ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৭৬)
, ২০ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
তাফসীরে বলা হয় যে, তার চাবিগুলো ছিলো চামড়ার, তার প্রতিটির ওজন ছিলো অর্ধ দিরহাম। এরকম ৭০ উটের বোঝা ছিলো তার চাবিগুলো, ৭০ উটের বোঝা। ৪০ জন শক্তিশালী লোক সেই চাবিগুলো একসাথে উত্তোলন করতে পারতো না। যে সমস্ত শক্তিশালী যুবক তা উত্তোলন করতে চেষ্টা করতো। তারা ক্লান্ত-শ্রান্ত হয়ে যেতো এবং প্রতিটা চাবি দিয়ে ৭০টা সিন্দুক খুলতো। এরকম ৭০ উটের বোঝা ছিলো তার চাবিগুলো। আর সিন্দুকগুলো ছিলো একেকটা বড় বড় কামরার মতো।
সেটাই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, তাকে অনেক সম্পদ দেয়া হয়েছিলো। তার এতো সম্পদ ছিলো যার হিসাব দিলে, মানুষের পক্ষে ফিকির করা কঠিন। সেজন্য মহান আল্লাহ পাক তিনি সহজেই বুঝিয়ে দিলেন। সেই সিন্দুকগুলির চাবি এতোগুলো ছিলো যে, তা ৭০ উটের বোঝা হতো। তাহলে তার সিন্দুক কতগুলো ছিলো। একেকটা চাবি দিয়ে ৭০টা সিন্দুক খোলা যেতো।
সে যখন যুলুম শুরু করলো, বিরোধিতা শুরু করলো, তখন সে মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনাকে বার বার বলতেছিলো, উনার ভাই হযরত হারূন আলাইহিস সালাম উনাকে নুবুওওয়াত দেয়া হলো? অথচ ক্বারূন তার অনেক যোগ্যতা রয়েছে, তাওরাত শরীফ সে উত্তমরূপে পাঠ করতে পারে, তার হিফ্য রয়েছে, এরপরও তাকে কেন নুবুওওয়াত দেয়া হলো না।
মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি সবসময় ধৈর্য্যধারণ করে তাকে বুঝিয়েছেন, এটা কোন মানুষের বিষয় নয়। এটা মহান আল্লাহ পাক উনার ইখতিয়ার। মহান আল্লাহ পাক তিনি চেয়েছেন, নুবুওওয়াত দিয়েছেন।
এরপরও সে চূ-চেরা ক্বীল ক্বাল করতে থাকলো। তার অনেক সম্পদ ও অন্যান্য বিষয় যা রয়েছে, তা নিয়ে সে ফখর করতে থাকলো। তার ক্বওমের যারা লোকজন ছিলো তারা বললো, হে কারূন! তুমি এ বিষয় ফখর করো না।
لَا تَفْرَحْ ۖ إِنَّ اللّٰـهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ
তুমি ফখর করো না, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি দাম্ভিক, ফখরকারীকে পছন্দ করেন না।
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللّٰـهُ الدَّارَ الْآخِرَةَ ۖ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا ۖ وَاَحْسِن كَمَا اَحْسَنَ اللّٰـهُ اِلَيْكَ ۖ وَلَا تَبْغِ الْفَسَادَ فِى الْأَرْضِ ۖ إِنَّ اللّٰـهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
তাকে ক্বওমের লোকেরা জানিয়ে দিলেন, মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনিতো তাকে নছীহত করতেছিলেন সবসময়ই। তার এই বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে সাবধান করার জন্য ক্বওমের লোকেরাও বললো,
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللّٰـهُ الدَّارَ الْاٰخِرَة
হে কারূন তোমাকে যে মহান আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন এর মাধ্যমে তুমি পরকালের যে নিয়ামত রয়েছে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক সেটা তালাশ করো, সেজন্য তুমি মনোনিবেশ করো।
وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا
এবং দুনিয়ায় যে তোমার অংশ রয়েছে অর্থাৎ দুনিয়ার মাধ্যম দিয়ে পরকালে যেতে হবে, সে বিষয় তুমি ভুলে যেও না এবং মানুষের প্রতি তোমার যে হক্ব রয়েছে-
وَاَحْسِنْ كَمَا اَحْسَنَ اللّٰـهُ اِلَيْك
তুমি মানুষের প্রতি ইহসান করো যেমন, মহান আল্লাহ পাক তিনি তোমার প্রতি ইহসান মুবারক করেছেন। অতএব, সেটা ভুলে যেও না।
وَلَا تَبْغِ الْفَسَادَ فِى الْأَرْضِ ۖ اِنَّ اللّٰـهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
যমীনে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করো না। মহান আল্লাহ পাক তিনি ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও মুরতাদ হয়েছে (১)
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত শায়েখ আব্দুল ওয়াহিদ বিন আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত শায়েখ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ক্বায়িম মাক্বাম
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাক্বীক্বী মুহব্বত-মা’রিফত ও নিসবত-কুরবত মুবারক ব্যতিত কখনোই পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের হাক্বীক্বী অর্থ ও ব্যাখ্যা করা সম্ভব না (১)
১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল কায়িনাত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, রহমাতুল্লিল আলামীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতে পবিত্র মীলাদ শরীফ পাঠ করা ও তা’যীমার্থে ক্বিয়াম শরীফ করা সুন্নত হওয়ার অকাট্য প্রমাণ (৫)
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদের বুদ্ধি-শ্রম ব্যবহার করেই বিধর্মীরা এত শক্তিশালী হয়েছে
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কায়িনাতবাসীর সমস্ত নিয়ামত মুবারক বণ্টনকারী
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অন্যায়কে ঘৃণা না করলে ঈমানদার থাকা যায় না
১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)