মুজাদ্দিদ আ’যম শাহ সুলত্বান আল্লাহর খলীফা,
রসূলে পাক উনার আওলাদ তিনি মাখলুকাতের শিফা।
তিনি সত্যপথের দীপ্ত নাবিক
নাশ করে দেন তাগুতি অনিক
রওশন দিয়ে করেন আশিক
রাহে ইলাহীর বীর পথিক।
তিনি মন্দা টুটাতে ইসলামে দেন পরিপাটি
ছোহবতে উনার গড়াইয়া দেন আক্বীদা আমল খাঁটি।
ঐ পথ ভোলারা পাইছে পথ
আর হেরে না বক্র নথ
সুস্থ করেন গুনাহর ক্ষত
দেখি সুন্নতী মুহি শরাফত।
ঐ পাক মামদূহ’র কদম পাকেই ইহসানে আবিদিন,
উনার ফায়েজেই ফায়দা পায় ক্বওমে মুসলিমীন।
দস্ত উনার বিরাজমান
হরহামেশা রুহিস্তান
উনার তাবেই কাসিন্দার
ন্যায্য লভে ভাগ্য পার।
জিন্দেগী পা বাকি অংশ পড়ুন...
সুমহান ৯ই সিয়ামে
প্রাণ খুলে বলো সবে উচ্ছ্বাসে-
খোশ আমদেদ! খোশ আমদেদ!! খোশ আমদেদ!!!
আহলান-সাহলান জান্নাতী মেহমান
মুবারক তাকবীর ধ্বনিতে বলি সবে মারহাবা, শাহযাদা আক্বাজান
জোর আওয়াজের সেই মুবারক ধ্বনিতে মুখরিত তামাম জাহান
জান্নাত হতে দেখ যমীন মাঝে আজ
খলীফাতুল উমামের তাশরীফী নাজ।
আপনার মুবারক তাশরীফে খুশি স্বয়ং রসূল ও খোদা
উনাদেরই নিবিড় নিসবতে রহেন, ক্বাবা ক্বওছাইনি আও আদনা
আপনি নাহি রয়েছেন এক নিমিশের তরে জুদা
রয়েছেন মিশে দায়িমী উহাতে, ছোহবতে সদা।
হে খলীফাতুল উমাম শাহযাদা আক্বাজান
গভীর আবেগে আপনার স্নেহের পরশ চাহনে গোলাম, বাকি অংশ পড়ুন...
গরীবে নেওয়াজ গর্বিত তন
শাহযাদা আমিনীন,
তিনি আল্লাহ পাক উনার শাহী আযহার
সাইয়্যিদী আমিরীন।
তিনি বাহরুল ইলিমে উলুল
লাদুন্নীর পয়গামে,
তিনি বদরুল আশিকে রসূল
ইলহামী আঞ্জামে।
শাহী আতমাম খলীফাতুল উমাম
বিশ্বেই খ্যাতিয়ান,
তিনি জিন্দবাদ আবাদুল আবাদ
শুনে হে মুসলমান।
পুরো কায়িনাত ওনার ইশায়াত
নিজামে শাবিস্তান,
দাপটে উনার খিলাফত আবার
রইছে তেজিস্তান।
তিনি শাহযাদা নহেন কো যুদা
হতে কভু রাব্বানা।
তিনি ফাহমিদা কামিয়াব সদা
রসূল উনার রায়হানা।
তিনি সাইয়্যিদ গুলে তামজীদ
জযবাহী দুর্বার,
তিনি তো অহুদ, তিনি তো শহুদ
তরক্কীর মনি হার।
ত বাকি অংশ পড়ুন...
শাহযাদা শাহযাদা বলে
জপি যত বার,
নির্ঝরণ, সমীরণ বহে
হৃদয় মাঝার ॥
তিনি দৃপ্ত শপথের
দৃষ্টান্ত মহান,
তিনি অসীম দয়ার
খোদ ইহসান।
তিনি মামদূহ’র রওশনে
গুলে বাহার ॥
সারা কায়িনাত মাঝে হন
শ্রেষ্ঠ যুবা,
তিনি অক্ষয় ক্বিবলার
শ্রেষ্ঠ কাবা।
তিনি বীর যোদ্ধা নব
আলী হায়দার ॥
বিশ্ব মুসলিমের তিনি
মুক্তির দিশা,
যালিমের ভীতি সঞ্চারী
আযীমি বাদশাহ!
খোদায়ী শানে নূরী শান
শাহযাদা আক্বার ॥
-মুহম্মদ সাঈদুজ্জামান শ্যামল।
বাকি অংশ পড়ুন...
খোদায়ী বলে বলীয়ান মোরা
হটবোনা কভু পিছু,
কাপুরুষ হয়ে কাফির সমীপে
করবনা মাথা নিচু।
সত্যের জয় হবেই হবে
একথা আছে জানা
জীবন যাক তবুও শোন
বিপথে যেতে মানা।
কালাম পাকে জানিয়েছেন খোদা
আমরাই বিজয়ী সৈনিক
জিসিমে রয়েছে উষ্ণ রক্ত
আমরাই চির নির্ভীক।
রসূল মোদের শিখিয়ে দিয়েছেন
কুরআন সুন্নাহর বিধান
আমরাই করব সত্য প্রচার
হক্বের পথে আহবান।
বাকি অংশ পড়ুন...












