ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (২২)
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
কাজেই দুনিয়ার মুহব্বত যার মধ্যে প্রবেশ করবে, তার পক্ষে মহান আল্লাহ পাক উনার মুহব্বত তার অন্তরে প্রবেশ করানো কঠিন হবে। আর যার অন্তরে মহান আল্লাহ পাক উনার মুহব্বত প্রবেশ করেছে, তার অন্তরে দুনিয়ার মুহব্বত প্রবেশ করা থেকে সতর্ক থাকতে হবে, যেন কোন মতেই দুনিয়ার মুহব্বত তার অন্তরে প্রবেশ না করে। তাকে এটা থেকে সতর্ক থাকতে হবে। তাহলেই তার জন্য কামিয়াবী।
আমাদের প্রত্যেক কাজের মধ্যেই, প্রত্যেক আমলের মধ্যেই, প্রত্যেক আখলাকের মধ্যেই, প্রত্যেক অবস্থাতেই, প্রতি মুহূর্তেই আমাদেরকে এ খেয়াল রাখতে হবে, যাতে আমাদের অন্তরের মধ্যে মহান আল্লাহ পাক উনার মুহব্বত আসে এবং গইরুল্লাহ্’র মুহব্বত যেন বের হয়ে যায়। হাক্বীক্বত যখন মহান আল্লাহ পাক উনার মুহব্বত আসে তখনই দুনিয়ার মুহব্বত বের হয়ে যায়, এছাড়া সম্ভব নয়।
যেমন একটা ঘরে যদি আলো জ্বালানো থাকে, সেটা নিভে গেলে অন্ধকার হয়ে যায়। অথবা অন্ধকার হয়েছে, বাতি জ্বালালে আলো হয়। কিন্তু এখন আলোটা আগে আসলো, না অন্ধকারটা আগে গেল। মূলতঃ এক সাথেই দু’টা কাজ সমাধা হয়েছে। আলোও এসেছে, অন্ধকারও দূর হয়েছে। অন্ধকারও দূর হয়েছে, আলোও এসেছে।
কাজেই হাক্বীক্বত মহান আল্লাহ পাক উনার মুহব্বত যখন আমরা নিজেদের মধ্যে প্রবেশ করাবো তখন দুনিয়ার মুহব্বত বের হয়ে যাবে। কিন্তু আমাদের অজান্তে, আমাদের বে-খেয়ালে আস্তে আস্তে আমাদের মধ্যে কিছু দুনিয়ার মুহব্বত প্রবেশ করতেই থাকে। সেই মুহব্বতটাকে আমাদের রুখতে হবে, যাতে প্রবেশ করতে না পারে।
মহান আল্লাহ পাক উনার ধ্যানে-খেয়ালে, মুহব্বতে, যিকিরে-ফিকিরে এবং আল্লাহওয়ালা উনাদের ছোহবত মুবারক এখতিয়ার করে, তা থেকে আমাদের হিফাযত হতে হবে। তাহলে আমাদের জন্য ইহকাল কামিয়াব এবং পরকালও কামিয়াব। যদি মহান আল্লাহ পাক তিনি তাওফিক দান করেন, সামনে আমরা আবার আলোচনা করবো।
কারণ দুনিয়ার মুহব্বতটা এত কঠিন জিনিস, এত শক্ত জিনিস, সেই শেখ চুল্লীর অন্তরের মধ্যে যেমন প্রবেশ করে গেছে, স্থান নিয়ে নিয়েছে, সে বুঝতেই পারেনি যে, তার অন্তরে দুনিয়ার মুহব্বত এত গাঢ় হয়ে গিয়েছে। অল্প সময়ের মধ্যে সেটা সে নিজে ফিকির করতে পারেনি। ঠিক প্রত্যেক লোকই যদি হাক্বীক্বত ফিকির করে, প্রত্যেকেই যদি আলাদাভাবে ফিকির করে, তাহলে দেখা যাবে ঐ শেখ চুল্লীর ইতিহাস, যেটা বর্ণিত হয়েছে কিতাবের মধ্যে। অন্য কারো ইতিহাস তোলা হয়নি। হাক্বীক্বত প্রত্যেকটা লোকই আলাদাভাবে একজন শেখ চুল্লী, এতে কোন সন্দেহ নেই। প্রত্যেকেই ফিকির করে দেখবেন, অন্তরকে জিজ্ঞেস করে দেখবেন যে, নিজে নিজে সে কি শেখ চুল্লী হয়েছে বা হয়নি। হাক্বীক্বত প্রত্যেকেই শেখ চুল্লী। যেহেতু তার অন্তরে দুনিয়ার মোহ রয়েছে, দুনিয়ার বাসনা রয়েছে, দুনিয়ার নানান আশা-আকাঙ্খা রয়েছে।
কাজেই হাক্বীক্বত প্রত্যেক ব্যক্তিই আলাদাভাবে একজন শেখ চুল্লী, এতে কোন সন্দেহ নেই। তার থেকে প্রত্যেককেই বাঁচার জন্য কোশেশ করতে হবে।
اَلسَّعْىُ مِنَّا وَالْاِتْمَامُ مِنَ اللهِ
চেষ্টা বান্দার তরফ থেকে, মহান আল্লাহ পাক তিনি পুরা করে দিবেন।
কাজেই মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে মহান আল্লাহ পাক উনার মুহব্বতে গরক করে দেন, দুনিয়ার মুহব্বত থেকে হিফাযত করেন। সেজন্য আমরা মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করবো, আরজু করবো।
মূলতঃ মহান আল্লাহ পাক তিনি শত-সহ¯্র পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন দুনিয়ার বুরায়ী সম্পর্কে এবং মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে শত-সহ¯্র পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করেছেন, দুনিয়ার বুরায়ী সম্পর্কে। অতএব, দুনিয়ার বুরায়ী বা খারাবী থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্যে অবশ্যই কর্তব্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও মুরতাদ হয়েছে (১)
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত শায়েখ আব্দুল ওয়াহিদ বিন আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত শায়েখ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ক্বায়িম মাক্বাম
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাক্বীক্বী মুহব্বত-মা’রিফত ও নিসবত-কুরবত মুবারক ব্যতিত কখনোই পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের হাক্বীক্বী অর্থ ও ব্যাখ্যা করা সম্ভব না (১)
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল কায়িনাত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতে পবিত্র মীলাদ শরীফ পাঠ করা ও তা’যীমার্থে ক্বিয়াম শরীফ করা সুন্নত হওয়ার অকাট্য প্রমাণ (৫)
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদের বুদ্ধি-শ্রম ব্যবহার করেই বিধর্মীরা এত শক্তিশালী হয়েছে
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কায়িনাতবাসীর সমস্ত নিয়ামত মুবারক বণ্টনকারী
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অন্যায়কে ঘৃণা না করলে ঈমানদার থাকা যায় না
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)