পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে সম্মানিত যাকাত উনার আহকাম, মাসায়িল ও ফাযায়িল
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাদিস ১৩৯১ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সংখ্যা যাকাত হিসেবে প্রদানকৃত পশুর পরিমাণ ও বৈশিষ্ট্য
৩০-৩৯ ১টি তাবী’ (১ বছর পূর্ণ হয়ে ২য় বর্ষে পদার্পনকারী এঁড়ে বাছুর) অথবা ১টি তাবীয়া’ (১ বছর পূর্ণ হয়ে ২য় বর্ষে পদার্পনকারী বকনা বাছুর)
৪০-৫৯ ১টি মুসিন্নাহ (২ বছর পূর্ণ হয়ে ৩য় বর্ষে পদার্পনকারী বাছুর)
৬০-৬৯ ২টি তাবী’ অথবা ২টি তাবীয়া’
৭০-৭৯ ১টি তাবী’ ও ১টি মুসিন্নাহ অথবা ১টি তাবীয়া’ ও ১টি মুসিন্নাহ
৮০-৮৯ ২টি মুসিন্নাহ
৯০-৯৯ ৩টি তাবী’ অথবা ৩টি তাবীয়া’
১০০-১০৯ ২টি তাবী’ ও ১টি মুসিন্নাহ অথবা ২টি তাবীয়া’ ও ১টি মুসিন্নাহ
এরপর প্রতি ৩০টি গরুর ক্ষেত্রে ১টি তাবী’ অথবা ১টি তাবীয়া’; প্রতি ৪০টি গরুর ক্ষেত্রে ১টি মুসিন্নাহ যাকাত দিতে হবে।
সুতরাং উপরের বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে, গরুর সংখ্যা ৩০টি বা ততোর্ধ্ব হলে গরুর যাকাত হবে। এর কম হলে গরুর যাকাত হবে না।
আর উট ও ছাগলের যাকাত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
اَنَّ حَضْرَتْ اَنَسًا رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ حَدَّثَهٗ اَنَّ حَضْرَتْ اَبَا بَكْرٍ عَلَيْهِ السَّلَامُ كَتَبَ لَهٗ هٰذَا الْكِتَابَ لَمَّا وَجَّهَهٗ اِلَى الْبَحْرَيْنِ بِسْمِ اللهِ الرَّحْـمٰنِ الرَّحِيْمِ هٰذِهٖ فَرِيْضَةُ الصَّدَقَةِ الَّتِىْ فَرَضَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمُسْلِمِيْنَ وَالَّتِىْ اَمَرَ اللهُ بِـهَا رَسُوْلَهٗ فَمَنْ سُئِلَهَا مِنَ الْمُسْلِمِيْنَ عَلٰى وَجْهِهَا فَلْيُعْطِهَا وَمَنْ سُئِلَ فَوْقَهَا فَلَا يُعْطِ فِىْ اَرْبَعٍ وَّعِشْرِيْنَ مِنَ الْاِبِلِ فَمَا دُوْنَـهَا مِنَ الْغَنَمِ مِنْ كُلِّ خَـمْسٍ شَاةٌ اِذَا بَلَغَتْ خَـمْسًا وَّعِشْرِيْنَ اِلٰى خَـمْسٍ وَّثَلَاثِيْنَ فَفِيْهَا بِنْتُ مَـخَاضٍ اُنْثٰى فَاِذَا بَلَغَتْ سِتًّا وَّثَلَاثِيْنَ اِلٰى خَـمْسٍ وَّاَرْبَعِيْنَ فَفِيْهَا بِنْتُ لَبُوْنٍ اُنْثٰى فَاِذَا بَلَغَتْ سِتًّا وَّاَرْبَعِيْنَ اِلٰى سِتِّيْنَ فَفِيْهَا حِقَّةٌ طَرُوْقَةُ الْـجَمَلِ فَاِذَا بَلَغَتْ وَاحِدَةً وَّسِتِّيْنَ اِلٰى خَـمْسٍ وَّسَبْعِيْنَ فَفِيْهَا جَذَعَةٌ فَاِذَا بَلَغَتْ يَعْنِى سِتًّا وَّسَبْعِيْنَ اِلٰى تِسْعِيْنَ فَفِيْهَا بِنْتَا لَبُوْنٍ فَاِذَا بَلَغَتْ اِحْدَى وَّتِسْعِيْنَ اِلٰى عِشْرِيْنَ وَّمِائَةٍ فَفِيْهَا حِقَّتَانِ طَرُوْقَتَا الْـجَمَلِ فَاِذَا زَادَتْ عَلٰى عِشْرِيٰنَ وَّمِائَةٍ فَفِىْ كُلِّ اَرْبَعِيْنَ بِنْتُ لَبُوْنٍ وَفِىْ كُلِّ خَـمْسِيْنَ حِقَّةٌ وَمَنْ لَّـمْ يَكُنْ مَّعَهٗ اِلَّا اَرْبَعٌ مِّنَ الْاِبِلِ فَلَيْسَ فِيْهَا صَدَقَةٌ اِلَّا اَنْ يَّشَاءَ رَبُّـهَا فَاِذَا بَلَغَتْ خَـمْسًا مِّنَ الْاِبِلِ فَفِيْهَا شَاةٌ وَفِىْ صَدَقَةِ الْغَنَمِ فِىْ سَائِمَتِهَا اِذَا كَانَتْ اَرْبَعِيْنَ اِلٰى عِشْرِيْنَ وَّمِائَةٍ شَاةٌ فَاِذَا زَادَتْ عَلٰى عِشْرِيْنَ وَّمِائَةٍ اِلٰى مِائَتَيْنِ شَاتَانِ فَاِذَا زَادَتْ عَلٰى مِائَتَيْنِ اِلٰى ثَلاَثِ مِائَةٍ فَفِيْهَا ثَلَاثٌ فَاِذَا زَادَتْ عَلٰى ثَلاَثِ مِائَةٍ فَفِىْ كُلِّ مِائَةٍ شَاةٌ فَاِذَا كَانَتْ سَائِمَةُ الرَّجُلِ نَاقِصَةً مِّنْ اَرْبَعِيْنَ شَاةً وَّاحِدَةً فَلَيْسَ فِيْهَا صَدَقَةٌ اِلَّا اَنْ يَّشَاءَ رَبُّـهَا وَفِىْ الرِّقَةِ رُبُعُ الْعُشْرِ فَاِنْ لَـمْ تَكُنْ اِلَّا تِسْعِيْنَ وَّمِائَةً فَلَيْسَ فِيْهَا شَىْءٌ اِلَّا اَنْ يَّشَاءَ رَبُّـهَا.
অর্থ : “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি উনাকে বাহরাইনে প্রেরণকালে অত্র বিধানটি উনার জন্যে লিখে দেন- পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পাক উনার নাম মুবারক স্মরণ করে। এটাই যাকাতের নিছাব-যা নির্ধারণ করেছেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুসলিমদের প্রতি এবং যা মহান আল্লাহ পাক তিনি উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নির্দেশ মুবারক দিয়েছেন। মুসলিমদের মধ্যে যার নিকট হতে নিয়মানুযায়ী চাওয়া হয়, সে যেন তা আদায় করে দেয় আর তার চেয়ে অধিক চাওয়া হলে তা যেন আদায় না করে। ২৪ ও তার চেয়ে কম সংখ্যক উটের যাকাত বকরী দ্বারা আদায় করা হবে। প্রতি ৫টি উটে ১টি বকরী এবং উটের সংখ্যা ২৫ হতে ৩৫ পর্যন্ত হলে একটি মাদী বিনতে মাখায। ৩৬ হতে ৪৫ পর্যন্ত একটি মাদী বিনতে লাবূন। ৪৬ হতে ৬০ পর্যন্ত ষাঁড়ের পালযোগ্য একটি হিককা, ৬১ হতে ৭৫ পর্যন্ত একটি জাযা’আ, ৭৬ হতে ৯০ পর্যন্ত দুটি বিনতে লাবূন, ৯১টি হতে ১২০ পর্যন্ত ষাঁড়ের পালযোগ্য ২টি হিককা আর ১২০-এর অধিক হলে (অতিরিক্ত) প্রতি ৪০টিতে ১টি করে বিনতে লাবূন এবং (অতিরিক্ত) প্রতি ৫০টিতে ১টি করে হিককা। যার ৪টির বেশি উট নেই, সেগুলোর উপর কোন যাকাত নেই, তবে মালিক স্বেচ্ছায় কিছু দিতে চাইলে দিতে পারবে। কিন্তু যখন ৫-এ পৌঁছে তখন ১ট বকরী ওয়াজিব। আর বকরীর যাকাত সম্পর্কে- গৃহপালিত বকরী ৪০টি হতে ১২০টি পর্যন্ত ১টি বকরী। এর বেশি হলে ২০০টি পর্যন্ত ২টি বকরী। ২০০-র অধিক হলে ৩০০ পর্যন্ত ৩টি বকরী। ৩০০-র অধিক হলে প্রতি ১০০-তে ১টি করে বকরী। কারো গৃহপালিত বকরীর সংখ্যা ৪০ হতে ১টিও কম হলে তার উপর যাকাত নেই। তবে স্বেচ্ছায় দান করলে তা করতে পারে। রৌপ্যের যাকাত ৪০ ভাগের ১ ভাগ। ১৯০ দিরহাম হলে সেক্ষেত্রে যাকাত নেই, তবে মালিক স্বেচ্ছায় কিছু দিলে দিতে পারে।” (বুখারী শরীফ : কিতাবুয যাকাত : হাদীছ শরীফ নং ১৪৫৪)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“আন নি’মাতুল কুবরা আলাল আলাম” কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধিতাকারীদের আপত্তির জবাব
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৪)
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারাবিশ্বে একই দিনে ঈদ পালন ও রোযা শুরু করার কথা বলার উদ্দেশ্য পবিত্র ঈদ ও পবিত্র রোযাকে নষ্ট করা, যা মূলত মুনাফিকদের একটি ষড়যন্ত্র ও চক্রান্ত (৬৩)
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে হালাল ও হারাম উভয়ের গুরুত্ব সম্পর্কে (১২)
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছবি তোলা হারাম ও নাজায়িজ
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৫)
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কাফির-মুশরিকরা
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)