হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৯)
, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি
আলাইহির উক্তি:
মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি বলে-
اَللّٰهُمَّ اِنْ عَذَّبْتَنِىْ بَعْدَ طَاعَتِىْ لِخَلِيْفَتِكَ يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) وَقَتْلِ اَهْلِ الْحَرَّةِ فَاِنِّىْ اِذًا لَشَقِىٌّ
অর্থ: “আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! আপনার খলীফা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির পরিপূর্ণ ইতায়াত এবং পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে শহীদ করার পরও যদি আপনি আমাকে শাস্তি দেন, তাহলে নিশ্চয়ই আমি অত্যন্ত হতভাগা।” না‘ঊযুবিল্লাহ! (ইক্বদুল ফরীদ ৫/১৩৯)
সম্মানিত শহীদ উনাদের মাথা মুবারক দেখে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির আনন্দ-উল্লাস এবং নিজের মুরতাদ হওয়ার স্বীকৃতি প্রদান:
আল্লামা হযরত ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন-
اَنَّ يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) لَمَّا بَلَغَهٗ خَبَرُ اَهْلِ الْمَدِيْنَةِ وَمَا جَرٰى عَلَيْهِمْ عِنْدَ الْحَرَّةِ مِنْ مُسْرِفِ بْنِ عُقْبَةَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) وَجَيْشِهٖ فَرِحَ بِذٰلِكَ فَرَحًا شَدِيْدًا
অর্থ: “পবিত্র মদীনা শরীফবাসী উনাদের উপর মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি কর্তৃক অত্যাচার, অবিচার, ব্যভিচার, খুন, লুটপাট ইত্যাদির সংবাদ যখন ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট পৌঁছে, তখন সে অত্যন্ত আনন্দ-উল্লাস করতে থাকে।” না‘ঊযুবিল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্)
আল্লামা হযরত আবূ উমর শিহাবুদ্দীন আহমদ ইবনে মুহম্মদ ইবনে আবদু রব্বিহী আন্দালুসী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৩২৮ হিজরী শরীফ) তিনি লিখেন-
بَعَثَ مُسْرِفُ بْنُ عُقْبَةَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) بِرُءُوْسِ اَهْلِ الْمَدِيْنَةِ اِلٰى يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) فَلَمَّا اُلْقِيَتْ بَيْنَ يَدَيْهِ جَعَلَ يَتَمَثَّلُ بِقَوْلِ حَضْرَتْ اِبْنِ الزِّبَعْرٰى رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ يَوْمَ اُحُدٍ
لَيْتَ اَشْيَاخِىْ بِبَدْرٍ شَهِدُوْا ... جَزَعَ الْخَزْرَجِ مِنْ وَقْعِ الْاَسَلْ
لَاَهَلُّوْا وَاسْتَهَلُّوْا فَرَحًا ... وَلَقَالُوْا لِيَزِيْدَ لَا فَشَلْ
فَقَالَ لَهٗ رَجُلٌ مِّنْ اَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِرْتَدَدْتَّ عَنِ الْاِسْلَامِ يَا يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) قَالَ بَلٰى
অর্থ: “মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফবাসী উনাদের কর্তিত সির মুবারকসমূহ ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট প্রেরণ করে। যখন সেই কর্তিত সির মুবারকসমূহ তার সামনে রাখা হয়, তখন হযরত ইবনে যিবারা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু (তিনি পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করার পূর্বে) উহুদের জিহাদের দিন যেই কবিতা পাঠ করেছিলেন, উনার সেই কবিতা দ্বারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি দৃষ্টান্ত দেয়। আর তা হচ্ছে- ‘বদর প্রান্তরে নিহত আমার পূর্ব পুরুষরা যদি দেখতে পেত, মস্তক্বসমূহ দেহচ্যুত হচ্ছে দেখে খাযরাজ গোত্র শোক ও বিলাপ করছে। তাহলে তারা আনন্দে ফেটে পড়ত। এরপর অবশ্যই তারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে বলত- কাপুরুষ হয়ো না।’
তখন একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বলেন-
اِرْتَدَدْتَّ عَنِ الْاِسْلَامِ يَا يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) قَالَ بَلٰى
“হে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি! তুই মুরতাদ হয়ে গেছিস। জবাবে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ।” (ইক্বদুল ফরীদ ৫/১৩৯)
হাররার দিনগুলোতে পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে এতো জঘন্য থেকে জঘন্যতম, নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম নিষ্ঠুরতা, বর্বরতা, পাপাচার, নাফরমানী ও কুফরী-শিরকী কার্যকলাপ সবকিছুই সংঘটিত হয়েছে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নির্দেশে। তাহলে এই ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির চেয়ে বড় কাফির এবং চরম মাল‘ঊন আর কে হতে পারে? লা’নত ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির উপর, তার সাহায্যকারীদের উপর এবং তার সমর্থনকারীদের উপর অনন্তকালের জন্য। কেননা মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حَضْرَتْ اَلسَّائِبِ بْنِ خَلَّادٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اَخَافَ اَهْلَ الْمَدِيْنَةِ اَخَافَهُ اللهُ وَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ لَا يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَّلَا عَدْلٌ
অর্থ: “হযরত সায়িব ইবনে খল্লাদ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে ভীত-সন্ত্রস্ত করবে, মহান আল্লাহ পাক তিনিও তাকে ভীত-সন্ত্রস্ত করবেন। তার উপর মহান আল্লাহ পাক উনার, হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের এবং সমস্ত মানুষের লা’নত। তার থেকে ফরয, ওয়াজিব, সুন্নত ও নফলসহ যত প্রকার ইবাদত-বন্দেগী রয়েছে, সমস্ত প্রকার ইবাদত-বন্দেগী এবং তাওবা-ইস্তিগফার কোনো কিছুই কবুল করা হবে না।” না‘ঊযুবিল্লাহ! (আস সুনানুল কুবরা লিন নাসায়ী ৪/২৩৫, আল মু’জামুল কাবীর লিত্ ত্ববারনী ৬/২৭১, মু’জামুছ ছাহাবাহ্ লি আবী নাঈম ৭/১৭৪, উসদুল গ¦বাহ্ লি ইবনে আছীর ১/৪১৩, তারীখুল খুলাফা ১/১৫৮ ইত্যাদি)
খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে আমাদের সবাইকে হাক্বীক্বী বিশুদ্ধ আক্বীদাহ্, হুসনে যন ও ছহীহ সমঝ নছীব করুন। আমীন!
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ্ আলাইহাস সালাম তিনি সমস্ত কায়িনাতবাসীর মহাসম্মানিত মুয়াল্লিমাহ্
১৫ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম উনাকে জাদু করার কারণে উনার দাসীকে ক্বতল বা মৃত্যুদ-
১৫ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে তা’লীম গ্রহণ
১৫ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইবনাতু আবীহা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম উনার সম্মানিত ছিফত মুবারক
১৫ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৪৫)
১৫ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় মহাসম্মানিত মু’জিযাহ শরীফ
১৫ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
১৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে লেবাস বা পোশাকের হুকুম-আহকাম (৭)
১৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৯)
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কালামুল্লাহ শরীফ উনার মধ্যে কোনো স্থানেই সরাসরি বরকতময় ইসিম বা নাম মুবারক দ্বারা সম্বোধন মুবারক করেননি। যা উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বুলন্দী শান মুবারক উনারই বহিঃপ্রকাশ মুবারক (৪)
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইতুল্লাহ বা পবিত্র মসজিদ ও বাইতুর রসূল বা পবিত্র মাদরাসা সম্পর্কে ইলিম (১)
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)