ইয়া সাইয়্যিদা আম্মাজি
অভাগা সদা কাতরায়
এই জিন্দেগী যে বৃথা
যদি না পাই আপনায়।
সর্বহারা হয়ে এসেছি
কুবরায়ী হুজরায়
আড়াল থেকে মালিকা
দিশা দানুন ইশারায়
ইয়া সাইয়্যিদা অ াম্মাজি
অভাগা সদা কাতরায়।
গালিজ মাখা হৃদয় নিয়ে
হতাশ অতিমাত্রায়
কত যে অপরাধ মোর
ক্ষমা চাইছি এ যাত্রায়
ইয়া সাইয়্যিদা আম্মাজি
অভাগা সদা কাতরায়।
কবে হবে তরক্কি আমার
মুছিবত উতরায়
মক্ববুল করুন মেরি মা
সকল ভূল-ত্রুটি শুধরায়
ইয়া সাইয়্যিদা আম্মাজি
অভাগা সদা কাতরায়।
ইশকের সাগরে আশিক
যেমন সর্বদা সাতরায়
তেমন নছীব গড়তে রোজ
অসহায় দিন গুজরায়
ইয়া সাইয়্যিদা আম্মা বাকি অংশ পড়ুন...
চাহি শাহী রাজি চাহি শাহী রাজি
চাহি শাহী রাজি আম্মাজী....
দরূদ সালাম পাক ভেজি
চাহি শাহী রাজি....
মুবারক দরোজাতে শুন্য দু'হাতে
করি যে আরজি.....
শাফিয়া নাজ উম্মে শাহবাজ
(বেশাক) সুন্নি শিরোতাজ
ঘুঁচিয়ে লাজ রসমি রেওয়াজ
(আমায়) বানান সরফরাজ
ইশকি সিরাজ ইশকি মিরাজ
হোকনা বিরাজ কুবরাজি
নূর কারুকাজ নূরানী সাজ
দিলে দানুন দারাজি
চাহি শাহী রাজি....
মায়াবী মুহাব্বতে পাক মুলাকাতে
ডেকে নিন আজি
চাহি শাহী রাজি চাহি শাহী রাজি
চাহি শাহী রাজি আম্মাজী....
শাহে জাহান শাহে মারজান
(বিলকুল) হাদিয়ে জামান
খাস দয়া-দান চায় দায়িমান
(তামাম) জীন পরী ইনসান
নছীব জাগা বাকি অংশ পড়ুন...
যিনি দফেন সকল চূ-চেরা
তিনিই ধ্বসান মুনাফিকদের ডেরা
ও আমার আম্মাজী সেরা
ও আমার আম্মাজী সেরা
সেরা সেরা আম্মাজী সেরা
রসূলী নূরেতে রন ঘেরা।
তাজদীদী রোবে জাহেলি ভবে
পর্দা পুশিদাতে জেগেছে সবে
সুন্নি গৌরবে আরব-অনারবে
হবেই মহান বিজয় আবারও হবে
শাহী তাশরীফে ঘুঁচলো যে খরা
শাহী তা'রীফে বেকারার এই ধরা
ও আমার আম্মাজী সেরা
ও আমার আম্মাজী সেরা।
সাইয়্যিদা শানে দোনো জাহানে
দিপ্তি ছড়ান সদা নিজ দয়া দানে
মুবারক বয়ানে ইতমিনান আনে
প্রাণে জাগে জজবা সব প্রাণে প্রাণে
আজ দিশা পেলো দিশেহারা
আজ তাকবীরে জোরেশোরে নারা
ও আমার আম্মাজী সেরা
ও আমার বাকি অংশ পড়ুন...
সভ্যতার বড়াই আজ করছে যারা
তারাই ছিল মূলতঃ অসভ্য,
মুসলমানগণই শিখিয়েছেন
যা আজ পরিশীল ও সুসভ্য।
সহস্রাব্দের পুরানো ইতিহাস
শত শত মাদ্রাসা জামিয়া শরীফ,
ক’জন মুসলিম জানে এ বিষয়,
করেনা তারা স্বজাতির তা’রীফ!
এ জাহানের সকল কোনা
যাদের ছোঁয়ায় পেলো পূর্ণতা,
কজন জানে, মুসলমান উনারাই
প্রবর্তন করেন নগর সভ্যতা।
শুমারী, শুল্ক, বয়স্ক ভাতা
নিত্য নতুন নাগরিক সৌকর্য,
অথচ সবই ছিলো পুরাতন বিধি
মুসলিম খিলাফতেরই ঔদার্য।
মুসলিম সভ্যতা চুরি করে আজ
সভ্য সেজেছে মুশরিক কাফের,
ইতিহাসই বলে, জানতো না তারা
সাধারণ রীতি নীতি শৌচকর্মের।
নিজের ইতিহা বাকি অংশ পড়ুন...
সূর্যমুখী ফুলের মতো
হবো আমি শায়েখমুখী।
চির জীবন কাটাবো আমি
উনার নূরানী ছূরত দেখি।
দূরে ছুটে যাবো না কভু
থাকবো শুধু উনাতে মিশি।
অন্তঃকাল রবো আমি
মামদূহ-আহাল উনাদের পাশাপাশি।
চাঁদ হয়ে গো ওই সূর্য হতে
পাবো যে, আলোক দিবা-নিশি।
সেই আলোতেই দেখে নিবো
হাবীবী-রববী নাজরাশি।
এই জীবনের চাবিকাঠি
দিয়েছি মম পিতারে সপি।
শিশু হয়ে ঘুরবো যে আমি
মামদূহ মামদূহ জপি।
উনার ক্বদমে শির রাখিবো
তিনি যে মোর মহামুনীব।
উনার ক্বদম চুমেই বাঁচিবো
এটা যে মোর মহানছীব।
উনার মুবারক জুব্বাতে
লুকিয়ে রবো যে অনুক্ষণ।
ছোট থেকে বড় হবো আমি
উনার ¯েœহেই প্ বাকি অংশ পড়ুন...
ফরিয়াদ ভেজি আক্বা
প্রতিটি মুনাজাতে,
আবাদুল আবাদ যেন
থাকি আপনার নিসবতে।
যেখানেই পা ফেলি
হয়ে যায় চোরাবালি,
সুখ ভেবে বারেবার
দুঃখকে ছুঁয়ে ফেলি।
দামানে ধূলি যদি
থাকে আমার আখিতে,
হতাশার করিডোরে
কে পারে বাঁধিতে?
মুবারক পরশ চাই
অধমের রুহুতে,
আবাদুল আবাদ যেন
থাকি আপনার নিসবতে।
বাকি অংশ পড়ুন...
মু’মিনী দিল রয় বিলকুল উজালা
বেমেছাল স্মৃতিময় শানে কারবালা।
ত্যাগী মহিমায় উঠে ফুটে হাক্বীক্বত
খোদায়ী খায়ের হেথা হুরমত
ইনফাক্ব ফি ছাবীলিল্লাহ কেবল
আউওয়াল আখিরে শানে কারবালা।
মাল ছামান ফের জান ও কুরবান
উজার রহে হরদম সম্মান
লিল্লাহিয়াতেই চাহে ইহা কেবল
নূরী রুহু কামিয়াব শানে কারবালা।
ইমামুছ ছালিছ কামালে কামাল
যুগ যুগান্তরে তিনিই উজাল
যবিহুল্লাহ হয়ে রন তিনি কেবল
চমকেন হরদম শানে কারবালা।
ইমামী আহাল ছোহবতে উজার
ইলাহী ইশকে সবেই বেক্বারার
মাক্ববুলুল্লাহ উনারা কেবল
কায়িনাত জুড়ে শানে কারবালা।
হাবীবী লখতে জিগারী দেহে বাকি অংশ পড়ুন...
ময়দানে কারবালারই
ইতিহাস শুনি মুসলমান
হুসাইনি মায়ায় মোদের প্রান
দূর্বারে রয় আগুয়ান ॥
ইতিহাস শুনি মুসলমান
ইতিহাস শুনি মুসলমান
হাজারো চিঠিতে কুফিয়ান
ইমামজীকে করে আহবান
জালিম ইয়াজিদ করে ছলনা
জুলুম করতে হটেনা
দেখ মুমিন মুসলমান
ইতিহাসের সত্য লিখন ॥
ইয়াজিদ আহলে নবীকে
কারবালায় রাখে আটকে
হায় পানিরও পিপাসায়
ইমাম পরিবার কাতরায়
পাশেই ফোরাতের পানি
ইয়াজিদ দেয়না করিতে পান ॥
হযরত ক্বাছীম বিন হাসান
জিহাদের মাঠে চলে যান
বীর বাহাদুর যুদ্ধেই গুলজার
বেঈমান নাশেন বেশুমার
কাফিরদের গুপ্ত হামলায়
শহীদী শরাব করিলেন পাণ ॥
ঐ নকশায়ে নব বাকি অংশ পড়ুন...












