ: تَوْرٌ এমন মাটির পাত্র যা ইজ্জানা নামক পাত্রের সাথে সাদৃশ্য রাখে। এই পাত্রের মাধ্যমে অযূ করা হয় এবং এই পাত্রের মধ্যে খাবার খাওয়া হয়।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার প্রসিদ্ধ কিতাব “মুসনাদে দারেমী শরীফ” উনার ১ম খ- ৫৭ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
اَلتَّوْرُ مِنَ (الطِّيْنِ) اِنَاءٌ يُشْرَبُ فِيْهِ.
অর্থ: تَوْرٌ যা মাটি থেকে তৈরী। তা এমন পাত্র যাতে পানি পান করা হয়।
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার প্রসিদ্ধ কিতাব “মুসনাদে দারেমী শরীফ উনর ১ম খ- ২৫৭ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
وَالتَّوْرُ:اِنَاءٌ مِّنَ الْفَخَّارِ، الطِّيْنُ الْمَحْرُوْقُ.
অর্থ: تَوْرٌ এমন পাত্র যা মাটি থেকে তৈরীকৃত অর্থাৎ পোড়া মাটি থেকে তৈরীকৃত।
উপরোক্ত বর্ণনা দ্বারা বিষয়টি সু-স্পষ্ট যে, হযরত খাওলাহ বিনতে ক্বইছ ইবনে ফাহিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খাবার মুবারক উনার জন্য উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারকে যে পাত্র মুবারকে খাবার মুবারক দিয়েছিলেন তা ছিলো মাটির পাত্র। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির পাত্রে মহাসম্মানিত ও মহাপবিত্র আহার মুবারক করেছেন। সুবহানাল্লাহ!
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবারের পাত্র কাঠের বাটি বা পেয়ালা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী চামড়ার বালিশ
২৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুন্নত মুবারক পালনে কোন হীনম্মন্যতা নয়, বরং সব পরিবেশেই দৃঢ়চিত্ত থাকতে হবে
২৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা ও মুহাব্বত মুবারকে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার বেমেছাল দৃষ্টান্ত মুবারক
২৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুতা-মোজা ঝেড়ে পরিস্কার করে পরিধান করা খাছ সুন্নত মুবারক
২২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী ফল ‘আঙুর’
২২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চামড়ার মোজা পরিধান করা খাছ সুন্নত মুবারক
২১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সকল ধরণের সুন্নতী খাবার বরকতময় রোগমুক্ত শিফা দানকারী সুন্নতী খাদ্য “ভাত”
২১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাছ সুন্নতী না’লাইন বা স্যান্ডেলের বর্ণনা (০৩)
২০ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন খাছ সুন্নতী “টুপি
২০ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খাছ সুন্নতী না’লাইন বা স্যান্ডেলের বর্ণনা (০২)
১৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী ফল ‘ডুমুর’
১৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)