সুন্দর মসজিদের দেশ সেনেগাল
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৪ জুন, ২০২৪ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
সেনেগালের ডাকারে গত বছর পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন হয়েছে। ওই মসজিদের ভেতরে-বাইরে মিলিয়ে প্রায় ৩০ হাজার মুসল্লি নামায পড়তে পারবেন।
উনিশ শতকের কবি শেখ আহমাদু বামবা এমবাকের একটি কবিতার শিরোনাম থেকে এই মসজিদের নাম নেওয়া হয়েছে- মাসালিকুল জিনান। মাসালিকুল জিনান মানে হচ্ছে- বেহেশতে যাওয়ার পথ। আহমাদু বামবা একজন সুফি ছিলেন। তার প্রতিষ্ঠিত ‘মুরিদ ব্রাদারহুড’ ২৭৯ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে।
মসজিদের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে মানুষ অংশ নিয়েছেন। এ কারণে মসজিদের যাওয়ার রাস্তাগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অনেকে অনুষ্ঠানে অংশ নিতে দু’দিন আগে থেকেই মসজিদ এলাকায় এসে অবস্থান নেন।
প্রায় এক দশক আগে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। সরকার প্রদত্ত ৯০ শতাংশ জমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে।
মসজিদের নির্মাণশৈলী বেশ আধুনিক। মসজিদের পাঁচটি মিনার বেশ দূর থেকে দেখা যায়। মিনারগুলো ২৫৫ ফুট লম্বা। সাদা-কালো মার্বেল পাথর দিয়ে মসজিদটি সাজানো হয়েছে। মসজিদের ভেতরে দৃষ্টিনন্দন ঝাড়বাতি, মিনারের ওপরের অংশে সোনালী পাত দিয়ে মোড়ানো গম্বুজ আর মসজিদের বিভিন্ন অংশে হাতে আঁকা সাজ-সজ্জা মসজিদকে করেছে মনোরম।
ভবিষ্যতে মসজিদে একটি ইসলামি ইনস্টিটিউট ও জাদুঘর যুক্ত করা হবে।
সেনেগাল তুলনামূলকভাবে দরিদ্র দেশ। কিন্তু তাদের রয়েছে গর্ব করার মতো কিছু মসজিদ। যেগুলোকে তারা তাদের ঐতিহ্য বলে মনে করে।
ডাকার গ্র্যান্ড মসজিদ:
এমনই একটি মসজিদ হলো- ডাকার গ্র্যান্ড মসজিদ। এটি সেনেগালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীনী স্থাপনা। দৃষ্টিনন্দন মসজিদটি ডিজাইন করেছেন ফরাসি এবং মরক্কোর স্থাপত্যবিদরা।
১৯৬৪ সালে মরক্কোর রাজা দ্বিতীয় হাসান ও সেনেগালের প্রেসিডেন্ট লেয়পল সেডার সেংঘোর মসজিদটি উদ্বোধন করেন। মসজিদের ভেতরে ও বাইরে জমকালোভাবে সাজানো হয়েছে। মসজিদের মিনার ৬৭ মিটার উঁচু। এই মসজিদের নির্মাণশৈলী মরক্কোর বিখ্যাত ক্লাসাব্লাঙ্কার মসজিদের সঙ্গে মিল রয়েছে।
মসজিদে তুবা:
মসজিদে তুবা দেশটির অন্যতম আকর্ষণীয় একটি মসজিদ। মুরিদ ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা আহমাদু বামবা ১৮৮৭ সালে এই মসজিদটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তবে নির্মাণকাজ শেষ হয় ১৯৬৩ সালে। তার আগে ১৯২৭ সালে বামবা মারা গেলে তাকে ওই মসজিদের পাশে কবর দেওয়া হয়। তুবা মসজিদকে বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ বলে বিবেচনা করা হয়।
আটলান্টিকের পূর্ব কিনারা ঘেঁষে আফ্রিকার পশ্চিম প্রান্তের দেশ সেনেগাল। ১.৯৬.৭২২ বর্গ কিলোমিটারের দেশটি সেনেগালের রাজধানীর নাম ডাকার। সেনেগালে শতকরা ৯৫ ভাগ মুসলমান। সেনেগালের মুসলমানরা যথেষ্ট ধার্মিক, দ্বীন ইসলাম চর্চায় সেনেগালবাসীর বেশ সুনাম রয়েছে। সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ এ কথারই প্রমাণ বহন করে।
সেনেগালের স্বাধীনতা দিবস পালিত হয় কুরআন শরীফ খতমের মাধ্যমে
৪ এপ্রিল সেনেগালের স্বাধীনতা দিবস। ১৯৬০ সালে ফ্রান্স থেকে তারা স্বাধীনতা লাভ করে। সেনেগালের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান আফ্রিকার অন্যান্য দেশের মতো হলেও আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। সেটা হলো, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত সমাবেশে দাঁড়িয়ে পবিত্র কুরআন শরীফ খতম দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত কুরআন শরীফ তেলাওয়াতে আগ্রহীদের আগে থেকেই এক পৃষ্ঠা করে ভাগ করে দেওয়া হয়। সেনেগালের প্রচলিত কুরআন শরীফগুলো ৩০০ পাতার (৬০০ পৃষ্ঠা)। সে হিসেবে কুরআন শরীফ খতম দিতে প্রয়োজন হয় ৬শ’ মানুষের মাত্র ২ থেকে ৩ মিনিট। মানুষ বেশি হলে একাধিক খতম দেওয়া হয়। কোনো দেশের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় এটি একটি নতুন মাত্রা।
সম্প্রতি সেনেগালের ‘লুঘা’ শহরের মুসলমানদের মাঝে ৪০ হাজার কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। সেনেগালের মুসলমানরা নিয়মিত ইসলামী অনুশাসন পালনে অভ্যস্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে যাচ্ছে রসায়নের শত বছরের পুরনো সূত্র
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাতাস থেকে সরাসরি পুষ্টি পেতে পারে মানবদেহ : গবেষণা
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উৎপাদন বাড়াতে ছাঁটাই করা হয় চা গাছ
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সর্দি-কাশি দূর করতে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে মধুর গুণাগুণ
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সর্দি-কাশি দূর করতে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে মধুর গুণাগুণ
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশের যে গ্রামের জনসংখ্যা চারজন!
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডাবের পানি খেলে শরীরে কি হয়? ডাবের পানির উপকারিতা
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানের গোলা এখন কেবলই স্মৃতি
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার ফুট ওপর থেকেও যেভাবে শিকার দেখতে পায় ঈগল
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওজন আর রক্তচাপ কমায় বিটের রস! বাড়ায় স্মৃতিশক্তি
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান মিললো প্রশান্ত মহাসাগরে
১৭ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্ট্রবেরি খেলে শরীরে যা ঘটে
১৭ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)