সেনাবাহিনী কি ক্ষমতার স্বতন্ত্র কোনো কেন্দ্র -প্রশ্ন ডা. জাহেদের
, ৩রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সেনাপ্রধান জনাব ওয়াকরুজ্জামানের সাম্প্রতিককালে প্রকাশিত এক সাক্ষাৎকারটি রাজনৈতিক বিশ্লেষক জাহের উর-রহমান বিশ্লেষণ করেছেন। এতে নির্বাচন, সরকার, রাজনীতি, দ্রব্যমূল্যসহ বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরা হয়।
ডা. জাহেদ বলেন, সেনাবাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকতে পারে। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপকে তিনি সুখকর দেখেন না। এখন তো তারা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছে। তারা এখন নিশ্চয় বুঝতে পারছেন, এই সংস্কার সবার জন্যও দরকার। সংবিধান সংস্কারের বিষয়টি সামনে আসছে। বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার।
তিনি আরও বলেন, অন্তর্র্বতী সরকার নির্বাচনের যে সময় দিয়েছেন তা ঠিক আছে। এভাবে সরকার এগুচ্ছে। সব রাজনৈতিক দলও সংস্কারে সময় দিবে বলে তিনি মনে করেন। সবক্ষেত্রে সংস্কার দরকার।
জাহেদ বলেন, রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনী অত বিস্তারিত যেতে চাই না। তারা সংবিধান বিশেষজ্ঞও নই। নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন।
তিনি বলেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এ দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া–নেওয়ার সম্পর্ক। ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা। যেকোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে। এটা তো দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে, যা আমাদের স্বার্থের পরিপন্থী। কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে।
তিনি আরও বলেন, সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে। আমরা অতীত থেকে শিখেছি। এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। আর সেনাপ্রধান করতেও দিবে না। তিনি ব্যবসায়ীদের দাম কমানোর ব্যাপারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ইউনূস সরকারকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী।
ডা. জাহেদ বলেন, আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু করব না, যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয়। একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশীও আমার সঙ্গে এমন কিছু করবে না, যা আমার স্বার্থের পরিপন্থী। আমি যখন তাদের স্বার্থ দেখব, তারাও আমার স্বার্থটা সমান গুরুত্বের সঙ্গে দেখবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না। স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও। সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না। আমরা ন্যায্য হিস্যার পানি পাব। এতে তো কোনো অসুবিধা নেই। সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গত বছরের মাঝামাঝিতে চীনের জিয়াংজি প্রদেশে বন্যায় রেকর্ড ক্ষয়ক্ষতি হয়েছিলো।
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পেঁয়াজের কেজি ৩৫ টাকা, চাষির মাথায় হাত
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাসিনাকে ফেরতের প্রশ্নে নিরব ভারত
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিদ্যুৎ খাতের সবকিছুই নিয়ন্ত্রণ হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গত ১ বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৮৫৪৩ জন, আহত ১২৬০৮
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চার পার্সেন্ট ঘুষ না দিলে জমির দলিল হয় না!
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন ভবঘুরেদের আড্ডাখানা
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আড়ালে হাজার কোটির ই-কমার্স কেলেঙ্কারি
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাগরিক শক্তি’র সঙ্গে ছাত্রদের ‘জাতীয় নাগরিক কমিটির’ চিন্তা-ভাবনার সম্পর্ক নেই -ইউনূস
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আদালত পাড়ায় পুলিশ ছিল ‘নির্বিকার’
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে -ড. মঈন খান
০৪ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)