স্লোগানে স্লোগানে প্রকম্পিত সারাদেশ, রাজপথে শিক্ষার্থী-জনতা
-জাবি শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা -রাস্তায় নামলেন রিকশাচালকরা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান -কুমিল্লায় বিক্ষোভকারীদের উপর গুলি, গুলিবিদ্ধ ৬ -শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন -সিলেটে পুলিশের গুলি-টিয়ারশেল, আহত অনেক
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৪ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে,’ ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান, অভ্যুত্থান’, এমন নানা স্লোগানে আজ প্রকম্পিত হয়েছে সারাদেশ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে যোগ দিতে দলে দলে শিক্ষার্থীরা এসে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয়।
রাজধানীর বিভিন্ন এলাকার বিক্ষোভ মিছিলগুলো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একত্র হয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল।
জানা গেছে, ইতোমধ্যে যাত্রাবাড়ী, শান্তিনগর, সাইন্সল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মিরপুর-১০ ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এসময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রিকশাচালকদের মুখেও 'ভুয়া ভুয়া’ সেøাগান:
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক ও মুক্তিযোদ্ধাদের পর এবার রাস্তায় নেমেছেন রিকশাচালকরাও। সারি সারি রিকশা রেখে শিক্ষার্থীদের পাশাপাশি তারাও সরকার বিরোধী নানা স্লোগান দিচ্ছেন।
শহীদ মিনারের সামনের রাস্তায় রিকশাচালকরা অবস্থান নিয়ে এমন প্রতিবাদ জানান।
কপালে লাল কাপড় আর হাতে বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দেন তারা।
এক রিকশাচালক বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গ্যাছে। তাই সারাদিন রিকশা চালায়া রুজি না করে মাঠে নেমেছি। আমাগো ছেলেগরে এভাবে মেরে তারা কীভাবে গদিতে থাকে?’
এসময় রিকশাচালকরা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ
ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ে ঢাকা-আরিচা মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ শুরু করেন তারা।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের কলাভবন এলাকা থেকেও বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষক এবং সাভার-আশুলিয়ার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা:
সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলাসহ উদ্ভূত পরিস্থিতির কারণে উপাচার্য অধ্যাপক নূরুল আলমসহ প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা করেছে শিক্ষকদের একাংশ।
শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে ‘নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ’–এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
আন্দোলনকারীদের ওপর হামলায় প্রশাসন প্রত্যক্ষ মদদদাতা উল্লেখ করে মাফরুহী সাত্তার বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গত ১৫ জুলাই শান্তিপূর্ণ মিছিলে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের সন্ত্রাসীরা বিনা উসকানিতে হামলা করে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে বিচারের দাবিতে অবস্থান নেন। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি প্রক্টর, উপাচার্যসহ প্রশাসনের কর্তাব্যক্তিদের ইন্ধনে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষকসহ অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন।’
কুমিল্লায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ-আ.লীগের সংঘর্ষ-গুলি, আহত অনেক:
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন করার সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। চান্দিনায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। খবর পেয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধাওয়া দিলে পূবালী চত্বর থেকে সরে নগরীর পুলিশ লাইন মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফাঁকা গুলি ছোড়ে।
শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পুলিশ। অপরদিকে আন্দোলনকারীরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এছাড়া পুলিশের দুটি গাড়িতেও দেওয়া হয় আগুন।
মাওনা-শ্রীপুর সড়কের ‘ভাই ভাই সিটি কমপ্লেক্সে’র সামনে গেলে ছাত্রদের ধাওয়া দেয় পুলিশ। তাদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ ছাত্ররা ওই কমপ্লেক্সে থাকা পুলিশের দুটি গাড়িসহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান ও আগুন দেন। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো মাওনা চৌরাস্তার চারপাশে। এসময় শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সাধারণ মানুষও যোগ দেয়।
সিলেটে পুলিশের গুলি-টিয়ারশেল, আহত অনেক:
সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে জিন্দাবাজারেও। পুলিশ শটগানের গুলি ও টিয়ারশেলে আহত হয়েছেন অনেক।
জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে ডাকা আন্দোলনের সময় শিক্ষার্থী-জনতা হত্যার বিচার দাবি, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে নির্ধারিত কর্মসূচি পালনে জিন্দাবাজার ও চৌহাট্টায় সংযোগ করছিল আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে।
এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ আন্দোলনকারীদের দিকে শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে। পুলিশের গুলি ও টিয়ারশেলে আন্দোলনকারীদের অনেকেই আহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খুচরায় ওষুধের বর্ধিত ভ্যাট ক্রেতার ঘাড়ে * স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট বেড়ে ৩ শতাংশ।
১৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেয়ালে পিঠ ব্যবসায়ীদের
১৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সংবাদ বিজ্ঞপ্তি প্রাণপ্রিয় রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং ইসলামের দুশমনদের ফাঁসি, সন্ত্রাসী চিন্ময় ও ইসকন নেতাদের ফাঁসি, ইসলামী পাঠ্যপুস্তক ও পাঠ্যসূচী প্রণয়ন, আমদানী শুল্ক বৃদ্ধি ও ভ্যাট হ্রাসকরণ, মুখচ্ছবি ছাড়া আঙ্গুলের ছাপ দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরী, দেশবিরোধী চক্রান্ত প্রতিহতকরণ এবং সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা ও জুলুম বন্ধের দাবিতে সমাবেশ
১৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
-জুলাই-আগস্ট গণহত্যা : শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে -রাজউকের প্লট দুর্নীতি : শেখ পরিবারের বিরুদ্ধে ৩ মামলা
১৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতীয় সীমান্ত বাহিনী ৩ বর্বর কায়দায় বাংলাদেশি হত্যা করে
১৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-সাইয়্যিদু সাইয়্যিদিস সা’আত শরীফ উদযাপন -কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলাসহ বিশ্বের বিভিন্ন দেশেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -বিশেষ আক্বীক্বাহ মুবারক
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যপুস্তকে বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহী ‘আদিবাসী’ শব্দ: এনসিটিবি ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় হাইকমিশনারকে তলব
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আতঙ্ক হতাশায় পুলিশ
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণপ্রিয় রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং দ্বীন ইসলামের দুশমনদের ফাঁসি, দেশবিরোধী চক্রান্ত প্রতিহতকরণ এবং সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা ও জুলুম বন্ধের দাবীতে সমাবেশ
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)