সাগর পাড়ি দিয়ে ইতালি গেছেন ১৩ হাজার বাংলাদেশি
, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
প্রায়ই শোনা যায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গিয়ে নিখোঁজ বা মৃতদের তালিকায় আছে বাংলাদেশিদের নাম। অবৈধ পথে ইউরোপে গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার আশায় অবর্ণনীয় পরিস্থিতি ও নির্মম নির্যাতনের শিকারই শুধু নয়, জীবন ঝুঁকিতে ফেলছেন বাংলাদেশি তরুণরা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য বলছে, শুধু গত বছরই (২০২৩) প্রায় ১৩ হাজার বাংলাদেশি সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন। এর আগে ২০২২ সালে সমুদ্রপথে ইতালি প্রবেশের চেষ্টা করেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশের তিনটি জেলা থেকে অবৈধভাবে বিদেশ যাওয়ার হার সবচেয়ে বেশি। নতুন করে মানবপাচারের ‘হটস্পট’ হয়ে উঠেছে কক্সবাজার, ময়মনসিংহ ও যশোর জেলা। এগুলোতে নজর রাখার পাশাপাশি যেসব জেলায় মানবপাচার আইনে অতিরিক্ত মামলা আছে, সেসব জেলায় আরও বেশি বিশেষ ট্রাইব্যুনাল করার কথা ভাবছে সরকার।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইসিআর-এর ৩১ ডিসেম্বর নাগাদ তথ্যে দেখা যায়, ২০২৩ সালে ১ লাখ ৫৭ হাজার ৬৫১ জন ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন ইতালি প্রবেশের উদ্দেশ্যে। এ সময়ে নিখোঁজ কিংবা মৃতের সংখ্যা ১ হাজার ৮৯৭টি, যা ২০১৮ সালের পর সর্বোচ্চ। সাগরপাড়ি দেওয়াদের এ দলের মধ্যে বাংলাদেশি আছেন ১২ হাজার ৭৭৪ জন- যা বাংলাদেশকে চতুর্থ অবস্থানে রেখেছে। এর আগে ২০২২ সালে সমুদ্র পথে ইতালি প্রবেশের চেষ্টা করেন ১৪ হাজার ৯৭১ জন বাংলাদেশি।
সংস্থাটির দেওয়া গত বছরের তথ্য অনুযায়ী, নভেম্বরে সবচেয়ে বেশি বাংলাদেশি ইতালি গেছেন ভূমধ্যসাগর দিয়ে।
অপরদিকে ইউরোপের দেশগুলোতে সমুদ্রপথে প্রবেশের চেষ্টা করেছেন ২ লাখ ৭০ হাজার ১৮০ জন এবং এসময় নিখোঁজ কিংবা মারা গেছেন ৩ হাজার ৭৬০ জন। এর মধ্যে কয়েকশ বাংলাদেশি আছেন বলে ধারণা করা হচ্ছে।
সমুদ্র কিংবা সড়কপথে গ্রিস এবং স্পেনে বাংলাদেশিদের প্রবেশের সংখ্যা খুবই কম। তাই এর পরিসংখ্যান পাওয়া যায়নি।
ইউএনএইচসিআর বলছে, লিবিয়া থেকে যারা সাগরপথে ইতালি যাওয়ার চেষ্টা করেনÍ তাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ, মিশর ও সিরিয়ার নাগরিক।
গত ডিসেম্বরে স্লোভেনিয়ার সঙ্গে ইতালির উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় প্রায় ১ হাজার ৩০০ জনকে আটক করা হয়। ২০২৩ সালে এই এলাকা দিয়ে ১২ হাজারের বেশি লোকের অনুপ্রবেশের তথ্য জানায় ইউএনএইচসিআর। এদের মধ্যেও অনেকে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক।
অভিবাসন বিশেষজ্ঞ ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জালাল উদ্দিন সিকদার বলেন, ‘অভিবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ছাড়াও দেশে-বিদেশে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অত্যন্ত জরুরি। তারা কেন হতাশাগ্রস্ত হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন, মারাত্মক ঝুঁকি নিচ্ছেন, তা নিয়ে গবেষণা করতে হবে। দ্বিতীয়ত, দালালদের আইনের আওতায় আনতে হবে। যেসব দালাল লিবিয়া, তুরস্ক ও দুবাইয়ের ট্রানজিট পয়েন্টে ছড়িয়ে-ছিটিয়ে আছে, তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনে সেসব দেশের সরকারপ্রধানদের সঙ্গে আলোচনায় বসতে হবে।’
তিনি আরও বলেন, ‘বৈধভাবে প্রশিক্ষিত হয়ে গেলে বিদেশে যেমন সম্মানজনক ভালো বেতনের সুযোগ আছে, তেমনই নিজের জীবনেরও নিরাপত্তা থাকবেÍ এ বিষয়ে অভিবাসনপ্রত্যাশীদের বোঝাতে হবে ‘
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জওয়ানদের মুক্তির দাবিতে পদযাত্রা, পুলিশের বাধা
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার নওগাঁ সীমান্তে বিএসএফ’র বেড়া দেয়ার চেষ্টা, বিজিবি’র বাধা
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিতে পিএসসির চিঠি
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাজে আসছে না ভারতের দেয়া ‘দুর্বল ক্ষমতার’ অ্যাম্বুলেন্স
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভোররাতে ট্রাকে ট্রেনের ধাক্কা, আহত ৪
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাশকতার মামলা থেকে রিজভীসহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওবায়দুল-শেখ হেলাল পালিয়েছে যুবদল নেতার সহযোগিতায়!
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আ’লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’, লেখা ভেসে উঠতেই হাসপাতালে হামলা
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনা তার দোসরদের দিয়ে প্রতিটি স্থানে চাঁদাবাজি করিয়েছে -সারজিস
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধান কারও বাপের না -হাসনাত
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জুলাই ঘোষণাপত্র না হলে প্রত্যেকেই ঝুঁকিতে পড়বে’
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)