এথেন্সে মুসলিম শাসনের পাঁচটি স্মৃতি বিজড়িত স্থান
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী

তুরস্কের উসমানীয় শাসকরা ১৪৫৮ থেকে ১৮২১ সাল পর্যন্ত গ্রিস শাসন করেন। মুসলিম শাসকরা এ সময় এথেন্সে অসংখ্য স্থাপনা গড়ে তোলেন। গ্রিকদের ক্ষোভের বহিঃপ্রকাশ ও দীর্ঘদিন অতিক্রম করার পরও এখনো এথেন্সে বেশ কিছু মুসলিম স্থাপনা টিকে আছে। যা এথেন্সে গৌরবময় মুসলিম শাসনের স্মৃতি।
..................................................
বর্তমান গ্রিসের প্রায় পুরোটাই মুসলমানদের শাসনাধীন ছিল। তুরস্কের উসমানীয় শাসকরা ১৪৫৮ থেকে ১৮২১ সাল পর্যন্ত গ্রিস শাসন করেন। গ্রিসের রাজধানী এথেন্সও এর বাইরে ছিল না। মুসলিম শাসকরা এ সময় এথেন্সে অসংখ্য স্থাপনা গড়ে তোলেন।
তবে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে তুর্কি শাসনের অবসান ঘটায় গ্রিকরা। এরপর তারা এসব স্থাপনার বেশির ভাগই ধ্বংস করে ফেলে। গ্রিকদের ক্ষোভের বহিঃপ্রকাশ ও দীর্ঘদিন অতিক্রম করার পরও এখনো এথেন্সে বেশ কিছু মুসলিম স্থাপনা টিকে আছে, যা এথেন্সে গৌরবময় মুসলিম শাসনের স্মৃতির চিহ্ন বহন করছে। এথেন্স ছাড়াও উত্তর-পশ্চিম গ্রিসে, যেখানে সংখ্যালঘু মুসলিমরা বসবাস করে সেখানে মুসলিম আমলের কিছু প্রাচীন স্থাপনা টিকে আছে। নিম্নে এথেন্সে টিকে থাকা পাঁচটি গুরুত্বপূর্ণ মুসলিম স্থাপত্যের বর্ণনা তুলে ধরা হলো-
১. তিস্তারাকিজ মসজিদ:
এথেন্সের একটি বিখ্যাত মসজিদ তিস্তারাকিজ। এথেন্সের মোনাস্টিরাকি স্কয়ারে অবস্থিত মসজিদটি ১৭৫৯ খ্রিস্টাব্দে নির্মিত হয়। উসমানীয় গভর্নর মোস্তফা আগা তিস্তারাকিজের নামে মসজিদের নামকরণ করা হয়।
উসমানীয় সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত তিস্তারাকিজ মসজিদে নিয়মিত নামায হতো। ১৮২১ সালে গ্রিকদের দখলদারিত্বে চলে যাওয়ার পর মসজিদটিকে তারা বিভিন্ন সময় সেনাছাউনি, গুদামঘর, জেলখানাসহ বিভিন্ন কাজে ব্যবহার করেছে। বর্তমানে তা জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাঊযুবিল্লাহ!
১৮৩৯ থেকে ১৮৪৩ সালের মধ্যে কোনো এক সময় মসজিদের মিনারটি ধ্বংস করা হয়।
২. প্রাচীন মাদরাসার দরজা:
১৭২১ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল উসমানীয় আমলের এই মাদরাসাটি। এটি ছিল মুসলিম জনসাধারণের সামাজিক কেন্দ্র। প্রতিষ্ঠাকালে মাদরাসার একটি প্রশস্ত উঠান ও আবাসিক ভবন ছিল। তুর্কি শাসনের অবসান ঘটলে মাদরাসার বেশির ভাগই ধ্বংস করা হয়। পরবর্তী সময়ে মেরামত করে তা কারাগার হিসেবে ব্যবহার করা হয়। মাদরাসার মাঠে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হতো। একসময় কারাগারটি বন্ধ করা হয়। রোমান ধ্বংসাবশেষ অনুসন্ধানের জন্য খননকাজ করা হলে মাদরাসার স্মৃতিচিহ্নটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে শুধু মাদরাসার দরজাটিই টিকে আছে।
৩. ফাতেহি মসজিদ:
এথেন্সের প্রাচীন আগোরায় অবস্থিত ফাতেহি মসজিদ। তিস্তারাকিজ মসজিদের সঙ্গে এর দূরত্ব সামান্য। গ্রিস বিজয়ের নিদর্শন হিসেবে ফাতেহি মসজিদ নির্মাণ করা হয়। খ্রিস্টানরা অভিযোগ করে, মসজিদটি একটি খ্রিস্টান ব্যাসিলিকার (প্রার্থনাকক্ষ) ধ্বংসাবশেষের ওপর নির্মাণ করা হয়েছিল। কিন্তু তাদের দাবি সর্বৈব মিথ্যা। মুসলিম শাসনের অবসান ঘটলে মসজিদটি বিভিন্ন সময় বিদ্যালয়, সেনাছাউনি, কারাগার ও সামরিক বেকারি হিসেবে ব্যবহৃত হয়েছে। নাঊযুবিল্লাহ!
২০১০ সালে গ্রিক সরকার মসজিদটি পুরনো অবকাঠামোয় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০১৭ সালে তা পর্যটনকেন্দ্র হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
৪. তুর্কি গোসলখানা:
প্রাচীন আগোরার কাছেই এই তুর্কি গোসলখানা অবস্থিত। এথেন্সে তুর্কি আমলের এই একটি গোসলখানাই টিকে আছে। গোসলখানার নির্মাণকাল জানা যায় না। স্থানীয়দের কাছে এটি আবিদ আফেন্দি গোসলখানা নামে পরিচিত। মুসলিম আমলে গোসলখানায় নারী ও পুরুষ উভয়ে গোসল করতে পারত। তারা ভিন্ন ভিন্ন সময়ে গোসল করত। গ্রিক সরকারের তথ্যানুসারে ১৯৬৫ সাল পর্যন্ত স্থাপনাটি গোসলখানা হিসেবেই ব্যবহৃত হয়েছে। ১৯৯৮ সাল থেকে এটি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয়।
৫. ভেনিজেলজ ম্যানসন:
খ্রিস্টীয় ১৫ শতকে নির্মিত হয় ভেনিজেলজ ম্যানসন। এটি এথেন্সের প্রাচীনতম বাড়িগুলোর একটি। দ্বিতল বাড়িটি ১৯ শতকে সংস্কার করা হয় এবং বর্তমানে তা একটি ব্যক্তিগত জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটি এথেন্সে তুর্কি জীবনযাত্রার চিত্র তুলে ধরে। বাড়িটি উঁচু দেয়ালে ঘেরা। এর সামনে আছে ছোট চত্বর, একটি পানির কূপ ও ঝরনা। ২০১৭ সালে জাদুঘর হিসেবে বাড়িটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জার্মানিতে সাহরি ও ইফতার
৩০ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি
২৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নাসার টেলিস্কোপে দেখা গেল নেপচুনের মেরুপ্রভা
২৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (২)
২৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
২৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিউজিল্যান্ডে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২৬ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আমেরিকায় রোযাদারদের ইফতারে কি থাকে?
২৫ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কলকাতার ‘রমজান বাজার’-এর হরেক রকম ইফতার
২৫ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযা রেখে বাড়তি উপকার পেতে শরবতে এই ৪ উপাদান মিশিয়ে নিন
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাচীন মসজিদের অজানা ইতিহাস মিটফোর্ড ও নবাববাড়ী জামে মসজিদ
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইফতারে রাখতে পারেন শরবত-ই মোহাব্বত
২৩ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রমাদ্বান শরীফে নাইজেরিয়ানদের বিশেষ ইফতার ও সাহরী
২৩ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)