জিহাদ
হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৫)
, ১৮ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৪ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৯ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আইন ও জিহাদ
কারণ ও প্রেক্ষাপট:
(পূর্ব প্রকাশিতের পর)
৬. ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের প্রতিবাদ এবং তার বায়াত ভঙ্গ: পবিত্র মদীনা শরীফবাসী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এবং হযরত তাবিয়ী রহমতুল্লাহি আলাইহিম উনারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির এই সকল কুফরী ও হারাম-নাজায়িয কাজের প্রতিবাদ করেন এবং তার বায়াত ভঙ্গ করেন। আল্লামা হযরত ইমাম ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “৬২ হিজরীতে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি তার চাচাতো ভাই উছমানকে পবিত্র মদীনা শরীফ উনার শাসক পদে নিয়োগ করে। উছমান ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট পবিত্র মদীনা শরীফ থেকে একটি প্রতিনিধি দল প্রেরণ করে। কিন্তু প্রতিনিধি দল ফিরে এসে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির সকল অপকর্ম প্রকাশ করে দেন। উনারা বলেন-
قَدِمْنَا مِنْ عِنْدِ رَجُلٍ لَيْسَ لَهٗ دِيْنٌ يَشْرَبُ الْخَمْرَ ويَعْزِفُ بِالطَّنَابِيْرِ وَيَلْعَبُ بِالْكِلَابِ وَاِنَّا نُشْهِدُكُمْ اَنَّا قَدْ خَلَعْنَاهُ وَقَالَ حَضْرَتْ اَلْمُنْذِرُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اَمَا وَاللهِ لَقَدْ اَجَازَنِىْ مِائَةَ اَلْفِ دِرْهَمٍ وَلَا يَمْنَعُنِىْ مَا صَنَعَ اَنْ اَصْدُقَكُمْ عَنْهُ وَاللهِ اِنَّهٗ يَشْرَبُ الْخَمْرَ وَاِنَّهٗ لَيَسْكَرُ حَتّٰى يَدَعَ الصَّلَاةَ
‘আমরা এমন এক লোকের সাথে সাক্ষাৎ করে এসেছি যার কোনো দ্বীন নেই। সে মদ পান করে, গান-বাজনা করে ও কুকুরের সাথে খেলতামাশা করে। নিশ্চয়ই আমরা আপনাদেরকে সাক্ষ্য রেখে তার বায়াত ভঙ্গ করছি। ’ আর হযরত মুনযির ইবনে যুবাইর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘সাবধান! মহান আল্লাহ পাক উনার ক্বসম! ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি আমাকে ১ লক্ষ দিরহাম উপহার হিসেবে দিয়েছিল। কিন্তু তার এই উপহার তার সম্পর্কে আপনাদের নিকট সত্য প্রকাশ করা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। মহান আল্লাহ পাক উনার ক্বসম! নিশ্চয়ই সে মদ খায় এবং মদ খেয়ে মাতাল হয়ে নামায ছেড়ে দেয়’। ” না‘ঊযুবিল্লাহ! (ওয়াফাউল ওয়াফা ১/১০৩)
১০ম হিজরী শতকের মুজাদ্দিদ হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “পবিত্র মদীনা শরীফবাসী উনারা যেই কারণে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির বায়াত ভঙ্গ করেছিলেন, তা হলো- সে অত্যধিক পাপাচারে লিপ্ত ছিল। হযরত ইমাম ওয়াকিদী রহমতুল্লাহি আলাইহি তিনি বিভিন্ন সূত্রে বিশিষ্ট ছাহাবী হযরত আবদুল্লাহ ইবনে হানযালা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন। তিনি বলেন,
وَاللهِ مَا خَرَجْنَا عَلٰى يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) حَتّٰى خِفْنَا اَنْ نُّرْمِىَ بِالْحِجَارَةِ مِنَ السَّمَاءِ اِنَّهٗ رَجُلٌ يَنْكِحُ اُمَّهَاتِ الْاَوْلَادِ وَالْبَنَاتِ وَالْاَخَوَاتِ وَيَشْرَبُ الْخَمْرَ وَيَدَعُ الصَّلَاةَ
‘মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমরা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে তখন রুখে দাঁড়িয়েছি যখন আমরা নিশ্চিত হয়েছি যে, তার অপকর্মের প্রতিবাদ না করলে আমাদের প্রতি আসমান থেকে পাথর নিক্ষেপ করা হবে। কেননা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি (হচ্ছে এমন নিকৃষ্ট লোক যে,) আপন মা, বোন ও মেয়েদেরকে বিয়ে করা বৈধ করেছে। আর সে প্রকাশ্যে মদ পান করে এবং নামায তরক করে’। ” না‘ঊযুবিল্লাহ! (তারীখুল খুলাফা)
পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে নিশ্চিহ্ন করে দেয়ার শপথ এবং উনাদের বিরুদ্ধে হাজার হাজার সৈন্য প্রেরণ:
আল্লামা আহমদ ইবনে ইসহাক্ব ইয়া’কূবী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ২৯২ হিজরী সনের পর) তিনি ‘তারীখে ইয়া’কূবী’ কিতাবে বলেন, যখন ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট পবিত্র মদীনা শরীফবাসী উনাদের বায়াত ভঙ্গের সংবাদ পৌঁছলো, তখন সে মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহির নিকট লোক প্রেরণ করে তাকে ফিলিস্তিন থেকে তার নিকট নিয়ে আসে। তখন ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি অসুস্থ ছিলো। ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহিকে তার কামরায় প্রবেশ করায়। তারপর তার কাছে ঘটনা খুলে বলে। তখন সে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলে-
يَا اَمِيْرَ الْمُؤْمِنِيْنَ وَجِّهْنِىْ اِلَيْهِمْ فَوَاللهِ لَاَدَعُّنَّ اَسْفَلَهَا اَعْلَاهَا يَعْنِـىْ مَدِيْنَةَ الرَّسُوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَّهَهٗ
“হে আমীরুল মু’মিনীন! আমাকে পবিত্র মদীনা শরীফবাসী উনাদের নিকট প্রেরণ করুন। মহান আল্লাহ পাক উনার ক্বসম! অবশ্যই অবশ্যই আমি মদীনাতুর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অর্থাৎ পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে বিনাশ করে দিবো। ’ না‘ঊযুবিল্লাহ! তখন ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহিকে (বিশাল সৈন্যবাহিনীসহ) পবিত্র মদীনা শরীফে প্রেরণ করে। ” না‘ঊযুবিল্লাহ! (তারীখে ইয়া’কূবী ২০৯ নং পৃষ্ঠা)
ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফবাসী উনাদের ব্যাপারে বলে-
لَيْسَ لَهُمْ اِلَّا هٰذَا الْغَشْمَةُ وَاللهِ لَاَقْتُلَنَّهُمْ
অর্থ: “উনাদের জন্য শুধু ঐ যালিমটিরই (ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহিকেই) প্রয়োজন। না‘ঊযুবিল্লাহ! মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমি অবশ্যই অবশ্যই উনাদেরকে শহীদ করবো। ” না‘ঊযুবিল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্ ৮/২৩৯)
ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহিকে বলে, ‘যদি পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে প্রবেশে বাধাপ্রাপ্ত হও এবং বায়াত গ্রহণে পবিত্র মদীনা শরীফবাসী উনারা রাজি না হন, তাহলে তুমি ছোট-বড় নির্বিশেষে সকলকে শহীদ করবে। ৩ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাবে। কাউকে বাদ দেবে না। আর উনাদের ধন-সম্পদ লুটপাট করে নিবে। ’ না‘ঊযুবিল্লাহ! (জযবুল কুলূব)
অন্য বর্ণনায় রয়েছে, ‘যদি তুমি উনাদের উপর বিজয় লাভ করো, তাহলে পবিত্র মদীনা শরীফ উনাকে ৩ দিন হালাল ঘোষণা করবে। ’ না‘ঊযুবিল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্ ৮/২৩৯)
আল্লামা যারক্বানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
فَبَعَثَ اِلَيْهِمْ عَسْكَرًا عِدَّتُهٗ سَبْعَةٌ وَّعِشْرُوْنَ اَلْفَ فَارِسٍ وَخَمْسَةُ عَشَرَ اَلْفَ رَاجِلٍ
অর্থ: “তারপর ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফবাসী উনাদের বিরুদ্ধে ২৭ হাজার অশ্বারোহী এবং ১৫ হাজার পদাতিক বাহিনী (মোট ৪২ হাজার সৈন্য) প্রেরণ করে। ” না‘ঊযুবিল্লাহ! (শারহুয যারক্বানী ১০/১৪২)
আর ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি প্রত্যেক সৈন্যকে ১০০ দীনার করে উপহার প্রদান করে। না‘ঊযুবিল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্ ৮/২৩৯) (চলবে)
-আল্লামা মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার সনদ (৮)
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬০ জন সম্মানিত মুসলিম বীর মুজাহিদ উনারা সম্মানিত জিহাদ করলেন ৬০ হাজার কাফিরের বিরুদ্ধে (৬)
১৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রসঙ্গ: মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার সনদ (৭)
১১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬০ জন সম্মানিত মুসলিম বীর মুজাহিদ উনারা সম্মানিত জিহাদ করলেন ৬০ হাজার কাফিরের বিরুদ্ধে (৫)
০৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রসঙ্গ: মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার সনদ (৬)
০৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬০ জন সম্মানিত মুসলিম বীর মুজাহিদ উনারা সম্মানিত জিহাদ করলেন ৬০ হাজার কাফিরের বিরুদ্ধে (৪)
০২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬০ জন সম্মানিত মুসলিম বীর মুজাহিদ উনারা সম্মানিত জিহাদ করলেন ৬০ হাজার কাফিরের বিরুদ্ধে (৩)
২৭ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ জন সম্মানিত মুসলিম বীর মুজাহিদ উনারা সম্মানিত জিহাদ করলেন ৬০ হাজার কাফিরের বিরুদ্ধে (২)
২৩ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ বিজয় (১১)
১৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬০ জন সম্মানিত মুসলিম বীর মুজাহিদ উনারা সম্মানিত জিহাদ করলেন ৬০ হাজার কাফিরের বিরুদ্ধে (১)
১৮ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ বিজয় (১০)
১৩ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রসঙ্গ: মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার সনদ (৩)
১২ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)