‘অদ্ভুত’ আগুনে ঘরছাড়া পরিবার, আতঙ্কে গ্রামবাসী!
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
- চাঁদপুর সংবাদদাতা:
‘অদ্ভুতভাবে’ লাগা আগুনে ঘরছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব দায়ছারা গ্রামের এক পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, দায়ছারা গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন পাটওয়ারীর দুটি ঘরে আগুন লেগে কিছু সময় পরে আবার নিভে যায়।
হঠাৎ দিনের আলোতে পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সামনে এমন ঘটনা ঘটছে। কখনও আসবাবপত্রে, কখনও জামা-কাপড়ে, কখনও ঘরের চালে, এমনকি ফ্রিজেও লেগেছে আগুন। এমনিভাবে পার হয়েছে প্রায় ৭ থেকে ৮ মাস।
কী কারণে আগুন লাগছে এর কোনো রহস্য কেউ বলতে পারেনি।
এই অগ্নিকা-ে বর্তমানে সপরিবারে ঘরের বাইরে অবস্থান করছেন শাহাদাত হোসেন পাটওয়ারী। এদিকে অদৃশ্য আগুন আতঙ্কে গ্রামবাসীও।
প্রতিবেশী কামরুল হাসান বলেন, রাতে আগুন লাগে না। আর আগুনে কোনো আসবাবপত্র পুরোটা পুড়ে যায় না। আংশিক পুড়ে যায়। আবার কিছু সময় পরে নিভে যায়।
গ্রামের প্রবীণ বাসিন্দা ফজলুল করিম ও মান্নান খান জানান, এমন আগুন লাগার ঘটনা কখনো দেখিনি। শাহাদাত পাটওয়ারী ঘরের ফ্রিজেও আগুন লেগেছে। কেউ দেখতে গেলে তাদের গায়েও আগুন লাগে। বিভিন্ন চেষ্টা করেও পরিবারটি রেহাই পাচ্ছে না।
সবশেষ গত ১৪ ডিসেম্বর আগুন লাগে বলে তথ্য দেন স্থানীয় নোয়াব আলী বাড়ির এমরান হোসেন। সেই তথ্য দিতে গিয়ে তিনি জানালেন, শাহাদাত পাটওয়ারীর ঘর থেকে আসবাবপত্র নিয়ে মসজিদেও রাখা হয়। সেখানেও আগুন লাগে।
পাশের রামদাসের ভাগ গ্রামের ওসমান খান ও ফয়সাল জানান, এই ঘটনা জানতে পেরে আমরা দেখতে এসেছি। এই পরিবারের করুণ এই দৃশ্য দেখতে অনেকেই আসছেন। আবার অনেকে আতঙ্কে ওই বাড়িতে প্রবেশ করেন না। কারণ, ঘরের ভেতরে প্রবেশ করার পর শরীরের আগুন লেগে যায় অনেকের।
স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান আমরুল বলেন, আমাকে শাহাদাত হোসেনের বাড়ির পাশে বেশি সময় থাকতে হয়। কারণ এখানে আমার একটি পোলট্রি খামার আছে। গত ৭-৮ মাস আগ থেকেই এই আগুনের ঘটনা। আমরা বহুবার আগুন লাগার পরে বাড়িতে গিয়েছি। কিন্তু আগুনের কোনো সূত্রপাত খুঁজে পাইনি।
ভুক্তভোগী শাহাদাত হোসেন পাটওয়ারী বলেন, আমি গত ৭-৮ মাসে আগুনের ঘটনায় খুবই খারাপ অবস্থায় আছি। আমার বয়স ৭০ বছরের বেশি। আগুনের ঘটনা থেকে রক্ষা পেতে বহুভাবে চেষ্টা করেছি। কিন্তু রেহাই মিলছে না। বেশি কথা বলতে পারি না। আমি সকলের দোয়া চাই।
এমন অদ্ভুত ঘটনার বিষয়ে কথা হয় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও ফায়ার সার্ভিসের কর্মকর্তার সঙ্গে।
আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গ্রাহক প্রতিনিধি (পরিচালক) আলী আজম রেজা জানান, ওই বাড়িতে তার উপস্থিতিতেই আগুন লাগার ঘটনা ঘটেছে এবং এসব অগ্নিকা-ে বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয় জড়িত নয়।
তিনি বলেন, ঘটনাটি পূর্বে থেকে শুনে আসছি। প্রথমে বিশ্বাস করি না। কিন্তু আমি নিজে যখন গিয়ে দেখলাম এবং আমাদের সামনে আগুন লাগার ঘটনা ঘটে। তখন থেকেই বিশ্বাস করেছি। বৈদ্যুতিক কোনো সমস্যা আছে কিনা সেটিও আমি পরীক্ষা করিয়েছি। বিদ্যুৎ সরবরাহ শতভাগ সঠিক। এই পরিবারটি এখন খুবই অসহায়। গ্রামবাসীও আতঙ্কে রয়েছেন। বিষয়টি সরকারি সংশ্লিষ্ট দপ্তরকে অনুসন্ধান করে দেখার অনুরোধ করছি।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল হাসান বলেন, গত ১২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে শাহাদাত পাটওয়ারীর বাড়িতে আগুন লাগলে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পেয়েছি। ওই বাড়ির অনেক কিছুতে আগুনে লেগেছে বলে জানতে পারি। কিন্তু কোন অদৃশ্য কারণে এই আগুন কেউই বলতে পারছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা সুযোগের
১৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের সঙ্গে বৈষম্যবিরোধীদের দূরত্ব, ছাত্র প্রতিনিধি বাড়ানোর পরামর্শ
১৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘুষ ছাড়া সেবা মেলে না শেবাচিম হাসপাতালে!
১৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বায়ু দূষণ : ঢাকার অবস্থা কী?
১৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ সরকারের চেয়েও দ্রুত পরিশোধ করা হচ্ছে আদানির পাওনা!
১৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদ্য অধিদপ্তরের চাল নামিদামি কোম্পানির বস্তায় ভরে বিক্রি!
১৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান
১৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানহীন বিদেশি পণ্যের কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে প্রশ্ন
১৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ নেতা বাচ্চুকে আটকের পর ছেড়ে দিলো ডিবি
১৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টেলিকম খাতেও সালমান সিন্ডিকেট, লুটে নেয় সাড়ে ৭ হাজার কোটি টাকার সুবিধা
১৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর -ড. ইউনূস
১৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কিভাবে রাজনীতি করার কথা বলে বুঝি না -সালাহউদ্দিন
১৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)