সুন্নত মুবারক তা’লীম
জানাযা নামাযের হুকুম-আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (২)
, ৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৮ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুন্নত মুবারক তা’লীম
পবিত্র জানাযার নামাযের নিয়ম
জানাযার নামায পড়ার পূর্বে মাইয়্যিতের ওলী বা অভিভাবককে জিজ্ঞাসা করতে হবে যে, মাইয়্যিতের কোন ঋণ আছে কি-না? যদি থাকে তাহলে সেগুলো কে এবং কিভাবে পরিশোধ করবে তা জানতে হবে। নামায ও রোযা কাযা আছে কি-না? যদি থাকে তাহলে তার কাফফারা দিতে হবে। সেটা কে বা কিভাবে আদায় করবে তা জানতে হবে।
(বিতরসহ দৈনিক ছয় ওয়াক্ত নামাযের কাফ্ফারা দিতে হবে। যত ওয়াক্ত নামায কাযা থাকবে তার প্রতি ওয়াক্তের জন্য এক ফিতরা পরিমাণ কাফফারা দিতে হবে। একইভাবে প্রতিটি রোযার জন্য এক ফিতরা। তবে প্রতি রোযা বা নামাযের জন্য ২ কেজি আটা বা ময়দা কিংবা তার সমপরিমাণ মূল্য দেওয়া আফদ্বল বা উত্তম)
অতঃপর বিজোড় সংখ্যায় কাতার করতে হবে। লোকসংখ্যা বেশি হলে মুকাব্বির থাকবে।
মাইয়্যিত পুরুষ না মহিলা, ছেলে না মেয়ে তা উপস্থিত মুছল্লীদেরকে জানিয়ে দিতে হবে। এভাবে বলতে পারে, মাইয়্যিত বয়স্ক পুরুষ/বয়স্কা মহিলা/নাবালিগ ছেলে/নাবালিগা মেয়ে।
যারা আরবীতে নিয়ত করতে পারেন তারা আরবীতে নিয়ত করবেন। যারা আরবীতে নিয়ত করতে পারেন না তারা বাংলাতে এভাবে নিয়ত করবেন- “ফরযে কিফায়া জানাযার নামায, চার তাকবীরের সাথে উক্ত ইমাম ছাহেবের পিছনে আদায় করার নিয়ত করছি। ” আল্লাহু আকবার।
তারপর ছানা পড়তে হবে। যাদের জানাযার নামাযের জন্য নির্ধারিত পবিত্র ছানা জানা আছে তারা সেই ছানাই পড়বেন। যদি জানা না থাকে তাহলে নামাযের মধ্যে পঠিত পবিত্র ছানা পড়লেও চলবে।
অতঃপর দ্বিতীয় তাকবীর হবে। সেই তাকবীরে কান পর্যন্ত হাত তুলতে হবে না। তারপর পবিত্র দরূদ শরীফ পড়বেন। যাদের জানাযার নামাযের জন্য নির্ধারিত পবিত্র দরূদ শরীফ জানা আছে তারা সেই পবিত্র দরূদ শরীফই পড়বেন। আর যাদের জানা নেই তারা নামাযের মধ্যে যে পবিত্র দরূদ শরীফ পাঠ করেন সেই পবিত্র দরূদ শরীফ পড়বেন। তারপর তৃতীয় তাকবীর হবে। সেই তাকবীরেও হাত উঠাতে হবে না।
অতঃপর দোয়া পাঠ করবেন। যারা দোয়া জানেন তারা সেই দোয়াই পাঠ করবেন। আর যারা জানে না তারা পড়বেন-
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَلَهٗ
আর মহিলা হলে,
اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَلَهَا
তারপর চতুর্থ তাকবীর হবে। সেই তাকবীরেও হাত তুলতে হবে না। এরপর সালাম ফিরানো হবে। ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত, বাম দিকে সালাম ফিরানোর সময় বাম হাত ছেড়ে দিবেন। তারপর কাতার ভঙ্গ করে সামনে আসবেন। ছওয়াব রেসানী করে মুনাজাত করা হবে।
পবিত্র জানাজা নামায সংক্রান্ত দু‘আ সমূহ:-
পবিত্র জানাযার নামাযের নিয়ত (পুরুষের)
نَوَيْتُ أَنْ أُوَدِّيَ لِلّٰهِ تَعَالٰى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلٰوةِ الْجَنَازَةِ فَرْضُ الْكِفَايَةِ الثَّنَاءُ لِلّٰهِ تَعَالٰى وَالصَّلٰوةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالدُّعَاءُ لِهٰذَا الْمَيِّتِ مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ.
মহিলা বা মেয়েদের বেলায়لِهٰذَا الْمَيِّتِ - এর স্থলে
لِهٰذِهِ الْمَيِّتِ বলতে হবে।
(১ম তাকবীর)
পবিত্র জানাযার নামাযের ছানা শরীফ:-
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالٰى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلَا اِلٰهَ غَيْرُكَ-
(২য় তাকবীর)
পবিত্র জানাযার নামাযের পবিত্র দরূদ শরীফ:-
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مَوْلٰنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِ سَيِّدِنَا مَوْلٰنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ وَسَلَّمْتَ وَبَارَكْتَ وَرَحِمْتَ وَتَرَحَّمْتَ عَلٰى سَيِّدِنَا اِبْرَاهِيْمَ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا اِبْرَاهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ.
অথবা পবিত্র দরূদে ইবরাহীম আলাইহিস সালাম অর্থাৎ নামাযের পবিত্র দরূদ শরীফও পাঠ করা যায়।
(৩য় তাকবীর)
পবিত্র জানাযার নামাযের দু‘আ (বালিগ / বালিগাদের জন্য) :
اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثٰنَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهٗ مِنَّا فَاَحْيِهٖ عَلَى الْاِسْلَامِ وَمَنْ تَوَفَّيْتَهٗ مِنَّا فَتَوَفَّهٗ عَلَى الْاِيْمَانِ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرّٰحِمِيْنَ.
পবিত্র জানাযার নামাযের দু‘আ নাবালিগ ছেলের জন্য
اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَّاجْعَلْهُ لَنَا اَجْرًا وَّذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَافِعًا وَّمُشَفَّعًا.
জানাযার নামাযের দু‘আ নাবালিগা মেয়ের জন্য
اَللّٰهُمَّ اجْعَلْهَا لَنَا فَرَطًا وَّاجْعَلَهَا لَنَا اَجْرًا وَّذُخْرًا وَاجْعَلْهَا لَنَا شَافِعَةً وَّمُشفَّعَةً.
(৪র্থ তাকবীর)
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ.
অর্থাৎ ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত, বাম দিকে সালাম ফিরানোর সময় বাম হাত ছেড়ে দিয়ে কাতার ভঙ্গ করে একত্রিত হয়ে ছওয়াব রেসানী করার পর হাত তুলে সম্মিলিতভাবে মুনাজাত করবে কেননা পবিত্র জানাযা নামাযের পর কাতার ভঙ্গ করে সকলে একত্রিত হয়ে হাত উঠিয়ে মুনাজাত করা খাছ সুন্নত মুবারক। দাফনের আগে ও পরে মুনাজাত করাও মহাসম্মানিত সুন্নত মুবারক।
এ প্রসঙ্গে বিস্তারিত জানতে, পাঠ করুন:- মাসিক আল বাইয়্যিনাত শরীফ : ১০১-১১১তম সংখ্যা)
পবিত্র ছওয়াব রেসানীর নিয়ম:
১. ইস্তিগফার (৩ বার),
২. পবিত্র সূরা ফাতিহা শরীফ (১ বার)
৩. পবিত্র সূরা ইখলাছ শরীফ (৩ বার)
৪. যে কোন পবিত্র দরূদ শরীফ (৫ বার)
অতঃপর মুনাজাতঃ
পবিত্র জানাযা সম্পর্কিত আরো কিছু জরুরী মাসয়ালা
মাসয়ালা:-১
অনেকগুলো লাশ একত্রে আসলে পৃথক পৃথক জানাযা নামায পড়াই উত্তম। তবে যদি সবগুলোর একত্রে জানাযা নামায পড়তে চায় তাও দুরস্ত আছে। কিন্তু তেমন অবস্থায় সবগুলো লাশের মাথা এমন ভাবে একদিকে রাখবে যেন ইমাম ছহিব প্রত্যেকটি মাইয়্যিতের সিনা বরাবর দাঁড়াতে পারেন।
যদি মহিলা, পুরুষ, নাবালিগ, নাবালিগা বিভিন্ন প্রকার মৃতের লাশ একত্রিত হয় তাহলে প্রথম পুরুষের, তারপর নাবালিগ ছেলেদের তারপর নাবালিগা মেয়েদের পরে মহিলাদের লাশ রাখবে।
মাসয়ালা:-২
পবিত্র জানাযার নামাযের জামায়াত আরম্ভ হওয়ার পর যদি কেউ এসে পবিত্র জানাযার নামাযে শরীক হতে চায়, তবে কাতারে দাঁড়িয়ে অপেক্ষা করবে। ইমাম ছহিব যখন আর একবার তাকবীর বলবেন তখন তাকবীরে তাহরীমা করবে।
ইমাম ছহিব সালাম ফিরালে পরে বাকী তাকবীর নিজে নিজে আদায় করবে। জানাযার লাশের সঙ্গে গমনকারীদের জানাযার পিছনে পিছনে যাওয়া মুস্তাহাব। ঘোড়া ও গাড়িতে আগে আগে যাওয়া মাকরূহ। জানাযার লাশের পিছে পায়ে হেঁটে যাওয়া মুস্তাহাব। জানাযার সঙ্গে যাওয়াতে অনেক ছওয়াব আছে কিন্তু যাওয়ার সময় উচ্চস্বরে পবিত্র দোয়া-কালাম পড়া মাকরূহ। কবরস্থানে হাসি-ঠাট্টা করা বা বাজে আলাপ করা মাকরূহ।
মাসয়ালা:-৩
ওলী অর্থাৎ অভিভাবক ব্যতীত অন্যের অনুমতিতে কেউ পবিত্র জানাযার নামায পড়লে ওলী ইচ্ছা করলে দ্বিতীয়বার জানাযার নামায পড়তে পারে। কিন্তু ওলী পড়লে অন্য আর কেউ পড়তে পারেনা। মৃত ব্যক্তির নিকটতম ওলী বা অভিভাবক যেমন পিতা বা পুত্র। তবে পিতার তুলনায় পুত্র বেশি হক্বদার।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মৃত ব্যক্তির কবরে তালক্বীন দেয়া খাছ সুন্নত মুবারক
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন মাথায় ব্যবহার করার সুন্নতী ‘কেনায়া’
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন কালোজিরা ও কালোজিরার তেল
০৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুন্নতী খাবার পরিচিতি
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জানাযা নামাযের হুকুম-আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী লিবাস ‘জুব্বা’
০৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র আযানের জবাব দেয়ার হুকুম-আহকাম ও খাছ সুন্নতী তারতীব মুবারক (১)
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার যব ও যবের রুটি
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে (নববর্ষ) বা নওরোজ পালন করা হারাম (৩)
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার ‘হাইস’
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার দৃষ্টিতে (নববর্ষ) বা নওরোজ পালন করা হারাম (২)
৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার “হারীসাহ
৩১ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)