মুহাদ্দিছগণ উনাদের মাঝে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত মাক্বাম মুবারক
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
যদি মুহাদ্দিছগণ উনাদের মাঝে মর্যাদার স্তর বিন্যাস করা হয় তাহলে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সমসাময়িক প্রথম সারির মুহাদ্দিছগণ যেমন- হযরত ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আওযায়ী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি প্রমূখ মুহাদ্দিছগণ উনাদের সমমর্যাদার অধিকারী হবেন। বরং উনাকে যদি উক্ত সম্মানিত ইমামগণ উনাদের উপর প্রাধান্য দেয়া হয় তবুও বাড়াবাড়ি হবে না। কারণ ঐসকল সম্মানিত ইমামগণই উনাকে নিজেদের উপর প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ!
যেমন হযরত হাম্মাদ ইবনে যায়েদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা বিশিষ্ট মুহাদ্দিছ হযরত আমর ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি উনার নিকট আসতাম। তখন ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি আগমন করলে হযরত আমর ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সমীপে প্রশ্ন করতে সুযোগ করে দিতেন। আমরা উনার নিকট প্রশ্ন করলে তিনি আমাদেরকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করতেন। সুবহানাল্লাহ! (আল খইরাতুল হিসান লি ইবনে হাজার হায়তামী)
হযরত ইসমাঈল ইবনে আবি ফুযায়েল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখলাম, তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার হাত মুবারক ধরে হাঁটছেন। উনারা উভয়ে যখন মসজিদে এসে পৌঁছলেন তখন হযরত ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে আগে বাড়িয়ে দিলেন। (কাওয়ায়েদ ফী উলূমিল হাদীছ-৩১৯ পৃষ্ঠা)
বিশিষ্ট মুহাদ্দিছ হযরত আসবাত ইবনে নজর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, প্রখ্যাত ইমাম মানসূর ইবনুল মুতামিরের কাছে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিরাট মর্যাদার আসন ছিল বলে প্রত্যক্ষ করেছি। তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখলে দাঁড়িয়ে যেতেন এবং উনার সাথে এমন আচরণ করতেন, যা অন্য কারো সঙ্গে করতেন না। সুবহানাল্লাহ! (মানাকিবে ইমাম আবী হানীফা লিল মুয়াফফাক- ২৯৪ পৃষ্ঠা)
হযরত হাম্মাদ ইবনে যায়েদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার ফিক্বাহ ও হাদীছ শাস্ত্রে বছরার শ্রেষ্ঠ ইমাম আইয়্যূব সাখতিয়ানী রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে বলেছেন, আপনি যখন ইরাকের বিখ্যাত আলিম সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সঙ্গে সাক্ষাৎ করবেন তখন উনাকে আমার সালাম পৌঁছাবেন। অপর বর্ণনায় আছে উনাদের (সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি ও হযরত আইয়ূব সাখতিয়ানী রহমতুল্লাহি আলাইহি উনাদের মাঝে চিঠিপত্রের আদান প্রদান ছিল) (ছহীহ হাদীছ ও কথিত আহলে হাদীছ- পৃষ্ঠা ১০৬)
এক ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার নিকট থেকে ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট আগমন করলে তিনি তাকে বলেছিলেন, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ফকীহ উনার নিকট থেকে আগমন করেছো। নিঃসন্দেহে যে ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিরোধিতা করে তার জন্য প্রয়োজন হলো উনার চেয়ে অধিক মর্যাদা ও ইলম মুবারক উনার অধিকারী হওয়া। আর এমনটা পাওয়া যাওয়া খুবই কঠিন।
যখন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি ও ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি একসঙ্গে হজ্জ পালন করেছিলেন তখন হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে আগে বাড়িয়ে নিজে পিছনে পিছনে চলতেন। উনাদের উভয়কে কোনো প্রশ্ন করা হলে হযরত সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি তিনি জবাব দিতেন না, বরং সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি জবাব দিতেন। সুবহানাল্লাহ! (আল খইরাতুল হিসান- ৭৬ পৃষ্ঠা)
ইমাম সুফিয়ান ছাওরী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সামনে এমন থাকতাম যেমন বাজপাখির সামনে চড়ুইপাখি থাকে। (আর তিনি হলেন সমস্ত আলিম উনাদের সাইয়্যিদ) (আর রাফউ ওয়াত তাকমীল- পৃষ্ঠা ৩৯)
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মজলিসে বড়দের খুব ছোট অবস্থায় দেখেছি। আর নিজেকে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মজলিসে যতটা ছোট ও তুচ্ছ দেখেছি ততটা অন্য কোনো মজলিসে তেমন দেখিনি। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- পৃষ্ঠা ৩০৮)
আবুল অলীদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইমাম শোবা রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ছানা-ছিফত মুবারক করতেন। উনার সামনে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার আলোচনা মুবারক হয়েছে আর তিনি উনার জন্য দুআ মুবারক করেননি এমনটি আমি কখনো দেখিনি। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- পৃষ্ঠা ৩০৮)
হযরত হারেছ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা বিশিষ্ট মুহাদ্দিছ হযরত আতা ইবনে আবী রাবাহ রহমতুল্লাহি আলাইহি উনার সামনে একে অপরের পিছনে থাকতাম এমতাবস্থায় যখন সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি আগমন করতেন, তখন উনার জন্য স্থান প্রশস্ত করে দিয়ে উনাকে কাছে টেনে নিতেন। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- পৃষ্ঠা ৩০৮)
সুফিয়ান ইবনে উয়াইনাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার চোখে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ন্যায় কাউকে দেখিনি। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- পৃষ্ঠা ৩০৮)
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি বিশিষ্ট মুহাদ্দিছ হযরত মিসআর রহমতুল্লাহি আলাইহি উনাকে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সম্মুখে বসে প্রশ্ন করতে এবং উনার নিকট থেকে বুঝে নিতে দেখেছি। (তারীখে বাগদাদ-১৩/৩৪৩ পৃষ্ঠা)
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, যদি আমার প্রতি অতিরঞ্জনের আঙ্গুলি নির্দেশ করার আশঙ্কা না হতো তাহলে আমি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার উপর কাউকে প্রাধান্য দিতাম না। (মানাকিবে আবী হানীফা লিল মাওয়াফফাক- ৩০৭ পৃষ্ঠা)
এখানে সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার ব্যাপারে যুগশ্রেষ্ঠ কতিপয় ইমাম উনাদের উক্তি ও উনার সঙ্গে উনাদের আচরণের কিছু নমুনা উপস্থাপন করা হলো। যাদ্বারা একথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেলো যে, মুহাদ্দিছগণের নিকট সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম ছিল অনেক উচ্চে! উনার সমসাময়িক ইমামগণ কথা ও কাজে তা স্পষ্ট করে গেছেন।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় সম্মানিত মশহূর লক্বব মুবারক এবং এই সম্পর্কে কিছু আলোচনা
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় বেমেছাল খুছূছিয়ত বা বৈশিষ্ট্য মুবারক
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উম্মু আবীহা, খাইরু ওয়া আফদ্বালু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত হুজরা শরীফে সাইয়্যিদুনা হযরত যুন নূর আলাইহিস সালাম তিনি
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইরু ওয়া আফদ্বালু বানাতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে বাতিল ফিরক্বা কর্তৃক উত্থাপিত সমালোচনা সমূহের দলীলসম্মত জাওয়াব (৩০)
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তরজমাতুল মুজাদ্দিদিল আ’যম আলাইহিস সালাম পবিত্র কুরআন শরীফ উনার ছহীহ্ তরজমা
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা পালন করা পুরুষ মহিলা সবার জন্য ফরজ
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)