সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ
হায়াতুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুত্তালা’ আলাল গ্বয়িব, আল হাদ্বির ওয়ান নাযির, আল মুবাশশির, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংশ্লিষ্ট মহাসম্মানিত ও মহাপবিত্র আইয়্যামুল্লাহ শরীফ ১০খানা
, ১৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
(৭)
মহাসম্মানিত ও মহাপবিত্র হিজরত মুবারক: দুনিয়াবী দৃষ্টিতে মহাসম্মানিত ও মহাপবিত্র ৫৩ বৎসর বয়স মুবারকে মহাসম্মানিত ও মহাপবিত্র ১লা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) লাইলাতুল খমীস শরীফ (বৃহস্পতিবার) গভীর রাতে। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ খাদ্য-সামগ্রী অর্থাৎ টাকা-পয়সা দিয়ে আর্থিকভাবে শরীক থাকার জন্য স্বপ্নযোগে সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মুবারক
বিশিষ্ট বুযূর্গ, আরিফ বিল্লাহ, মহান আল্লাহ পাক উনার মাহবূব ওলী হযরত শায়েখ ঈসা ইবনে হাসান ইবনে বাকরী ইবনে আহমদ বায়ানূনী শাফিয়ী নকশাবন্দী মুহম্মদী রহমতুল্লাহি আলাইহি (বিলাদত শরীফ ১২৯০ হিজরী শরীফ : বিছাল শরীফ ১৩৬২ হিজরী শরীফ) উনার সম্পর্কে উনার নাতী মুহম্মদ আবুল ফাত্হ বায়ানূনী তিনি বলেন,
كَانَ مِنْ عَادَةِ الْـجَدِّ حَضْرَتْ اَلشَّيْخِ عِـيْسَى الْـبَيَانُوْنِـىِّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ اَنْ يَّـحْتَفِلَ بِـمُنَاسَبَةِ الْمَوْلِدِ النَّبَوِىِّ الشَّرِيْفِ سَنَوِيًّا بِاِقَامَةِ وَلِـيْمَةِ طَعَامٍ مَفْتُوْحَةٍ لِلْمُحِبِّـيْـنَ عَامَّةً يَـحْضُرُهَا الْفُقَرَاءُ وَالْاَغْنِيَاءُ يُـنْـفِقُ فِـيْهَا تَـقْرِيْبًا كُلَّ مَا يَـمْلِكُ مِنْ مَّالٍ فِـىْ تِلْكَ الْاَيَّامِ ثُـمَّ مَرَّتْ عَلَيْهِ سَنَةٌ ﻻَ يَـمْلِكُ فِـيْهَا شَـيْـئًا يُـنْفِقُهٗ فِـىْ هٰذِهِ السَّبِيْلِ فَرَكِـبَهُ الْـهَمُّ الْكَـبِـيْـرُ وَالْـحُزْنُ الشَّدِيْدُ عَلـٰى اِضْطِرَارِهٖ اِلـٰى تَغْيِـيْـرِ عَادَتِهٖ وَفَرْحَتِهٖ وَاَخَذَ يَـبْكِـىْ بُكَاءَ الْاَطْفَالِ كُلَّمَا قَرَبَتِ الْمُنَاسَبَةُ حَتّٰـى اَثَرَ ذٰلِكَ عَلـٰى صِحَّتِهِ الْعَامَّةِكَمَا ذَكَرَ لِـىَ الْوَالِدُ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ وَلَـمْ يَكُنْ بِـاِمْكَانَاتِـهِمُ الْمَادِّيَّةِ مُسَاعَدَتُهٗ فَعَمَّ الْـحُزْنُ جَـمِيْعَ مَنْ حَوْلَهٗ وَقَبْلَ الْمَوْعِدِ الْمُعْتَادِ لِلْحَفْلَةِ بِـيَوْمَـيْـنِ اَوْ ثَلَاثَةِ قُرِعَ بَابُ الْـبَيْتِ الَّذِىْ كَانَ يَسْكُـنُهٗ دَاخِلَ مَسْجِدِ اَبِـىْ ذَرٍّ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ فِـى الْـجُبَيْلَةِ فِـىْ سَاعَةٍ مُتَاَخِّرَةٍ مِّنَ اللَّيْلِ فَخَرَجَ اَحَدُ اَبْنَائِهٖ يَفْتَحُ الْبَابَ فَفُوْجِئَ بِرَجُلٍ مَعَهٗ دَابَّةٌ مُـحَمَّلَـةٌ بِاَلْوَانِ الطَّـعَامِ وَاَخَذَ يُفْرِغُ الْـحَمُوْلَةَ قَائِلًا هٰذَا لِسَيِّدِنَا حَضْرَتْ اَلشَّيْخِ عِيْسٰى رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فَـتَعَجَّبَ الْـجَدُّ مِـمَّا يُـحَدِّثُ وَاَلْقٰى عَلَيْهِ لِبَاسَهٗ وَخَرَجَ مُسْرِعًا مُسْتَفْسِرًا عَمَّا يَـجْرِىْ وَلَـحِقَ بِالشَّخْصِ وَقَدْ عَادَ وَتَعَرَّفَ عَلَيْهِ وَعَرَّفَهٗ تَاجِرًا مَعْرُوْفًا مِنْ تُـجَّارِ حَلَبَ وَسَاَلَهٗ عَمَّا فَعَلَ مُتَعَجِّبًا فَقَالَ لَهٗ يَا شَيْخُ وَاللهِ اِنِّــىْ لَـمْ اَرَى النَّبِـىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنَامًا فِـىْ عُمْرِىْ كُلِّهٖ اِﻻَّ هٰذِهِ اللَّيْلَةِ فَرَاَيْتُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَخَذَ يُعَاتِـبُنِـىْ عِتَابًا شَدِيْدًا قَائِلًا لِـىْ يَا فُلَانُ كَـيْفَ تَسْتَطِـيْعُ النَّوْمَ فِـىْ بَيْتِكَ وَالشَّيْخُ عِيْسَى الْبَيَانُوْنِـىُّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ يَبْكِـىْ ﻻَ يَنَامُ لِاَنَّهٗ ﻻَ يَـجِدُ مَا يُنْفِقُهٗ كَعَادَتِهٖ عَلـٰى حَفْلِ رَبِيْعِ الْاَوَّلِ قَالَ فَاسْتَيْقَظْتُ سَعِيْدًا بِرُؤْيَتِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَـمْ اَعِدْ اَسْتَطِيْعُ النَّوْمَ وَاَيْقَظْتُ جَارًا لِـىْ عِنْدَهٗ دَابَّةٌ حَـمُوْلَةٌ وَاَخَذْتُهٗ اِلـٰى مَتْجَرِىْ وَاَحْضَرْتُ لَكَ مَا اَحْضَرْتُ فَتَاَثَّرَ الْـجَدُّ بِـهٰذِهِ الرُّؤْيَا الْكَرِيْـمَةِ الَّتِـىْ فَرَجَتْ عَنْهُ هَـمًّا وَغَمًّا رَكِـبَهٗ مُنْذُ مُدَّةٍ وَاسْتَبْشَرَ بِـهَا خَـيْـرًا وَعَمِلَ طَعَامًا عَلـٰى عَادَتِهٖ فِـىْ لَيْلَةِ الْمَوْلِدِ الشَّرِيْفِ وَاسْتَمَرَّ عَلَيْهَا حَتّٰـى وَفَاتِهٖ فِـى الْمَدِيْنَةِ الْمُنَوَّرَةِ وَتَـمَّ دَفَنُهٗ فِـىْ رَوْضَةِ الْبَقِيْعِ
অর্থ: “সম্মানিত দাদা হযরত শায়েখ ঈসা বায়ানূনী রহমতুল্লাহি আলাইহি উনার আদত বা অভ্যাস মুবারক ছিলো, প্রতি বছর মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে বিশেষভাবে খাবারের ব্যবস্থা করে মেহমানদারী করার মাধ্যমে মাহফিল মুবারক করা। সুবহানাল্লাহ! এই মাহফিল মুবারক মুহাব্বতকারী সকলের জন্য উন্মুক্ত ছিলেন। সেখানে ধনী-গরীব সকলেই উপস্থিত হতেন। বিগত দিনসমূহে তিনি যতো সম্পদ উপার্জন করতেন, তার প্রায় সবই মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষে খরচ করে ফেলতেন। সুবহানাল্লাহ! অতঃপর উনার এমন একটি বছর আসলো যে, এই রাস্তায় অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষে খরচ করার মতো উনার নিকট কোনো কিছুই ছিলোনা। ‘উনার আদত প্রতি বছর মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে বিশেষভাবে খাবারের ব্যবস্থা করে মুহিব্বীন-আশিকীন, ধনী-গরীব সবাইকে মেহমানদারী করার মাধ্যমে মাহফিল মুবারক করা এবং খুশি মুবারক প্রকাশ করা’ উনার অনিচ্ছা সত্ত্বেও উনার এই আদত মুবারক এবং খুশি মুবারক প্রকাশের বিষয়টি এ বছর পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ এ বছর তা করা যাচ্ছে না বিধায়, অনেক বড় চিন্তা এবং কঠিন দুঃখ, কষ্ট, বিষণœতা উনাকে আচ্ছন্ন করে ফেলে। উপলক্ষ অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক উনার সময় যতোই নিকটবর্তী হচ্ছিলেন, ততোই তিনি বাচ্চা শিশুর মতো কান্না করছিলেন। এমনকি উনার শরীরে (চেহারায়) চিন্তার ছাপ ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছিলেন; যেমনটি আমার সম্মানিত পিতা রহমতুল্লাহি আলাইহি তিনি আমার নিকট বর্ণনা করেছেন। কিন্তু (জাময়্যিাতুল মাওলিদ সংগঠনের সদস্যগণ) উনারাও উনাকে আর্থিকভাবে সহযোগীতা করতে সক্ষম ছিলেন না। দুঃখ, কষ্ট, বিষণœতা উনার চারপাশের সবাইকে আচ্ছন্ন করে ফেলে। মাহফিল মুবারক উনার নির্দিষ্ট সময়ের দুই অথবা তিন দিন পূর্বে গভীর রাতে জুবাইলার ‘মসজিদে আবী যর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু’ উনার যেই বাড়িতে তিনি থাকতেন সেই বাড়ির দরজার কড়ায় নাড়া পড়লো। দরজা খোলার জন্য উনার একজন ছেলে বের হলেন। তখন উনাকে এক ব্যক্তি অবাক করলেন, যাঁর সাথে বিভিন্ন ধরণের খাদ্য-দ্রব্যসহ একটি পশু ছিলো। ঐ ব্যক্তি খাদ্য-দ্রব্য নামাতে নামাতে বলছিলেন, এটা হযরত শায়খ ঈসা রহমতুল্লাহি আলাইহি উনার জন্য। (মুহম্মদ আবুল ফাত্হ বায়ানূনী তিনি বলেন,) দাদা ঐ ব্যক্তির কথা শুনে আশ্চর্য হয়ে পোশাক পরিধান করে সংঘটিত বিষয় সম্পর্কে ব্যাখ্যা চাওয়ার জন্য দ্রুত বের হয়ে ঐ ব্যক্তির নিকট আসলেন এবং (উনাকে নিয়ে ঘরে) ফিরে এসে উনার পরিচয় জানতে চাইলেন। ঐ ব্যক্তি পরিচয় দিলেন যে, তিনি হালবের একজন বিখ্যাত ব্যবসায়ী। (দাদা) আশ্চর্য হয়ে ঐ ব্যক্তি যা করেছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন ঐ ব্যক্তি দাদাকে বললেন, ‘হে শায়খ! মহান আল্লাহ পাক উনার ক্বসম! এই রাত্র ব্যতীত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমি আমার জীবনে কখনো স্বপ্নে দেখিনি। আমি (আজ রাতে) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখেছি যে, তিনি আমাকে অত্যন্ত কঠিনভাবে তিরস্কার করে বলছেন, ‘হে ব্যক্তি! তুমি কিভাবে তোমার বাড়িতে ঘুমাতে পারো? অথচ শায়খ ঈসা বায়ানূনী রহমতুল্লাহি আলাইহি তিনি কান্না করছেন, ঘুমাতে পারছেন না। কেননা উনার অভ্যাস অনুযায়ী তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ) মাসে যে মাহফিল মুবারক করতেন তাতে খরচ করার জন্য কোনো কিছু পাচ্ছেন না। ’ ঐ ব্যক্তি বলেন, অতঃপর আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখে সৌভাগ্যবান হিসেবে ঘুম থেকে জাগ্রত হই। আমি পুনরায় ঘুমাতে সক্ষম হইনি। এরপর আমি আমার এক প্রতিবেশীকে জাগ্রত করলাম যার নিকট ভারবাহী পশু ছিলো। আমি তাকে নিয়ে আমার ব্যবসাকেন্দ্রে গিয়ে যা প্রস্তুত করতে পেরেছি, তা আপনার জন্য নিয়ে এসেছি। এই সম্মানিত স্বপ্ন মুবারক দ্বারা দাদা প্রভাবিত হলেন। এই স্বপ্ন মুবারক উনার দীর্ঘ দিন ধরে বহন করা দুঃখ-কষ্টকে দূর করে দিলো। সুবহানাল্লাহ! এই স্বপ্ন মুবারক উনার কারণে তিনি অত্যন্ত খুশি হলেন। আর তিনি উনার অভ্যাস অনুযায়ী মাওলিদ শরীফ উনার রাতে অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনার রাতে খাদ্য প্রস্তুত করে বিশেষ মাহফিল মুবারক উনার ইন্তিজাম করেন। মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ-এ উনার বিছাল শরীফ পর্যন্ত তিনি মাওলিদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার রাতে ওলীমাহ্ বা মেহমানদারির ব্যবস্থা করার বিষয়ে ইস্তিকামত থাকেন। সুবহানাল্লাহ! মহাসম্মানিত ও মহাপবিত্র জান্নাতুল বাক্বী শরীফ-এ উনার দাফন সম্পন্ন করা হয়। ” সুবহানাল্লাহ!
-মুহাদ্দিছ মুহম্মদ আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক ক্বায়িম হওয়ার অর্থই হলো দুনিয়ার যমীন ইনছাফ দ্বারা পরিপূর্ণ হয়ে যাওয়া
০৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মুজাসসাম মুবারক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমত মুবারক উনার নূরের আলোতে পুরো পবিত্র হুজরা শরীফ আলোকিত হওয়া
০৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সময়টা হচ্ছে সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক প্রতিষ্ঠিত হওয়ার নির্দিষ্ট সময়
০২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছায়া মুবারক ছিলেন না (৫)
০২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি হযরত যায়িদ বিন হারেছাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বেমেছাল মুহব্বত মুবারক
০১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধ ভাই সাইয়্যিদুনা হযরত মাসরূহ্ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস মুবারক
০১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছায়া মুবারক ছিলেন না (৪)
০১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক উনার গুরুত্ব এবং আবশ্যকতা
৩১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছায়া মুবারক ছিলেন না (৩)
৩১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারকই হচ্ছেন মুসলমান উনাদের একমাত্র শাসন ব্যবস্থা
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছায়া মুবারক ছিলেন না (২)
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্ মুবারক উনার পরিচিতি
২৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)