কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেড়াই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতি
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী

কাঠের হিসাব:
কাঠ মাপার হিসাবকে অনেকে কঠিন মনে করে। কিন্ত কাঠ মাপার হিসাব একদম সহজ। শুধু কয়েকটি কথা মনে রাখলেই চলবে।
আপনি যদি কাঠের মাপ না জানেন তাহলে কাঠ ব্যবসায়ী আপনাকে ভুলভাল হিসাব দিয়ে অতিরিক্ত মুনাফা লুটতে পারে। অনেক কাঠ ব্যবসায়ী এরকমটা করে থাকে। ব্যবসায়ীরা এই চিটিং সহজেই করতে পারে, কারণ বেশিরভাগ মানুষ কাঠের হিসাব করতে পারেনা। তাই কাঠ ব্যবসায়ী যত কিউবিক ফিট (কেবি) বলে, মানুষ বিশ্বাস করে ততকিউবিক ফিট (কেবি) টাকা দিয়ে আসে। সবাই নয় কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে। যদি সচেতন হওয়া যায় তাহলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া কঠিন ছিল। আজকে আমরা জানবো কিভাবে চেড়াই কাঠ ও গোল কাঠের হিসাব করতে হয়।
চেড়াই কাঠের মাপ:
ছবি-১
চেরাই কাঠ পরিমাপ করা একদম সহজ। আপনি দুইটি সূত্র মুখস্ত রাখতে পারলেই চেড়াই কাঠ ও গোল কাঠের হিসাব করতে পারবেন। চেড়াই কাঠ পরিমাপের জন্য একটি সূত্র এবং গোল কাঠ পরিমাপ করার জন্য একটি সূত্র।
উপরের ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন। এখানে দৈর্ঘ্য ১০০ ফিট, প্রস্থ ১৪ ইঞ্চি এবং উচ্চতা বা পুরত্ব ২ ইঞ্চি রয়েছে। এখন সবগুলোকে গুণ করে ১৪৪ দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে এখানে কত কিউবিক ফুট বা ঘন ফুট কাঠ রয়েছে। এখন আসুন বাস্তবে হিসেব করে দেখি এখানে কতটুকু কাঠ রয়েছে।
(একটি জিনিস সব সময় মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং প্রস্থ ও উচ্চতা বা পুরত্ব হবে ইঞ্চিতে, না হয় হিসেব মিলবে না।)
সূত্র: (দৈর্ঘ্য দ্ধ প্রস্থ দ্ধ পুরত্ব ) স্ট ১৪৪ = কিউবিক ফিট বা কেবি
(দৈর্ঘ্য ১০০ ফুট দ্ধ প্রস্থ ১৪ ইঞ্চি দ্ধ পুরত্ব ২ ইঞ্চি ) স্ট ১৪৪
বা (১০০ দ্ধ ১৪ দ্ধ ২) স্ট ১৪৪
বা ২৮০০ স্ট ১৪৪
২৮০০ কে ১৪৪ দিয়ে ভাগ করলে হয় ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি প্রায়।
অর্থাৎ ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি কাঠ রয়েছে এখানে।
গোলাকার গাছের হিসাব:
ছবি-২
উপরের ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন।
এখানেও একটি জিনিস মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং গোলবেড় হবে ইঞ্চিতে।
সূত্র: (দৈর্ঘ্য দ্ধ গোলবেড়ি দ্ধ গোলবেড়ি) স্ট ২৩০৪ = কিউবিক ফিট বা কেবি
(দৈর্ঘ্য ৪০ ফুট দ্ধ ২০ ইঞ্চি দ্ধ ২০ ইঞ্চি) স্ট ২৩০৪
বা ( ৪০ দ্ধ ২০ দ্ধ ২০ ) স্ট ২৩০৪
বা ১৬,০০০ স্ট ২৩০৪
এবার ১৬,০০০ কে ২৩০৪ দিয়ে ভাগ করলে হয় ৬.৯৪।
অর্থাৎ ৬.৯৪ কিউবিক ফিট বা কেবি কাঠ আছে।
বিশেষ দ্রষ্টব্য:
গাছ যদি একদিকে মোটা ও অপরদিকে চিকন হয় তাহলে মাঝামাঝি গোলবেড়ির মাপ নিতে হবে বা মোটা অংশে একটি মাপ, মাঝে একটি মাপ এবং চিকন অংশে একটি মাপ নিয়ে গড় করতে হবে। যেমন: মোটা অংশ ৪০ ইঞ্চি, মাঝে ২০ ইঞ্চি এবং চিকন অংশ ১৪ ইঞ্চি মোট ৭৪ ইঞ্চি। অর্থাৎ ৪০+২০+১৪ = ৭৪ ইঞ্চি। এই ৭৪ ইঞ্চিকে ৩ দিয়ে ভাগ করে গড় বেড় করলে হবে ২৪.৬৭ ইঞ্চি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা বহু রোগের চিকিৎসা, করমচার উপকারিতা
২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বগুড়ার জঙ্গলে দৃশ্যমান মোঘল আমলের মসজিদ
২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অরবড়ই এর ঔষধি গুণ
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিলুপ্তপ্রায় ঘোগ নামের প্রাণীটি
২৫ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মঙ্গলগ্রহের যে নতুন তথ্য দিলো নাসা
২৩ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনার কিডনি কি সুস্থ আছে?
২৩ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়মিত বেল খাওয়ার উপকারিতা
২৩ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমুদ্রের গহীনে দেখা মিললো বিশ্বের সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণী
২৩ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিদ্ধ মিষ্টি আলু খেলে কী হয় শরীরে?
২২ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকাশে বিরল গ্রহ-চাঁদের মিলন: দেখা যাবে ‘স্মাইলি ফেস’
২১ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মস্তিষ্ক ভালো রাখতে বাদামের সঙ্গে খাবেন কোন খাবার
২১ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একটি এলাকার আর্দ্রতা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে বটগাছ
২০ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)