নিকাহ বা বিবাহের আহকাম
বিবাহের কতিপয় সুন্নত মুবারক:
নির্জনবাসের নিষিদ্ধ সময়:
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সুন্নত মুবারক তা’লীম
২. দৈনিক: নামাযের নিষিদ্ধ সময়গুলো অর্থাৎ সূর্য উদয় হওয়াকালীন ২৩ মিনিট সময়, অস্ত যাওয়াকালীন ২৩ মিনিট সময় এবং দুপুরে সূর্য মাথার উপর অবস্থান করাকালীন ১ ঘন্টা সময়।
৩. সাপ্তাহিক: সপ্তাহে দুইদিন। (ক) ইয়াওমুল আহাদ (রোববার দিন ও রোববার রাত) (খ) ইয়াওমুল আরবিয়া (বুধবার দিন ও বুধবার রাত)
৪. মাসিক: প্রত্যেক আরবী মাসের ১লা তারিখ- রাত ও দিন। ১৫ তারিখ -রাত ও দিন এবং শেষ তারিখ (২৯, ৩০ তারিখ- রাত ও দিন)
৫. বাৎসরিক: দুই ঈদের দুই রাত ও দিন, তাছাড়া চন্দ্র গ্রহণ এবং সূর্যগ্রহণের সময়।
এছাড়া খালি পেটে, ভরা পেটে, প্রখর রোদে, অসুস্থতার সময়। সফরে যাওয়ার সময়, সফর থেকে ফিরে এসে, ইহতিলাম (স্বপ্নদোষ) হলে গোসল না করে আহলিয়ার সাথে একান্ত নির্জনবাস করা উচিত নয়।
একান্ত নির্জনবাসের উত্তম সময়:
১. দিনসমূহ: (ক) ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার, রাত ও দিন)
(খ) ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার দিন ও রাত)
(গ) ইয়াওমুল জুমুয়াহ্ শরীফ (জুমুয়াবার রাত ও দিন) এছাড়া আইয়্যামুল্লাহ শরীফ অর্থাৎ বিশেষ বিশেষ দিন ও রাতসমূহ।
২. সময়সমূহ্: রাতের শেষ ভাগ- তাহাজ্জুদ নামাযের পর আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করা সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত। এছাড়া পরনারীর প্রতি দৃষ্টি পড়ার কারণে যদি নির্জনবাসের ইচ্ছা জাগ্রত হয় তাহলে স্বীয় আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করাও সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত।
সন্তান আসার সম্ভাব্য সময়:
১. আরবী মাসের ১লা তারিখ যদি কারো স্বাভাবিক মাজুরতা শুরু হয়, আর ৩রা তারিখ পর্যন্ত থাকে, তাহলে ৪ তারিখ হতে ৯ তারিখ পর্যন্ত মোট ৬ দিন সন্তান আসার সম্ভাবনা নেই। তবে ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৭ দিন সন্তান আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আবার ১৮ তারিখ হতে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
উল্লেখ্য যে, ভ্রুণের জন্ম এবং মৃত্যু তিন দিন এবং তিন রাত। আমরা এখানে ১০ তারিখ হতে ১৭ তারিখ পর্যন্ত উল্লেখ করেছি। ভ্রুণের জন্ম ও মৃত্যু ১০ তারিখ হতে ১৩ তারিখ পর্যন্ত, মোট তিন দিন, তিন রাত। আমরা সতর্কতার জন্য আরো ৪ দিন যোগ করে ১৭ তারিখ পর্যন্ত উল্লেখ করেছি। কাজেই ১৮ তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
২. আর যদি কারো মাজুরতা ১লা তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত থাকে, তাহলে ৬ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনা নেই। আর ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৭ দিন সন্তান আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আবার ১৮ তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
৩. আর যদি কারো মাজুরতা ১লা তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত থাকে, তাহলে ৮ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত সন্তান আসার সম্ভাবনা নেই। আর ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৭ দিন সন্তান আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে ১৮ তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
৪. আর যদি কারো মাজুরতা ১লা তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত থাকে, তাহলে ৯ তারিখ পর্যন্ত সন্তান আসার সম্ভাবনা নেই। আর ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৭ দিন সন্তান আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে ১৮ তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
বিশেষ দ্রষ্টব্য: কারো মাজুরতা মাসের যে কোন তারিখে হোক না কেন, উক্ত নিয়মেই হিসেব করতে হবে। অর্থাৎ মাজুরতার শুরু থেকে ৯ম দিন পর্যন্ত সন্তান আসার সম্ভাবনা নেই। আর ১০ম দিন থেকে ১৭ তম দিন পর্যন্ত সন্তান আসার সম্ভাবনা রয়েছে। ১৮ তম দিন থেকে ৩০ তম দিন পর্যন্ত সন্তান আসার কোন সম্ভাবনাই নেই।
-আল্লামা মুফতী কাওছার আহমদ
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে (নববর্ষ) বা নওরোজ পালন করা হারাম (৩)
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার ‘হাইস’
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে (নববর্ষ) বা নওরোজ পালন করা হারাম (২)
৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার “হারীসাহ
৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে (নববর্ষ) বা নওরোজ পালন করা হারাম (১)
৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সেলাইবিহীন সুন্নতী ইযার বা লুঙ্গি
৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুন্নতী খাবার পরিচিতি ও উপকারিতা : দুধজাতীয় খাবার
৩০ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুসরণ করা ফরয। কোন অবস্থাতেই কাফির-মুশরিকদের অনুসরণ করা যাবে না (১)
৩০ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন খাবারের সময় দস্তরখানা ব্যবহার করা সুন্নত
৩০ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতল-ঠান্ডা এবং মিঠা পানি পান করা খাছ সুন্নত মুবারক
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী ফল “আনার বা ডালিম”
২৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদের সঙ্গে কখনই সাদৃশ্য রাখা যাবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)