‘আপনারা টাকা ফিরিয়ে নেন, আমার ছেলেকে ফিরিয়ে দেন’, নিহত শাওনের বাবার আর্তনাদ
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পাঁচ ভাইবোনের মধ্যে মেধাবী শাহাদাত হোসেন শাওন দিনমজুর বাবার পরিবারে যেন আশার আলো হয়েই জন্মেছিলেন। ছেলেকে নিয়ে ষাটোর্ধ্ব বাছির ও তার পরিবারের স্বপ্নও ছিলো অনেক বড়।
কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার সময়টুকু পর্যন্ত তিনি পেলেন না। মাত্র চৌদ্দ বছর বয়সে ৫ আগস্ট পুলিশের গুলিতে তার স্বপ্নের অকাল মৃত্যু ঘটে।
শেখ হাসিনার পতনের পর নগরীর যাত্রাবাড়ী এলাকায় হাজারো উৎফুল্ল মানুষের সাথে আনন্দ মিছিলে অংশ নিয়েছিলেন শাওন। কিন্তু ফিরলেন লাশ হয়ে ।
শাহাদাত হোসেন শাওন ঢাকার পশ্চিম ধোলাইপাড় এলাকার বাসিন্দা বাছির আলম ও শামছুন নাহার বেগমের কনিষ্ঠ পুত্র।
প্রত্যক্ষদর্শী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র হামিম বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের খবর শুনে যাত্রাবাড়ী এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তিনি বলেন, আমি এবং আমার চাচাতো ভাই হাজার হাজার লোক নিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে ধোলাইপাড় থেকে পায়ে হেঁটে যাত্রাবাড়ী গিয়েছিলাম। আমরা যখন যাত্রাবাড়ী পৌঁছালাম, তখন দেখি যাত্রাবাড়ী থানা ভবনের ছাদ থেকে দুই পুলিশ সদস্য এলোপাতাড়ি গুলি ছুঁড়ছে।
গত ১৭ জুলাই থেকে রাস্তায় বিক্ষোভে থাকা হামিম বলেন, পরিস্থিতি এতটাই খারাপের দিকে গিয়েছিলো যে, এক পর্যায়ে তার চাচাতো ভাই তাকে ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে আমরা যখন ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করছিলাম, তখন দেখি শাওন মাথায় গুলিবিদ্ধ হয়ে ফ্লাইওভারের ওপর পড়ে আছে। একজন পুলিশ সদস্য শাওনকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে। প্রথমটির লক্ষ্য ব্যর্থ হলেও দ্বিতীয়টি হাতে এবং তৃতীয়টি তার মাথায় বিদ্ধ হয়।
পরে অন্যদের সহায়তায় হামিম শাওনকে উদ্ধার করে দয়াগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাওনের বাবা বাছির বলেন, ‘আমার কোনো টাকার দরকার নেই। বরং আমি আরও টাকা দেবো এবং আমার যা কিছু আছে তাও দেব। তবু দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন। আমি আর কিছুই চাই না। কেবল ছেলেকে চাই। আমার শাওন আমাকে আবার বাবা ডাকলে আমার হৃদয় জুড়িয়ে যাবে। আমি শান্তি পাবো’।
বাছির আরও বলছিলেন, আমাকে অনেকেই বলছেন, ‘অনেক টাকা পাবেন’। আমি তাদের বললাম, ‘এই টাকা দিয়ে আমি কি করব? আপনারা টাকা ফিরিয়ে নেন, আমার ছেলেকে ফিরিয়ে দেন। আমি আরো টাকা দেবো, তবু আপনারা আমার ছেলেকে ফিরিয়ে আনুন।
আর্থিক সংকটের কারণে ডাক্তারের কাছে যেতে পারছেন না উল্লেখ করে শাওনের বাবা বাছির বলেন, আমার স্ত্রীও খুব অসুস্থ। শাওন আমাদের ছেড়ে যাওয়ার পর থেকে সেও ঘুমাতে পারে না। সে বুকের ব্যাথায় ভুগছে।
তিনি বলেন, তাদের প্রতিদিন চার থেকে পাঁচশ টাকার ওষুধ লাগে। ব্যথার জন্য মাসে যে একটি ট্যাবলেট লাগে তার দাম ১,২০০ টাকা। আমাদের তেমন কোন চাওয়া নেই। কেবল চাই আমার ছেলের নৃশংস হত্যাকা-ে জড়িত ব্যক্তিদের বিচার হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ সীমান্তে ভারতের অতিরিক্ত বিএসএফ মোতায়েন
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুলিশের দুর্বলতায় রাজধানীতে বেপরোয়া ছিনতাই চক্র
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জন্মহার ও গড় আয়ু কমের তালিকায় শীর্ষে দক্ষিণ কোরিয়া
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসছে শৈত্যপ্রবাহ, জেনে নিন কবে থেকে
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিপাকে ২৫টি গ্রাম, ৭ কোটির ব্রিজ রেখে চম্পট ঠিকাদার!
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৮
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেই ট্রাইব্যুনালে তাদেরও বিচার শুরু হয়ে গেছে -রফিকুল ইসলাম
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাথমিক বিদ্যালয়ে কর্মঘণ্টা বাড়ানোর সুপারিশ করবে কমিশন
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আ’লীগ খুনের মতো পৈশাচিক খেলায় মাতোয়ারা -ফখরুল
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এতো মানুষ জীবন দেয়নি -আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)