পবিত্র শবে বরাত শরীফ উপলক্ষে রোযা রাখার ফযীলত
, ১৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
عَنْ حَضْرَتْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِىَ اللهُ تَـعَالى عَنْـهُمَا اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَه اَوْ لِآخَرَ اَصُمْتَ مِنْ سُرَرِ شَعْبَانَ قَالَ لَا قَالَ فَاِذَا اَفْطَرْتَ فَصُمْ يَـوْمَيْنِ
অর্থ: হযরত ইমরান ইবনু হুসাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে অথবা অপর কাউকে জিজ্ঞাসা করলেন, আপনি কি পবিত্র শা’বান মাস উনার মধ্যভাগে (লাইলাতুল বরাতে) রোযা পালন করেছিলেন? তিনি বললেন, না। তখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, যখন আপনি রোযা পালন করেননি, তখন আপনি দুই দিন রোযা পালন করে নিবেন। (মুসলিম শরীফ: কিতাবুছ ছাওম- বাবু ছাওমি শাহরী শাবান- হাদীছ শরীফ নম্বর ২৬২২, সহীহ ইবনে হিব্বান ৩৫৮৮, ফতহুল বারী ৪/২৩০, উমদাতুল ক্বারী ১৭/৯৯, শরহে মুসলিম লি নববী ৪/১৮১)
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি পবিত্র শা’বান শরীফ মাসে তিনটি রোযা রাখবে, মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাতী উটনিতে করে পুলছিরাত পার করাবেন।” (ইবনু নুবাতা)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে ব্যক্তি শা’বান শরীফ মাসে তিনটি রোযা রাখবে মহান আল্লাহ পাক তিনি তার গুনাহখতাসমূহ ক্ষমা করে দিবেন।” সুবহানাল্লাহ!
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, “শা’বান শরীফ মাস উনার ১৫ তারিখ যে রোযা রাখবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না।” সুবহানাল্লাহ!
আরো ইরশাদ মুবারক হয়েছে, “শা’বান শরীফ মাস উনার রোযার ইফতারীর সময় যে তিনবার পবিত্র দুরূদ শরীফ পাঠ করবে, তার পূর্বের গুনাহখতাসমূহ ক্ষমা করা হবে এবং তার রিযিকে বরকত দেয়া হবে।” সুবহানাল্লাহ!
যাদের নসীবে পবিত্র শবে বরাত শরীফ নেই
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “মহান আল্লাহ পাক তিনি পবিত্র শবে বরাতে সকল উম্মতে হাবীবী উনাদেরকে ক্ষমা করেন। তবে খালিছ তওবা ব্যতিত সাত শ্রেণীর লোকের পবিত্র শবে বরাত নসীব হবে না। তারা হলো- (১) জোতিষ-যাদুকর। (২) মাদক দ্রব্য সেবনকারী। (৩) ব্যভিচারের সাথে সম্পৃক্ত ব্যক্তি। (৪) আত্মীয়তার সম্পর্ক ছেদকারী। (৫) চোগলখোর তথা একজনের কথা অপর জনের নিকট মিথ্যা বলে ফিতনা সৃষ্টিকারী। (৬) শরয়ী কারণ ব্যতিত এক মুসলমানের সাথে তিন দিনের অধিক কথা বন্ধ রাখা ব্যক্তি। (৭) পিতা-মাতার অবাধ্য সন্তান।”
কিতাবে আরো উল্লেখ করা হয়, কয়েক শ্রেণীর লোকের পবিত্র শবে বরাত নসীব হয়না। যথা- (১) যারা শরীয়ত উনার ফায়সালা অনুযায়ী যাকাত, ফিতরা, উশর আদায় করেনা। (২) যারা শরীয়ত উনার খিলাফ কাজ করে যেমন: গান-বাজনা, বেপর্দা-বেহায়াপনা, ছবি, মূর্তি, ভাস্কর্য, খেলাধুলা, অশ্লীল-অশালীন কাজ করে। (৩) যারা হারাম তন্ত্র-মন্ত্র করে। (৪) যারা সুদ খায়। (৫) যারা ঘুষ খায়। অর্থাৎ যারা সম্মানিত শরীয়ত উনার খেলাফ কাজ করে তা যাই হোক না কেন তাদের শবে বরাত নছীব হবে না। খালেছ তওবা না করা পর্যন্ত।
মূলত, বর্তমান সমাজে উপরোক্ত শ্রেণীর লোকের কোন অভাব নেই। অধিকাংশ লোকই কোনো না কোনোভাবে উপরোক্ত দোষে দোষী। কাজেই শরীয়ত বিরোধী সর্বপ্রকার কার্যকলাপ হতে প্রত্যেককেই দূরে থাকতে হবে। খালিছ তওবা ইস্তিগফার করতে হবে। অন্যথায় পবিত্র শবে বরাত নসীব হবেনা। সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী-শবে বরাত শরীফসহ যে কোন উপলক্ষে বিধর্মীদের অনুকরণে আতশবাজি করা সম্পূর্ণ নিষিদ্ধ। তা হতে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের জন্য ফরয।
পবিত্র শবে বরাত শরীফে রহমতে খাছ বর্ষিত হয়
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, পবিত্র শবে বরাতে হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি একদল হযরত ফিরিশতা আলাইহিমুস সালাম নিয়ে নাযিল হন এবং চারখানা পতাকা নিয়ে আসেন। প্রথম পতাকা পবিত্র রওযা শরীফে, দ্বিতীয় পতাকা পবিত্র কা’বা শরীফে, তৃতীয় পতাকা বাইতুল মুকাদ্দাস শরীফে এবং চতুর্থ পতাকা তুর পাহাড়ে নির্মাণ করেন। রাত্রি জাগরণকারী সবার প্রতি খাছ রহমত বর্ষণ করেন। হযরত ফিরিশতা আলাইহিমুস সালাম উনারা বিশেষ রহমত নিয়ে পরিভ্রমণ করতে থাকেন।
কিতাবে উল্লেখ করা হয়, সমস্ত সৃষ্টি এ মহান রাতে আকাশের দিকে হা করে থাকে যেন রহমত উনার হিসসা লাভ করতে পারে। এ রাতে নাযিলকৃত বিশেষ রহমত হরিণের উপর বর্ষিত হলে মৃগনাভি, ঝিনুকের উপর বর্ষিত হলে মুক্তা, ব্যাঙ ও সাপের উপর বর্ষিত হলে মণি, মাছের উপর বর্ষিত হলে আম্বর পয়দা হয় ইত্যাদি। আর মানুষের উপর বর্ষিত হলে সে ব্যক্তি খালিছ ওলীআল্লাহ হয়। তাই, পবিত্র শবে বরাতে যত নেক মকছুদ রয়েছে, মূলত মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ সন্তুষ্টি, নিছবত, তাওয়াল্লুক মুবারক চাইতে হবে। সর্বশ্রেষ্ঠ ইবাদত পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ অনন্তকালব্যাপী পালন করার তৌফিক চাইতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে মাসিক আল-বাইয়্যিনাত শরীফ উনার ১৯৫ হতে ২১৩ তম সংখ্যায় ফতওয়া বিভাগ পাঠ করুন।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় মহাসম্মানিত মু’জিযা শরীফ
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল সম্মানিত সৌন্দর্য মুবারক ও শ্রেষ্ঠত্ব মুবারক
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট আরব মহিলাদের নিসবতে ‘আযীম শরীফের প্রস্তাব এবং উনার বেমেছাল পবিত্রতা মুবারক
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ওয়াহাব আলাইহিস সালাম উনার কর্তৃক সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত মু’জিযাহ্ শরীফ দর্শন
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র লাইলাতুর রগায়িব শরীফ উনার মহত্ত্ব ও বড়ত্ব (২)
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়, ছোঁয়াচে বিশ্বাস করা কুফরী
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: সউদী রাজ পরিবারের পূর্বপুরুষ ইহুদী যে কারণে (৭)
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি (৪৪)
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র লাইলাতুর রাগায়িব শরীফ উনার মহত্ত্ব ও বড়ত্ব (১)
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)