দুর্নীতির পুঁটি বেশি, রাঘব বোয়াল কম ধরার জালই কী দুদকের নীতি? সাবেক দুদক চেয়ারম্যান, পরিচালক, উপপরিচালকসহ অনেকেরই দুর্নীতি ফাঁস হয়েছে। দুদকের দুর্নীতি নিয়ে কথা বলবে কে?
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ০২ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ড. ইফতেখারুজ্জামানের দাবি, দুদক চুনোপুঁটিদের ধরে, রাঘব বোয়ালদের ধরে না।
২০০৪ সালের ২১ নভেম্বর দুদক আইনের অধীনে দুদকের যাত্রা শুরু। দুদকের ওয়েবসাইটে দুদকের রূপকল্প ও লক্ষ্যে বলা হয়েছে, সমাজের সব স্তরে প্রবাহমান একটি শক্তিশালী দুর্নীতিবিরোধী সংস্কৃতির চর্চা এবং এর প্রসার সুনিশ্চিত করা দুদকের উদ্দেশ্য। আর লক্ষ্য হলো, অব্যাহতভাবে দুর্নীতির দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশ সাধন করা।
কমিশনের তিনটি কৌশলগত লক্ষ্য রয়েছে:
১.শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন
২.বিদ্যমান কার্যপদ্ধতি পর্যালোচনার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা
৩. শিক্ষা, উত্তম চর্চার বিকাশ ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা
কিন্তু দুদক গঠনের পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমান এবং তার তদন্ত করতে গিয়ে ঘুস খেয়ে ধরা পড়া দুদকের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরের বুধবার যথাক্রমে তিন এবং আট বছরের কারাদ- দিয়েছেন আদালত। দুইটি মামলারই তদন্ত করেছে দুদক। কিন্তু তা এত সহজে হয়নি। সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা, অডিও ও ডকুমেন্ট ফাঁস হলে দুদক তদন্তে নামতে বাধ্য হয়।
অন্য ক্ষমতাধর কারুর বিরুদ্ধে দুদকের আটঘাট বেঁধে নামার কোনো নজির খুঁজে পাওয়া যায় না। পিকে হালদার সাড়ে চার হাজার কোটি টাকা পাচার করে দেশের বাইরে চলে যাওয়ার পর দুদকের ঘুম ভাঙে। মাঝেমধ্যে কিছু এমপিকে নোটিস দিয়ে ডাকে- ওই পর্যন্তই । তারপর আর কোনো খবর থাকে না। মানি লন্ডারিং-এর কিছু টাকা এক দশক আগে উদ্ধার করে এখনো সেই প্রাচীন সাফল্যের কথাই বলে যাচ্ছে।
ঘরের দুর্নীতির কী হবে?
গত ডিসেম্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক সভায় পাঠানো অনলাইন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুদককে অন্যের ঘরে অভিযান চালানোর আগে ‘নিজের ঘরে’ অভিযান চালানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘‘দুদকের সব পর্যায়ের কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কার্যক্রমে তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করেন। অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার পূর্বে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে।’’
দুদক যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, তা সফল হয়নি। দুদক আইনে কোনো সমস্যা এখন আর নেই। তারা চাইলেই ধরতে পারেন। কিন্তু বড়দের ধরছেন না। আর দুদকে বিভাগীয় কর্মকর্তাদের বাইরে প্রশাসন থেকে উপরের পদে অনেকে আসেন। তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি।’’
পর্যবেক্ষক মহল মনে করেন, ‘‘সাম্প্রতিক ঘটনায় মানুষের মনে এই ধারণা জন্মেছে যে, দুদকের কাছে দুর্নীতিবাজরা সুরক্ষা পান।’’
মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সাধারণ সম্পাদক নূর খান দাবি করেন, ‘‘দুদকেই দুর্নীতি আছে। একজন এনামুল বাছিরের শাস্তি হয়েছে। এরকম আরো অনেক এনামুল বাছির আছেন দুদকে। তাহলে তারা দুর্নীতিবাজদের ধরবেন কীভাবে?’’
তিনি বলেন, ‘‘দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের অপসারণ প্রমাণ করে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে বরং দুদকে থাকা যায় না। এই ঘটনা দুদকের প্রতি দেশের মানুষকে আরো আস্থাহীন করেছে।’’
দুদকে হলমার্ক, বেসিক ব্যাংক, স্বাস্থ্য ও সেবাখাতে বড় বড় দুর্নীতির তদন্ত বছরের পর বছর ঝুলে আছে। পররাষ্ট্রমন্ত্রী ক্যানাডায় বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের সংখ্যা জানালে দুদক উচ্চ আদালতে সে ব্যাপারে তথ্য দিয়ে সন্তুষ্ট করতে পারেনি।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ বলেছিলেন, ‘‘এখানে যারা চাকরি করেন, তারা তো সবাই অন্য গ্রহ থেকে আসেননি। তারা কি সবাই ফেরেশতা? ফেরেশতা না। সমাজে আর আট-দশটি জায়গায় যা আছে, আমার এখানেও তাই।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করাই যাদের দায়িত্ব তাদের দুর্নীতি রুখবে কে? তবে দুর্নীতি দমন কমিশন বলছে, এ বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। তারা কখনই চায় না দুই-একজন কর্মকর্তা-কর্মচারীর কারণে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হোক।
গত কয়েক মাসে যারা বরখাস্ত
দুদক সূত্র জানায়, অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়। এ বছরও বিভিন্ন অভিযোগে দুদকের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে করা হয়েছে বিভাগীয় মামলা।
ঘুষ ও দুর্নীতির অভিযোগে সর্বশেষ গত ২০ জুলাই সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করে দুদক। গত ২৫ জুন দুদকের একজন মহাপরিচালকের পিএ ও সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর গৌতম ভট্টাচার্য, ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের কনস্টেবল মো. এমরান হোসেন এবং কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের গাড়ি চালক মো. সফিউল্যাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুদকের নামে ভয়ভীতি দেখানো বা হুমকি, ঘুষ লেনদেনসহ বিভিন্ন অভিযোগ ছিল।
ইতোপূর্বে সাবেক দুদক চেয়ারম্যান, দুদক কমিশনার, দুদক পরিচালক, উপপরিচালক সহ অনেকের দুর্নীতি ফাঁস হয়েছে। দুদকের এক আইনজীবির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। কথা হলো যে দুদক রয়েছে দুর্নীতি ধরার জন্য সে দুদকই যখন দুর্নীতিতে ধরাগ্রস্থ হয় তখন সে দুদককে দুর্নীতিমুক্ত করবে কে?
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেয়াজ, সরিষা, ধান এমনকি ভরা মৌসুমে আলুর নিম্নমানের বীজে মহা ক্ষতির মুুখে চাষিরা। বহুদিন ধরে বিভিন্ন কোম্পানীর বীজে প্রবঞ্চিত হবার পর এখন খোদ সরকারের প্রণোদনার বীজেও প্রতারিত কৃষক। কৃষিপ্রধান দেশে কৃষক ও কৃষিপণ্য নিয়ে এমন ছিনিমিনি খেলা আর কতদিন চলবে?
২২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৯৮ ভাগ মুসলমানের দেশে মুসলমানের সংজ্ঞা কতজন মুসলমান জানে? প্রকৃত মুসলমান না হয়ে শুধু বাহ্যিক মুসলমান দাবি কী অন্যায় নয়? মুসলমান মাত্রই পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে।
২১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিজিটালাইজেশনের নামে শিশু-কিশোরদের ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। দেশের ইন্টারনেট জগতে নিয়ন্ত্রণ না থাকায় শিশু-কিশোররা আক্রান্ত হচ্ছে অশ্লীলতায়। শিখছে অনৈতিকতা, বেহায়াপনা, হিংস্রতা। সরকারের উচিত- দ্রুত দেশের ইন্টারনেট জগতে কন্টেন্ট ফিল্টারিংয়ের ব্যবস্থা করা। বিশেষ করে শিশু কিশোরদের ইন্টারনেট আগ্রাসন থেকে বাঁচাতে পবিত্র দ্বীন ইসলাম উনার অনুশাসন প্রচার প্রসার করা।
২০ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতিবছর ২৫ লাখ বাংলাদেশী রোগী ভারতে গিয়ে ৬০ হাজার কোটি টাকা অপচয় করে এর পেছনে রয়েছে ভারতের মেডিক্যাল টুরিজমের ফাঁদ, এদেশের হাসপাতালের হিন্দুবাদী ডাক্তারদের ষড়যন্ত্র এবং কিছু লোকের অজ্ঞতা ও তথাকথিত স্ট্যাটাস প্রবণতা এবং হিন্দু বিদ্বেষী ঈমানী চেতনা না থাকা
১৯ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র দ্বীন ইসলাম পালন করা কী অপরাধ? সংবিধান কী পবিত্র দ্বীন ইসলাম পালনের সুযোগ দেয়নি? পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের মধ্যে কী বেপর্দা ও ছবির বিরুদ্ধে বলা হয়নি? তাহলে কী রাষ্ট্রযন্ত্রের উচিত নয়- ছবি না তুলে, বেপর্দা না হয়ে দ্বীনদার মুসলমানরা যাতে সাংবিধানিক সুযোগ পায় সে অধিকার সংরক্ষিত করা। প্রয়োজনে সংবিধান সংশোধন করা।
১৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবছর ২৫ লাখ বাংলাদেশী রোগী ভারতে গিয়ে ৬০ হাজার কোটি টাকা অপচয় করে এর পেছনে রয়েছে ভারতের মেডিক্যাল টুরিজমের ফাঁদ, এদেশের হাসপাতালের হিন্দুবাদী ডাক্তারদের ষড়যন্ত্র এবং কিছু লোকের অজ্ঞতা ও তথাকথিত ষ্ট্যাটাস প্রবনতা এবং হিন্দু বিদ্বেষী ঈমানী চেতনা না থাকা ভারতের সেবাদাস- পতিত সরকার ভারতের কুপরামর্শে- দেশের চিকিৎসাকে স্বয়ংসম্পূর্ণ, স্বচ্ছ ও সমৃদ্ধ হতে দেয়নি অবিলম্বে চিকিৎসা খাতকে সমৃদ্ধ এবং দুর্নীতি মুক্ত করতে হবে ইনশাআল্লাহ (প্রথম পর্ব)
১৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার রোবে, দোয়ার বরকতে- কুদরতীভাবে কমে যাচ্ছে ডলারের আধিপত্য বাংলাদেশের রিজার্ভ ডলারে রাখা উচিৎ নয়- এতে লাভ আমেরিকার মুসলিম বিশ্বে অভিন্ন মুদ্রা ব্যবস্থা বিশেষত মূল্যহীন কাগজী মুদ্রা বাদ দিয়ে সুন্নতী দিনার-দিরহাম মুদ্রা চালু করা আবশ্যক ইনশাআল্লাহ (তৃতীয় পর্ব)
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইসলামভীতি মোকাবেলায় জাতিসংঘে প্রস্তাব পাস’ হলেও কার্যকরী কিছুই হচ্ছে না ইসরাইলকে সহযোগিতা করতে আমেরিকায় ইসলামোফোবিয়ার বিস্তার আরো বাড়ানো হচ্ছে
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার রোবে, দোয়ার বরকতে- কুদরতীভাবে কমে যাচ্ছে ডলারের আধিপত্য বাংলাদেশের রিজার্ভ ডলারে রাখা উচিৎ নয়- এতে লাভ আমেরিকার মুসলিম বিশ্বে অভিন্ন মুদ্রা ব্যবস্থা বিশেষত মূল্যহীন কাগজী মুদ্রা বাদ দিয়ে সুন্নতী দিনার-দিরহাম মুদ্রা চালু করা আবশ্যক ইনশাআল্লাহ (দ্বিতীয় পর্ব)
১৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার রোবে, দোয়ার বরকতে- কুদরতীভাবে কমে যাচ্ছে ডলারের আধিপত্য বাংলাদেশের রিজার্ভ ডলারে রাখা উচিৎ নয়- এতে লাভ আমেরিকার মুসলিম বিশ্বে অভিন্ন মুদ্রা ব্যবস্থা বিশেষত মূল্যহীন কাগজী মুদ্রা বাদ দিয়ে সুন্নতী দিনার-দিরহাম মুদ্রা চালু করা দরকার ইনশাআল্লাহ (প্রথম পর্ব)
১২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদ্যদ্রব্যে অতিরিক্ত ভেজাল মিশ্রণে হুমকির মুখে ৪৫ কোটি মানুষ। ভেজাল খাবারে দেশব্যাপী চলছে নীরব গণহত্যা। ভেজাল দমনে সম্মানিত ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।
১১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ করতে প্যারেন্টাল কন্ট্রোল গাইড লাইন তৈরি করছে সরকার নিয়ন্ত্রনহীন ইন্টারনেট জগতে প্রবেশ করে অশ্লীলতা, হিংস্রতা ও অপসংস্কৃতিতে লিপ্ত হচ্ছে শিশু কিশোররা সরকারের উচিত হবে এই গাইডলাইনে দীর্ঘসূত্রিতা না রেখে তা ত্বরিৎ বাস্তবায়ন করা।
১০ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)