‘চিকিৎসা না পেলে ছেলেটা আর বাঁচবে না’-এ আশংকা আহত জাহেদুলের পিতার
, ৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জয়পুরহাট সংবাদদাতা:
আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জাহেদুল। আহত হয়ে জীবন কাটছে বাড়ির চার দেয়ালের মধ্যে। ফলো আপ চিকিৎসার জন্য সিএমএইচএ যাওয়া জরুরি। কিন্তু এ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা যাওয়ার টাকাও নেই।
অভাবের তাড়নায় জাহেদুল আলম লেখাপড়া রেখেই ঢাকা গিয়েছিলেন, চাকুরি করে সংসারের হাল ধরবেন বলে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে পেটে ও পায়ে গুলি লেগে অবশেষে ফিরলেন আহত হয়ে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর গ্রামের দিনমজুর আব্দুল জলিলের ছেলে জাহেদুল ইসলাম (২১)। তিন ভাইয়ের মধ্যে সবার বড় জাহেদুল। ২০২২ সালে গ্রামের পাশে দুপচাঁচিয়া কারিগরি কলেজ থেকে এইচএসসি পাশ করে আবার ওই কলেজেই অনার্সে ভর্তি হন। কিন্তু অভাবের সংসারে দিন যেখানে চলে না সেখানে কলেজেও যাওয়া হয় না।
দিনমজুর বাবা-মায়ের কষ্ট দেখে বিবেকের তাড়নায় লেখাপড়া রেখেই ছয় মাস আগে ঢাকা চলে যান চাকুরি করতে। যাত্রাবড়ি এলাকায় প্যাকেজিং ফ্যাক্টরীতে কার্টুন তৈরির কাজ নেন। বাবা আব্দুল জলিল (৬০) ও মা হাসনা বেগম (৫৩) ছেলে চাকুরি করছে. এতে খুশি হয়েছিলেন খুব। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না।
এদিকে নিজের লেখাপড়া থেমে গেলেও জাহেদুল স্বপ্ন দেখতেন চাকুরির টাকা থেকে ছোট দুই ভাই শিহাব প্রামানিক (১৯) ও জিসান প্রামানিক (১৭) কে ভালো করে লেখাপড়া শিখিয়ে বড় করবেন, যাতে তারাও চাকুরি করে স্বাবলম্বী হতে পারে। জাহেদুলের সেই আশা যেন আশাই থেকে গেল।
বিছানায় শুয়ে থাকা অসহায় জাহেদুল বাঁচার আকুতি নিয়ে কথা বলেন তখন তাঁর দু’চোখ পানিতে ভিজে যাচ্ছিল। জাহেদুল জানান, ৫ আগস্ট অফিস খোলা থাকায় সেখানে গিয়ে শুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই আনন্দে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আনন্দ মিছিল বের হলে আমিও সেই মিছিলে যোগ দেই। পুলিশ হঠাৎ হামলা শুরু করে। এ সময়ে জাহেদুলের পেটে দুটি ও দুই পায়ে দুটি মোট চারটি গুলি লাগে। পেটে লাগা গুলি পায়ুপথের নিচ দিয়ে মূত্রথলি ছিঁড়ে বের হয়ে যায়। এ অবস্থায় তাকে প্রথমে সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুলি বের করে ব্লাডার ইনজুরির অপরেশন করে সফল না হলে চিকিৎসকরা তাকে অন্য ওয়ার্ডে শিফট করে।
টানা ১৫দিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে নিয়ে চারদিন আইসিইউতে রাখা হয়। গত ২২ আগষ্ট সেখানে তার ব্লাডার ইনজুরির সফল অপারেশন হয়। এজন্য ১৪ দিন তাকে আবারো আইসিইউতে থাকতে হয়। এক মাস ১৭ দিন উন্নত চিকিৎসা দিয়ে সরকারি খরচে জাহেদুলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বাড়ি এসে তার জটিলতা বেড়ে যায়। ঠিকমত খেতে ও প্রস্তাব করতে পারছেন না। সব সময় ব্যথা হয়। রাতে ঘুম হয় না। সমস্ত শরীর ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে। পরিবারের পক্ষে গুরুতর আহত জাহেদুলের চিকিৎসা করার মত সামর্থ্যও নেই । ফলে ছেলের চিকিৎসা ও পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে দিনমজুর বাবা আব্দুল জলিলকে। তার দুশ্চিন্তার যেন শেষ নেই।
এ অবস্থায় সেনাবাহিনীর ডাক্তারদের তত্ত্বাবধানে সিএমএইচ হাসপাতালে এক মাস ১৭ দিন চিকিৎসা শেষে অক্টোবরের ৪ তারিখে জাহেদুল গ্রামের বাড়ি আসেন। এক মাস পর তাকে আবারো চিকিৎসা নেওয়ার জন্য সিএমএইচ হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়।
কিন্তু বাড়ি আসার পর থেকে জাহেদুল ঠিকমত খাবার খেতে পারছে না । তার শরীর শুকিয়ে যাচ্ছে। চলাফেরা করতে না পারায় বাড়ির চার দেয়ালের মধ্যে সারদিন বিছানায় শুয়ে দিন কাটছে তার। ছোট ভাই শিহাব প্রামানিক অভাবের সংসারে তেমন লেখাপড়া করতে পারেনি। দিনমজুরের কাজ করে যা আয় হচ্ছে তাই দিয়ে কোন মতে চলছে সংসারের খরচ।
জাহেদুল বলেন, হাসপাতালেই ভালো ছিলাম। বাড়ি আসার পর কিছু খেতে পারছি না। শরীর খুবই দুর্বল। কথা বলতেও কষ্ট হচ্ছে। সংসারে আমিই ছিলাম একমাত্র ভরসা। কিন্তু অসুস্থতার কারণে আমিই এখন সংসারের বোঝা হয়ে গেলাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম হাসপাতালে দেখতে এসে ৫০ হাজার টাকা দিয়েছিলেন। এছাড়া সমন্বয়কদের সংগঠন জুলাই ফাউন্ডেশন থেকে ৫০ হাজার সহায়তা পেয়েছি মাত্র। এরপর আর কোন সহযোগিতা মেলেনি। তেমন কেউ খোঁজ খবরও করে না। দরিদ্র বাবার পক্ষে আমার চিকিৎসা মেটানো সম্ভব নয়। ঢাকায় যে আবার চিকিৎসা নিতে যাব,অ্যাম্বুলেন্স ভাড়া করার মত সামর্থতো আমাদের নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘হাসিনার বিচারের পর নির্বাচন’
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘কষ্টোত শুরু হইল হামারগুলার নয়া বছর’
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদার ইসরায়েলি আগ্রাসনে গাজার জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপসংস্কৃতির থার্টি ফার্স্ট নাইটে ৯৯৯ নম্বরে ১১৮৫ অভিযোগ
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত ও কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-অপসংস্কৃতির থার্টি ফার্স্ট অনুষ্ঠানে যুবক খুন -আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওবায়দুল কাদের ৩ মাস পর কীভাবে পালালো, প্রশ্ন নিহত মুগ্ধর বাবার
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনামগঞ্জে মসজিদ দখলের প্রতিবাদে মানববন্ধন
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাণিজ্য মেলার প্রস্তুতি সারা বছর ধরেই চলবে -প্রধান উপদেষ্টা
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাঠ্যবই ছাপাটা এবার যুদ্ধের মতো, কবে সব দিতে পারবো জানি না -শিক্ষা উপদেষ্টা
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘দেড় দশকে বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে’
০২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)