“৫৪ বছরের বিবাদ এক ফিঙ্গারপ্রিন্টে সমাধান” শীর্ষক খবর সরকারকে আমলে নিতে হবে ডিজিটাল তো বটেই স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারকে প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট ভিত্তিক আইডির প্রচলন করতে হবে ইনশাআল্লাহ
, ১৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ রবি’ ১৩৯১ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
খবরটির দিকে আমাদের দৃষ্টি বিশেষভাবে নিবদ্ধ হয়েছে। এ দৃষ্টিটা সবার চোখে আটকালে আরো অনেক ভালো হতো। বিশেষ করে খবরটি আমলে নিয়ে তার প্রতিফলন ঘটালে সরকার বাহাদুরের জন্য একটা সত্যিকার বাহাদুরির কাজ হতো বটে। “গতকাল প্রকাশিত ৫৪ বছরের বিবাদ এক ফিঙ্গার প্রিন্টে সমাধান” শীর্ষক খবরে প্রকাশ,
৫৪ বছর আগে বিক্রি হওয়া জমি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে চাচা-ভাতিজা। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। সামান্য কথা থেকে বিবাদ মারামারিতে গড়ায়। এভাবে কৃষক পরিবার দুটি বিভিন্ন সময় মামলা-মোকদ্দমায় গিয়েও সমাধান খুঁজে পায়নি। ভাতিজার অভিযোগ, জালিয়াতির মাধ্যমে তার বাবার জমি আত্মসাৎ করেছেন চাচা। অন্যদিকে চাচা ওই জমি কিনে নেওয়ার প্রমাণ হিসেবে একটি দলিল উপস্থাপন করেন। তবে মামলার তদন্তভার পেয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে বিবাদমান বিরোধের সমাধান হয়েছে বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান মামলাটি তদন্তের কথা জানিয়ে তিনি বলেন, আদালত সিআইডিকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়ার পর যাবতীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়া হয়েছে। তদন্তে বিবাদীর দলিল ও দলিলে থাকা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের পর দেখা যায় জমিটি আগেই তার কাছে বিক্রি করা হয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গাজীপুরের সদর এলাকার লাবিব উদ্দিন ও ইনাম উদ্দিন দুই ভাই। লাবিব উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে মুহম্মদ নজরুল ইসলাম (৫০) অভিযোগ করেন, তার বাবার পৈতৃক সম্পত্তি হিসেবে পাওয়া ৯ শতাংশ জমি তার চাচা ইনাম উদ্দিন হস্তান্তর করেননি। লাবিব উদ্দিনের মৃত্যুর পর ইনাম উদ্দিন অন্য লোককে লাবিব উদ্দিন সাজিয়ে নিজে দলিল গ্রহীতা হিসেবে একটি দলিল তৈরি করে ৯ শতাংশ জমি আত্মসাৎ করেছেন।
নজরুল ইসলাম এই অভিযোগ নিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামলায় তার চাচা ইনাম উদ্দিন, চাচাতো ভাই মুহম্মদ জহিরুল ইসলাম ও মুহম্মদ আবু বকর (৪৫) নামে এক ব্যক্তিকে আসামি করেন।
মামলাটি আদালত সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়ার পর বাদীর বাবা লাবিব উদ্দিনের টিপসই পরীক্ষার জন্য আদালতে পাঠায়। পরে ওই দলিল ও টিপসই পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক শাখায় পাঠায়। সিআইডির হস্তরেখা বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখতে পান আলোচিত ৯ শতাংশ জমির দাতা হিসেবে দেওয়া আঙুলের ছাপ বাদীর বাবা লাবিব উদ্দিনেরই।
প্রণিধানযোগ্য বিষয় ফিঙ্গারপ্রিন্ট এমন এক নির্ভরযোগ্য বিষয় যে তা শুধু ৫৪ বৎসর নয় ৫৪০ বৎসরও অক্ষুন্ন থাকে। এটাই অধিক বাস্তব সম্মত এবং অধিক বিজ্ঞান সম্মত। ছবি পরিবর্তনশীল। কারণ, ব্যক্তির চেহারা শুধু বয়স ভেদেই নয়, স্বাস্থ্য পরিবেশ তথা নানা পরিক্রমায় পরিবর্তনশীল হয়।
সর্বোপরি সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে ছবি তোলা সম্পূর্ণ হারাম ও কবিরাহ গুনাহ হওয়ায় তা দ্বীনদার, পরহেজগার মুসলমানের জন্য মারাত্মক ও মর্মান্তিক পীড়ার কারণ হয়। বুখারী শরীফের এক হাদীস শরীফই এক্ষেত্রে যথেষ্ট। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ঐ ব্যক্তির যে ছবি তোলে বা আঁকে। উল্লেখ্য মুসলমানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর এবং চিন্তার বিষয় কিয়ামত। সেই কিয়ামতে সবচেয়ে কঠিন শাস্তির কাজ ছবি তোলাতেই যদি মুসলমানকে বাধ্য করা হয় তবে কি রাষ্ট্র, সংবিধান মুসলমানকে দ্বীনি অধিকার দিয়েছে বা দিচ্ছে?
অথচ বিষয়টি নিয়ে যে আলোচনা আরজি উঠে নাই, দাবী দাওয়া তোলা হয় নাই তাও কিন্তু নয়।
বিশেষত রাজারবাগ শরীফের ছিলছিলা ভূক্ত মুরীদ-মোতাকেদ এবং বিভিন্ন আনজুমান থেকে দীর্ঘদিন যাবত সোচ্চার কণ্ঠে এ বিষয়ে জোরদার দাবী জানিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে মহিলা আনজুমানে আল বাইয়্যিনাতের দাবী সারা বিশ্ব মিডিয়ায় তুমুল সাড়া ফেলেছে।
মহিলা আনজুমান কর্তৃক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলা হয়েছে, “উপরন্তু ছবিকে সনাক্তকরণের মাধ্যম করায় অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে, এবং নিরাপরাধ লোক নির্যাতিত হচ্ছে। যেমন- ২০১৯ সালে আলোচিত জাহালম নামক এক ব্যক্তির কথা আপনাদের মনে থাকার কথা। ব্যাংক জালিয়াত সালেকের সাথে চেহারায় মিল থাকায় যিনি ৩ বছর বিনা অপরাধে জেল খেটেছিলেন।
সনাক্তকরণে ছবির ব্যর্থতায় তাই আধুনিক যুগে তাই বহুল ব্যবহৃত পদ্ধতি হয়ে উঠেছে বায়োমেট্রিক পদ্ধতি। প্রযুক্তি নির্ভর এ পদ্ধতিতে সনাক্তকরণ প্রায় শতভাগ নির্ভুল। বায়োমেট্রিক তথা ফিঙ্গার প্রিন্ট পদ্ধতিতে সনাক্তকরণে কখনই দুই ব্যক্তির মধ্যে মিল পাওয়া যায় না। বয়স বা শারীরিক অবস্থার সাথেও এই পদ্ধতিতে কোন তারতম্য ঘটে না। ”
এতসব বিজ্ঞান সম্মত কথাও যদি সরকার গ্রহণ করতে ব্যর্থ হয় তবে সরকারকে ‘স্মার্ট বাংলাদেশ’ শ্লোগান তো বটেই এমনকী ডিজিটাল বাংলাদেশ শ্লোগানও পরিত্যাগ করতে হবে। পাশাপাশি জনগণের সরকার এ দাবী থেকেও সরে আসতে হবে। উপরন্তু সরকার সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাও প্রত্যাহার করতে হবে। কারণ সাংবিধানিকভাবে রাষ্ট্রদ্বীন ইসলাম। আর সরকারের নির্বাচনী অঙ্গীকার: “কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ হবে না”- তাও ভঙ্গকারী হবে। তাতে করে সরকার ক্ষমতায় থাকার অধিকারই শুধু হারাবে না বরং সংবিধান বিরোধী ও রাষ্ট্রদ্রোহী হিসেবে প্রমানিত হবে।
সুতরাং সরকারকে নিজের নূন্যতম ভাল এবং জনগণের কল্যাণ চাইলে অবিলম্বে ফিঙ্গার প্রিন্টের প্রচলন করতে হবে। ছবিযুক্ত আইডি কার্ড বাতিল করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশে মিডিয়াগুলো ইহুদীদের অদৃশ্য ইশারায় দেশে পবিত্র দ্বীন ইসলাম উনার বিরূপ পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। বাংলাদেশের মুসলমানদের উচিত- দেশের সব মিডিয়া বর্জন করে আলাদাভাবে সম্মানিত ইসলামী মিডিয়া গঠন করা।
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশের জন্য মারাত্মক হুমকী স্বরূপ আরাকান আর্মিকে এক্ষুনি প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে সাড়ে ৩ কোটি শুধু শিশুই সিসার বিষক্রিয়ায় আক্রান্ত এবং সব প্রাপ্ত বয়স্করাও ক্ষতিগ্রস্থ সিসার ক্ষতি থেকে বাঁচতে সুন্নতী তৈজসপত্র ব্যবহার এবং আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের জিনিস ক্রয়ে নিবেদিত হতে হবে ইনশাআল্লাহ
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাব্যার্থ অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীকে আরো ক্ষমতা দিয়ে প্রতিকার পাওয়া যেতে পারে
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানী তেলের দাম এক্ষুনি কমাতে হবে ইনশাআল্লাহ
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনেক কিছু করার প্রচারনা চালালেও জিডিপি এবং দেশের উন্নয়নের মূল ভিত্তি অর্থনীতির লাইফ লাইন এসএমই উদ্যোক্তাদের জন্য অন্তর্বর্তী সরকার কিছুই করছে না
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: রাষ্ট্রদ্বীন ইসলাম, মুসলমানের দ্বীনি অধিকার, পবিত্র দ্বীন ইসলাম উনাকে পালনের আবহ এবং রাষ্ট্রযন্ত্রের দায়।
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিঙ্গাপুর, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ বাংলাদেশেও বিভিন্ন মহলে ইসকন নিষিদ্ধের দাবী জোরদার হচ্ছে, সংস্কারের দাবীদার সরকার কী করে নির্বিকার থাকতে পারে?
১৯ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাপকভাবে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও হয়রানী জান-মাল এবং সম্মান হিফাজতে সরকারকে এক্ষুনি পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাচারকৃত ১৭ লাখ কোটি টাকা ফেরত আনতে শামুকের মত ধীর গতি বরদাশতের বাইরে
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সোনার বাংলার আরেক সোনালী অর্থনীতি- মৎস্য সম্পদ এর সমৃদ্ধির সুফল জনগণের হাতে যথাযথভাবে তুলে দিতে হবে ইনশাআল্লাহ
১৭ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছুটির দিনেও ঢাকার বাতাস এখন জীবনের জন্য হুমকিস্বরূপ নারিকেল দ্বীপ বাঁচানোর মিথ্যা প্রচারণার আগে সত্যিকার অর্থে ঢাকাকে বাঁচাতে হবে। ইনশাআল্লাহ!
১৭ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)