প্রাচীন মসজিদের অজানা ইতিহাস:
বগুড়ার জঙ্গলে দৃশ্যমান মোঘল আমলের মসজিদ
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে এসেছে প্রাচীন আমলের একটি মসজিদ। এরপর থেকেই মসজিদটি দেখতে লোকজন ভিড় করছেন। কারও কারও মতে এ মসজিদ মোঘল আমলে তৈরি। যুগ যুগ ধরে আগাছা আর ঝোপ-জঙ্গলে ঢাকা ছিলো বলে এতদিন লোকচক্ষুর অন্তরালেই ছিলো বগুড়ার প্রাচীন এই মসজিদটি।
প্রতœতত্ত্ব বিভাগ জানেই না সেখানে প্রাচীন আমলের একটি মসজিদ আছে। সম্প্রতি বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি গ্রামের সাইরপাড়া এলাকায় কিছু লোক ঝোপঝাড় পরিষ্কার করার পর বেরিয়ে আসে এক গম্বুজবিশিষ্ট এই মসজিদটি। এ খবর অনলাইনে ছড়িয়ে পড়লে চারদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন, ডালপালা মেলে গুজবও।
মসজিদটি দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে কৌতূহলী মানুষ ছুটে আসছেন। এ মসজিদ নিয়ে মানুষের মুখে মুখে নানা কথা। কারও কারও মতে এটি মোঘল শাসক বাবরের আমলে তৈরি। তবে এলাকাবাসীর ধারণা, তাদের পূর্বপুরুষরাই মসজিদটি নির্মাণ করেছিলেন।
নির্মাণ কাঠামো দেখে স্থানীয়দের ধারণা ৪০০ থেকে ৫০০ বছর আগে মসজিদটি নির্মিত। ১৬ ফুট দৈর্ঘ্য এবং ১৬ ফুট প্রস্থে নির্মিত মসজিদের উচ্চতা ১৮ ফুট। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে এবং বের হওয়ার জন্য উত্তর দিকে ৫ ফুট উচ্চতার দুটি দরজা রয়েছে। ২০ ইঞ্চি প্রস্থে পাতলা পোড়া মাটির ইট এবং সুরকির গাঁথুনিতে নির্মাণ করা হয়েছে মসজিদটি। মসজিদ নির্মাণে কোনো রড বা লোহা জাতীয় কিছু ব্যবহার করা হয়নি। মসজিদের ভিতরে ইমামসহ ১১ জনের নামায পড়ার মতো জায়গা রয়েছে। মসজিদের ভিতরে ছোট্ট একটি মেহরাব দেখা যায়। সেটি এখনো অটুট রয়েছে।
মসজিদের দেয়ালের চারপাশের কোনায় কারুকার্য চোখে পড়ছে এখনো। বাইরের দেয়ালে পোড়া মাটির ইটগুলোর কিছু কিছু অংশ ক্ষয়ে গেলেও মসজিদের ভিতরে প্রবেশ করলে এখনো এর সৌন্দর্য জানান দেয়। মসজিদের ভিতরে উপরের দিকে গম্বুজের ইট ও দেয়াল এখনো চকচক করছে। যেন অল্প কয়েক বছর আগে তৈরি করা হয়েছে। পাতলা আবরণের প্লাস্টার দেখা যায় মসজিদের দেয়ালের গোড়ার দিকে। তবে কোনো সাল, তারিখ বা কোন শাসকের আমলে এটি নির্মাণ করা হয়েছে তার কোনো নামফলক নেই।
সরকারি খাস খতিয়ানে তিন শতাংশ জমিতে মসজিদটি অবস্থিত। অযতœ আর অবহেলায় মসজিদটির গায়ে, গম্বুজে শ্যাওলা ও বিভিন্ন আগাছা জন্মেছে।
সাইরপাড়া গ্রামের আবদুল হান্নান বলেন, মোঘল আমলে দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকা থেকে ১০-১৫ ঘর মুসলমান এখানে এসে বসতি স্থাপন করেছিলেন। সে সময় জনসংখ্যা কম থাকায় ছোট আকারের এ মসজিদটি তখন নির্মাণ করা হয় বলে প্রবীণদের ধারণা। বর্তমানে ‘জিনের’ ভয়ে কেউ মসজিদে প্রবেশ করেন না। সেখানে জিন আছে এবং জিনেরা নামাজ পড়ে বলে এলাকায় চাউর আছে। সম্প্রতি গ্রামের লোকজন জঙ্গল কেটে পরিষ্কার করায় মসজিদটি দৃশ্যমান হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভাত খেলে কি ওজন বাড়ে?
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কানাডার রাস্তায় ৫০ লাখ মৌমাছি!
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাতি যখন মাদকের সন্ধানদাতা!
১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাপ ডালিমের দানা খেলে কি হয়?
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু
১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯০ লাখ নিউরনের ভার্চুয়াল মস্তিষ্ক বানালেন বিজ্ঞানীরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একই দিকেই ঘুরছে মহাবিশ্বের বিরল গ্যালাক্সি-দল
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় ভ্যাকসিন, বিজ্ঞানীদের অবিশ্বাস্য সাফল্য
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একমাস ধরে প্রতি রাতে দুধ ও গুড় একসঙ্গে খেলে কি হয়?
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতে কেন খাবেন নিম পাতার রস?
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












