রাজারবাগ শরীফ উনার পরিচিতি (২৪)
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাদিস ১৩৯১ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্ব প্রকাশিতের পর)
২৮) “পাকিস্তান পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে পূর্ব ভারতের রাজ্য আসামে অনুপ্রবেশ ঘটাচ্ছে” ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে ভারতীয় হাইকমিশনে স্বারকলিপি পাঠানো হয়।
২৯) “আগামী ২০ বছরের মধ্যে দুই বাংলা এক হয়ে যাবে” ভারতের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে ভারতের হাইকমিশনে স্বারকলিপি পাঠানো হয়।
৩০) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ভারতে প্রোক্টর এন্ড গেম্বল কোম্পানীর পেমপার্সে বিরুদ্ধে শক্ত ভাষায় প্রতিবাদ জানিয়ে ভারতের হাইকমিশনে স্বারকলিপি পাঠানো হয়েছে।
৩১) মাদরাসায় বাধ্যতামূলক জাতীয় সংগীত পাঠ করা বন্ধ করতে হাইকোর্টে রিট করা হয়েছে।
৩২) সরকার ভূমি অধিগ্রহণ আইনের মাধ্যমে মসজিদ ভেঙ্গে ফেলা এবং পবিত্র মসজিদ উনার জমি অধিগ্রহণ করে নেয়া বন্ধ করতে হাইকোর্টে রিট করা হলে উচ্চ আদালত এ বিষয়ে রুল দিয়েছে।
৩৩) ১৯৭২ সালের পতাকা আইন লঙ্ঘন করে যত্রতত্র বিদেশি পতাকা উত্তোলন প্রশ্নে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করানো হয়েছে হাইকোর্ট থেকে এছাড়া পতাকা আইন ও রুলস অনুযায়ী জাতীয় পতাকা ও বিদেশি পতাকা উত্তোলনের নিয়মাবলি জনস্বার্থে প্রচার করার জন্য কেন নির্দেশনা দেয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
৩৪) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকের খিলাফ লেখা ছাপানোর জন্য নাস্তিক তসলিমা নাসরিনসহ ওমেন চ্যাপ্টারের তিন জন সংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়েছে।
৩৫) “বাংলাদেশের স্বাধীনতা ভারত বা ইন্দিরা গান্ধীর দয়ার দান” “আসামের প্রতিটা ধর্ষণেই বাংলাদেশী মুসলমানরা জড়িত। সারা বিশ্বেই মুসলমানদের অপরাধের হার সবচেয়ে বেশি।” ভারতের উচিত ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পরই বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করে নেয়া। ভারতে আসামে বিজেপির মূখপাত্র এমএলএ শিলাদিত্য দেবের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে ভারতের হাইকমিশনে স্বারকলিপি পাঠানো হয়েছে।
৩৬) পবিত্র শবে বরাত নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে ৮ জন উলামায়ে সূ’র বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়েছে।
৩৭) নরসিংদীর বেলাবোতে পবিত্র মসজিদ ভেঙ্গে ফেলার জন্য সাইনবোর্ড খুলে ফেলে এবং ইউএনও ও ওসির অন্যায় হুমকি-ধমকির প্রতিবাদে আমাদের পক্ষ থেকে সরকারী আইনজীবির মাধ্যমে নোটিশ পাঠালে সেখানকার ইউ.এন.ও এবং ওসি চুপসে যায়। স্থানীয় এমপি তাদের উপস্থিতিতে মসজিদ থাকবে মর্মে ঘোষণা দেয়।
৩৮) মাদকাসক্ত চিহ্নিত করতে বিয়ের আগেই বর-কনের রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করতে রিট করা হয়েছে।
৩৯) গত ৩০ সেপ্টেম্ব’২০১৮ বিজেপির সিনিয়র নেতা সুব্রামানিয়ান স্বামী ত্রিপুরায় একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করে, বাংলাদেশে মন্দির ধ্বংস করা হচ্ছে, হিন্দুদের মন্দিরকে মসজিদ বানানো হচ্ছে এবং হিন্দুদেরকে গায়ের জোরে মুসলমান বানানো হচ্ছে। বাংলাদেশে যদি হিন্দুদের ওপর এসব নির্যাতন বন্ধ না করা হয়, তাহলে সে ভারত সরকারকে সুপারিশ করবে বাংলাদেশকে দখল করে নিতে। নাউযুবিল্লহ!
এর কিছুদিন আগে বিজেপির সভাপতি অমিত শাহ 'ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদেরকে উইপোকা বলে অবমাননাকর মন্তব্য করেছে! এসব মন্তব্যসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানিয়ে ভারতের হাইকমিশনে স্মারকলিপি পাঠানো হয়েছে।
৪০) পবিত্র কুরবানীর হাট বিষয়ক প্রেসক্লাবে কনফারেন্স করে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেয়ায় পবাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
৪১) পবিত্র কুরবানীর পশুর চামড়া মাদ্রাসার ইয়াতিমগণের হক্ব হওয়া সত্যেও এ নিয়ে এলাকার সন্ত্রাসীদের সন্ত্রাসীপনা প্রবল আকার ধারন করলে তা রুখতে আইজিপি, ডিএমপি কমিশনার ও ঢাকা শহরের সকল থানায় বিশেষ নোটিশ পাঠানো হয়। ফলে অন্যান্য বছরের তুলনায় ১৪৪০ হিজরীতে সন্ত্রাসীদের আস্ফলন অনেক কমে যায়। তারা বিষয়টিতে অত্যন্ত ভীত হয়।
৪২) সারা বাংলাদেশে অনৈতিক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট ফাইল করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে হাইকোর্টে শুনানী হয়েছে। নির্ধারিত সময়ে আরো শুনানী হওয়ার জন্য কোর্ট থেকে জানানো হয়েছে যে বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে:
১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের যে কোন বিষয়ে বিরোধীতা কারীদের মৃত্যুদ- শাস্তির বিধান রেখে আইন পাশ করা।
২) মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও ভরসা সংবিধানে পুণঃস্থাপনে রিট করা।
৩) পহেলা বৈশাখ ভাতা বন্ধ করে পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার সম্মানার্থে ভাতা দেয়ার বিষয়টি চালু করা।
৪) অর্পিত সম্পত্তি আইন বাতিল বিষয়ক রিট করা।
৫) বাল্য বিবাহ নিরোধ আইন বাতিল করা।
৬) কোর্টে মাইলর্ড বলা বা মাথা নোয়ানোর বিরুদ্ধে রিট করা।
৭) স্কুল-কলেজ গুলোতে স্বরসতী পূজা করানো হচ্ছে এর বিরুদ্ধে রিট করা।
৯) পর্দানশীন নারীগণ যাতে ছবি ছাড়া সব রকম নাগরিক অধিকার বা সুবিধা ভোগ করতে পারেন সে জন্য রিট।
১০) দেশব্যাপী বেপর্দা বেহায়াপনা বন্ধ করার জন্য রিট।
১২) জনসার্থে বিদ্যুৎ, পানি ও গ্যাসের প্রি-পেইড মিটারের ভোগান্তি দূরীকরণে রিট করা।
১৩) রাজধানীতে স্থাপিত ডিজিটাল টিভি অপসারনে রিট করা।
১৪) বাংলাদেশের সকল গণমাধ্যমে নাস্তিক তসলিমা নাসরিনের লেখা প্রকাশ করা নিষিদ্ধ করতে রিট করা।
১৫) মাদরাসায় বাধ্যতামূলক রবীন্দ্রের সংগীত পাঠ করা বন্ধ করতে রিট করা।
১৬) জি.এম. ও. ফুড নিয়ে রিট করা।
১৭) নিশ্চিতভাবে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট ব্যবহার করার বিষয়ে রিট করা।
১৮) ইতিহাস বিকৃত করে চলচিত্র নির্মাণ, আমদানী ও তা বিভিন্ন চ্যানেলে প্রদর্শন করা নিষিদ্ধ করতে রিট করা।
হাসপাতাল প্রতিষ্ঠা
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি রোগ সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন “আর বান্দা যখন রোগাক্রান্ত হয়, তখন মহান আল্লাহ পাক তিনিই আরোগ্য দান করেন’। (পবিত্র সুরা শুয়ারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮০)
চিকিৎসা নেয়া খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত। চিকিৎসা সম্পর্কে অনেক পবিত্র হাদীছ শরীফ বর্নিত রয়েছে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে যেমন চিকিৎসা মুবারক গ্রহন করতে কবুল করছেন তেমনি অন্যদের করার নির্দেশ মুবারক দিয়েছেন। চিকিৎসা গ্রহন করে সুস্থ্য থাকা খাছ সুন্নত। চিকিৎসা নেয়া কখনো ফরয হয়ে যায় যখন জীবন বাঁচানোর আশঙ্কা দেখা দেয়। কিন্তু পর্দা রক্ষার সাথে যেহেতু ঈমানের সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে পর্দা রক্ষা করেই চিকিৎসা নিতে হবে, চিকিৎসা দিতে হবে এবং কোন অবস্থাতেই পর্দার খেলাপ করা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য মানুষ পর্দার গুরুত্ব না বোঝার কারণে সম্পূর্ণ বে-পর্দা হয়ে চিকিৎসা ব্যবস্থা গ্রহন করছে। পর্দা রক্ষার পরিবেশ নিয়ে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার পূর্বে বাংলাদেশ, সউদী আরব সহ কোন মুসলিম দেশে এরকম কোন হাসপাতাল বা ক্লিনিক তৈরি হয়নি। যামানার ইমাম ও মুজতাহিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পৃথিবীতে প্রথম সম্পূর্ণ শরীয়া ভিত্তিক আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ।
মুতমা’ইন্নাহ: পবিত্র কুরআন শরীফ উনার একটি শব্দ মুবারক। যার অর্থ ইতমিনান বা প্রশান্তি। ‘আল মুতমা’ইন্নাহ মা ও শিশু হাসপাতাল’ এ শব্দ মুবারকের কায়িম মাকাম। সুবহানাল্লাহ! বর্তমানে চিকিৎসার সাথে “সেবা” শব্দের একটি সংযোগ থাকলেও বাস্তবে সেবার বিষয়টি প্রায় উপেক্ষিত। সেখানে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে পর্দার ইসলামী অনুশাসন মেনে মানুষকে আন্তরিক সেবা ও চিকিৎসা প্রদানের মাধ্যমে দেহে ও মনে সুস্থতা-প্রশান্তি দেয়া।
১৪৩৫ হিজরী সনের পবিত্র শাবান মাস উনার ৩ তারিখ, লাইলাতুল ইছনাইনিল আযীম শরীফে (২রা আউওয়াল, ১৩৮২ শামসী, ১লা জুন ২০১৪) আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালের শুভ উদ্ভোধন করা হয়। লাইলাতুল ইছনাইনিল আযীম শরীফে যামানার সুমহান মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি হাসপাতালে তাশরীফ মুবারক নিয়ে পবিত্র মীলাদ শরীফ পাঠের পর বিশেষ দোয়া মুনাজাত করেন এবং ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফে সাইয়িদাতুনা উম্মুল উমাম হযরত আম্মাজী কিবলা আলাইহাস সালাম তিনি তাশরীফ মুবারক গ্রহন করেন এবং একইভাবে মীলাদ শরীফ পাঠ করে দোয়া মুনাজাত পরিচালনা করেন। সুবহানাল্লাহ।
সংক্ষেপে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালয়ের সার্ভিস সমূহ
১. হাসপাতাল: ১) দশ বেডের হাসপাতাল। অপারেশনের সুবিধা। যেমন, সিজার, এপেন্ডিসাইটিস, জরায়ু,হার্নিয়া, টিউমার,পাইলস, ছেলে শিশুদের খৎনা ইত্যাদি। ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা।
২. কনসালটেশন সেন্টার: শিশু, গাইনী, মেডিসিন, সার্জারী, চর্ম, বক্ষব্যাধী, হরমোন, নাক-কান-গলা, ডায়াবেটিস ইত্যাদি প্রায় সকল বিভাগের ডাক্তার দেখানোর সুযোগ।
৩. ডায়াগনস্টিক সেন্টার: সর্বোচ্চ মানের মেশিন ব্যবহার। ডিজিটাল এক্সরে, ওরাল সেন্সর, আল্ট্রাসনোগ্রাম। পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উনার সম্মানার্থে আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালে ডায়াগনস্টিক টেস্টের উপর মাসব্যাপী থাকে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।
৪. চক্ষু বিভাগ: ১) বিশেষজ্ঞ ডাক্তার কতৃক সর্বাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা এবং সুলভ খরচে ছানী অপারেশনের আয়োজন করা।
৫. ডেন্টাল বিভাগ: যৌক্তিক খরচে দাঁতের চিকিৎসার সুব্যবস্থা।
৬. ফার্মেসী: রেজিস্টার্ড ফার্মাসিস্ট দ্বারা পরামর্শ নেয়ার সুযোগ।
৭. বিশেষ প্যাকেজ সুবিধা:
১) ডায়াবেটিক প্যাকেজ: প্রতি মাসে ৫০০ টাকা প্রদান সাপেক্ষে চিকিৎসা সুবিধা।
২) গর্ভকালীন প্যাকেজ: এককালীন খরছ অনেকের জন্য কষ্টসাপেক্ষ বলে দেশে এই প্রথম আল মুতমাইন্নাহ হাসপাতালে গর্ভকালীন চিকিৎসায় কিস্তিতে অর্থ পরিশোধ করার সুযোগ।
৩) ভ্যাক্সিনেশন প্রোগ্রাম: শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা
৪) স্পেশাল প্যাকেজ: ছাত্র-ছাত্রী, বয়স্ক-বয়স্কা,পরিবারের সকলের জন্য রয়েছে বিভিন্ন চিকিৎসা প্যাকেজ।
মা ও শিশুদের চিকিৎসা সেবার সকল সুবিধা প্রদানের পাশাপাশি পুরুষদের চিকিৎসার জন্যেও রয়েছে আলাদা সুব্যবস্থা।
৫) হাসপাতালের ফার্মেসী ২৪ ঘন্টা খোলা।
- মহম্মদ আল হিলাল
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় সম্মানিত মশহূর লক্বব মুবারক এবং এই সম্পর্কে কিছু আলোচনা
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় বেমেছাল খুছূছিয়ত বা বৈশিষ্ট্য মুবারক
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উম্মু আবীহা, খাইরু ওয়া আফদ্বালু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত হুজরা শরীফে সাইয়্যিদুনা হযরত যুন নূর আলাইহিস সালাম তিনি
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইরু ওয়া আফদ্বালু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে বাতিল ফিরক্বা কর্তৃক উত্থাপিত সমালোচনা সমূহের দলীলসম্মত জাওয়াব (৩০)
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তরজমাতুল মুজাদ্দিদিল আ’যম আলাইহিস সালাম পবিত্র কুরআন শরীফ উনার ছহীহ্ তরজমা
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা পুরুষ মহিলা সবার জন্য ফরজ
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)