আমরা সেই দিনই হয়েছি শান্ত
-আহমদ আজিমা ফারহা
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সাদিস ১৩৯১ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) কবিতা
আমরা নারী জাতি, নারী কুল
ঘুণ ধরা সমাজের।
আমরা বলি,
আমরা সেই দিনই হয়েছি শান্ত
যেদিন জানিলাম আর্তনাদের ধ্বনিগুলো
আকাশে বাতাসে দুলিলো না;
সর্বহারা নারী জাতিদের দুঃখ-কষ্ট রহিলো না;
আমরা সেই দিনই হয়েছি শান্ত।
আমরা সেই দিনই হয়েছি শান্ত
যেদিন জানিলাম-
শয়নে-স্বপনে নারী সকল পুলকিত;
মায়া-মমতায় হৃদচেতনায়
এ ধরার বুকে শিহরিত।
খুশির আমেজ ঝিরিঝিরি হাওয়ায়
বহিয়া চলিলো হেথায় ,
কুল-মাখলুক্বাত পড়িলো ক্বাছীদা
শান্তি পেল সবাই।
আমরা সেই দিনই হয়েছি শান্ত
যেদিন কনকচাঁপা, রজনীগন্ধা,
গোলাপ, হাসনাহেনা
আরো যত ফুল, ফুটিল বাগানে
সুবাসে মাতিলো ধরণী ধারা।
সারা দুনিয়ার নারীকুলের আজ
খুশির বার্তা বহে
ভূলোকে-দ্যুলোকে যার জন্যে আজ
আনন্দে ফেটে পড়ে।
আসমান-যমীন পড়িলো ছানা
শুধু নয় পানিরাশি;
গাছপালা আর পশুপাখি যেন
খুশিতে রয়েছে সবি।
জান্নাতেরই মেহমান তিনি
ধরাতে আসিলেন যবে;
আর্ত হাহাকার শেষ হয়ে গেল
ফিরিলো শান্তি ঘরে।
আহলান সাহলান
নূরে নূরানী আম্মা হুযূর ক্বিবলা
আহলান সাহলান
নূরে হাবীবা আম্মা হুযূর ক্বিবলা
আহলান সাহলান
নূরে মাদানী আম্মা হুযূর ক্বিবলা
আহলান সাহলান
নূরে আলিমা আম্মা হুযূর ক্বিবলা।
আপনি আসিলেন ধরায়
মিটালেন তিয়াস
তৃষিত নারীকুলের;
জাগ্রত করিলেন সুন্নতী আমলের
মিটালেন বিভ্রান্তিপূর্ণ নারীবাদের।
কুফরী-শিরকী কুসংস্কারের
স্বাধীনতাকামী নারীবাদী
নষ্ট করিছে ঘুণ পোকার মতো
একে একে পরিবারের।
সমাজ ধ্বংস, দেশ ধ্বংস
জাতির ধ্বংসিছে অবশেষে;
মুসলিম নারী। হায় কোথায় হায়!
ধ্বংসিলো নিঃশেষে।
কোথায় পর্দা?
কোথায় লজ্জা?
জাত গেল রসাতলে!
স্বামী-সন্তান ধিক্কার দেয়
বেহায়া বেলাল্লাপানে।
মহান আল্লাহ পাক উনার আদেশ-নিষেধ
নারীবাদীরা বুঝিলো না।
গাফিল রইলো শয়তানী কাজে
নিষেধ মানিলো না।
শান্তি ওদের নেই তো জীবনে
যন্ত্রণাতে ভুগে
আত্মীয়স্বজন, ঘর-সংসার
মিছে কাঁদে আস্ফালনে।
সোনার মতো চকচকে ভেবে
মজেছে ক্ষণিকের তরে
ভাবিছে নারী এটাই সত্য
চলেছে মিথ্যার মোহে।
আমরা সেই দিনই হয়েছি শান্ত।
যেদিন বুঝেছি-
শান্তির বাণী প্রচারিছে অবলীলায়
ঘরের মেয়ে ঘরে ফিরেছে
স্বামী-সন্তানের আশায়।
যেদিন বুঝেছি-
পর্দায় থাকা নারীর ভূষণ বটে,
নূরানী মাদানী ‘মা’ আমাদের
শিখাচ্ছেন জনে জনে।
প্রগতিশীল নারীরা ঘর থেকে টানি
যেভাবে করেছে বের,
লাঞ্ছনা দিয়েছে শত নারীকে
অবমাননা করেছে দ্বীনের।
ঠিক সেভাবেই তিনি বাহির থেকে টানি
ঘরে আনিছেন নারীকে
আম্মাজী মোদের শান্তি দিয়েছেন
সুখ বহে ঘরে ফের।
যেদিন দেখিলাম
ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন,
মুয়াল্লিমা তিনি সাদরে মমতায়
শিখান সত্য দ্বীন।
শিখালেন তিনি নারী জাতিকে
মিথ্যাই মরীচিকা,
যেও না সে পথে ফিরে এসো সবে
সত্যই আলোর শিখা।
আমরা সেই দিন থেকে অবারিত ধারায়
রয়েছি শান্তিতে
সদাসর্বদা ব্যস্ত রয়েছি
আম্মাজীর ছোহবতে।
এসো মুসলিমারা
দাও সাড়া দাও
পিছে ফিরে চেয়ো নাকো;
‘আধুনিকতার’ নামে
আইয়্যামে জাহিলিয়াতে
আর ফিরে যেয়ো নাকো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শাহযাদায়ী নাম
০৪ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোনালী সকাল
০২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ত্বলায়াল শাহযাদা
২৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্বলায়াল শাহযাদা
২৭ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২২শে জুমাদাল ঊলা শরীফ
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শাহযাদা বেনিয়াজ
০১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিরল নিয়ামত
০৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসো মুসলিম দলে দলে হাবীবুল্লাহ উনার ছায়া তলে
০২ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহরুল আ’যম
২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহামহিম ৭ই শরীফ
২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিছবতে মুসকান
১১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেরি মা
১১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)