সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ
সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৫৪)
(বিলাদত শরীফ ৫৩৬ হিজরী, বিছাল শরীফ ৬৩৩ হিজরী)
, ১৯ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার দ্বিতীয় আহলিয়া বা স্ত্রী উনার নাম মুবারক হযরত ইছমাতুল্লাহ রহমতুল্লাহি আলাইহা:
সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, “যদিও আমার বয়স মুবারক অনেক হয়েছে। বিবাহের বয়স নেই। তথাপি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে আপনার প্রস্তাব কবুল করলাম। ” সুবহানাল্লাহ! (খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি-১৮৭)
আওলাদ-সন্ততি:
ঐতিহাসিকগণ সকলে একমত যে, সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদে যামান, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার দুজন আহলিয়ারই সন্তান-সন্ততি ছিলেন।
ছেলে সন্তানগণের নাম মুবারক:
(১) হযরত খাজা সাইয়্যিদ ফখরুদ্দীন আবুল খায়ের চিশতী রহমতুল্লাহি আলাইহি।
(২) হযরত খাজা সাইয়্যিদ হুস্সামুদ্দীন বা হিশামুদ্দীন চিশতী রহমতুল্লাহি আলাইহি।
(৩) হযরত খাজা সাইয়্যিদ যিয়াউদ্দীন আবু সাঈদ চিশতী রহমতুল্লাহি আলাইহি।
একমাত্র মেয়ে সন্তানের নাম মুবারক:
হযরত সাইয়্যিদা বিবি হাফিযা জামাল চিশতী রহমতুল্লাহি আলাইহা।
উল্লেখ্য যে, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার দ্বিতীয় আহলিয়া রহমতুল্লাহি আলাইহা উনার রেহেম শরীফে তাশরীফ মুবারক আনেন হযরত খাজা সাইয়্যিদ যিয়াউদ্দীন আবু সাঈদ রহমতুল্লাহি আলাইহি।
সাইয়্যিদুনা হযরত খাজা ফখরুদ্দীন চিশতী রহমতুল্লাহি আলাইহি তিনি কোন এক জিহাদে শহীদ হন। উনার মাযার শরীফ কাশানগড় রাজ্যের ‘সরদার’ নগরে অবস্থিত। ইহা আজমীর শরীফ হতে ষোল ক্রোশ দূরবর্তী একটি শহর। মাযার তালাবের নিকট অবস্থিত। উনার সন্তানগণ হতে সাইয়্যিদুনা হযরত খাজা গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার বংশধারা অদ্যাবধি জারী আছে। সুবহানাল্লাহ! তিনি অনেক শানদার ওলীআল্লাহ ছিলেন। সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার পর তিনি তিন বৎসর হায়াতে ছিলেন।
সাইয়্যিদুনা হযরত খাজা শায়েখ হুসসামুদ্দীন রহমতুল্লাহি আলাইহি তিনিও অনেক কারামত সম্পন্ন ওলীআল্লাহ ছিলেন। তিনি সর্বদা খ¦ালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মা’রিফাত মুহব্বতে বিভোর থাকতেন। উনার সম্মানিত মাযার শরীফ কাসবার ‘সানবর’ গ্রামে অবস্থিত। তিনি সুলত্বানুল মাশায়িখ, রঈসুল মুহাদ্দিসীন, মাহবূবে ইলাহী, হযরত খাজা নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার ছোহবত মুবারক লাভ করেছিলেন। তিনি সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার সবচেয়ে ছোট ছাহিবযাদা ছিলেন।
সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদে যামান, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার একমাত্র কন্যা সন্তান সাইয়্যিদা বিবি হাফিযা জামাল চিশতী রহমতুল্লাহি আলাইহা। উনার আহালের (স্বামী) নাম শায়েখ রাযী রহমতুল্লাহি আলাইহি। সাইয়্যিদা বিবি হাফিযা জামাল চিশতী রহমতুল্লাহি আলাইহা উনাকে সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি স্বয়ং নিজেই তা’লীম-তরবীয়ত দান করেন। তিনিও অনেক উচ্চ স্তরের ওলীআল্লাহ ছিলেন। তিনি নারী জাতির আদর্শ। সর্বদা নারীদেরকে তা’লীম-তরবিয়ত দান করতেন। সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রচার প্রসারের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। উনার দুই জন ছেলে সন্তান ছিলেন। উনারা অল্প বয়স মুবারকে দুনিয়ার যমীন থেকে বিদায় গ্রহণ করেন। উনাদের পবিত্র মাযার শরীফ সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার মাযার শরীফের পাশে অবস্থিত।
কারামত মুবারক:
كَرَامَةٌ (কারামত) অর্থ: সম্মান, মর্যাদা, অলৌকিক ঘটনা।
হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মাধ্যমে প্রকাশিত অলৌকিক ঘটনাবলীকে কারামত বলা হয়। যা সংশ্লিষ্ট আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সীমাহীন মর্যাদা-মর্তবার বহিঃপ্রকাশ। প্রত্যেক হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের কোন না কোন কারামত মুবারক রয়েছে। তবে ওলীআল্লাহ হওয়ার জন্য কারামত মুবারক প্রকাশ পাওয়া শর্ত নয়। (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত যাকাত উনার আহকাম, মাসায়িল ও ফাযায়িল (৯)
৩০ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছবি তোলা হারাম ও নাজায়িয
৩০ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও মুরতাদ হয়েছে (২৫)
৩০ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সারাবিশ্বে এক দিনে ঈদ পালন সম্ভব কি? একটি দলীলভিত্তিক বিশ্লেষণ.... (৬)
৩০ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত যাকাত উনার আহকাম, মাসায়িল ও ফাযায়িল (৮)
২৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তারা প্রত্যেকেই মূর্তিপূজারী ও মুশরিক হয়ে কাট্টা কাফির ও মুরতাদ হয়েছে (২৪)
২৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সারাবিশ্বে এক দিনে ঈদ পালন সম্ভব কি? একটি দলীলভিত্তিক বিশ্লেষণ.... (৫)
২৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত যাকাত উনার আহকাম, মাসায়িল ও ফাযায়িল (৭)
২৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)