সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে ‘শূন্যতা’
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশের সরকারি হাসপাতালগুলোর কোনোটিতে আছে জনবল সমস্যা। কোথাও যন্ত্রপাতির অভাব। এখন যুক্ত হয়েছে নিরাপত্তা সংকট। সম্প্রতি দেখা দিয়েছে নতুন সমস্যা, সরকারের পটপরিবর্তনের পর শূন্যতা তৈরি হয়েছে অনেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে। সব মিলিয়ে নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে সরকারি হাসপাতালগুলো। গত ৩০ অক্টোবর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান সরকারি হাসপাতালের পরিচালকরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সব সরকারি হাসপাতালের পরিচালকদের সঙ্গে উপদেষ্টার এই বৈঠক হয়। সারা দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়ে ওই সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
বৈঠকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, বর্তমানে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার মত কেউ নেই। আমরা এ বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
উপদেষ্টা বলেন, আমরা কোনও নির্দিষ্ট ফরমেট দিতে চাই না। হাসপাতালের পরিচালকরা যাতে স্বাধীনভাবে চিন্তা-ভাবনা করে নাম প্রস্তাব করতে পারেন, সেটিই আমরা চাই। আগের ফরমেটে প্রস্তাব দেওয়া যাবে, আবার চাইলে নতুন ফরমেটেও দেওয়া যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের ছাত্র/ছাত্রী ছিলেন, হাসপাতালের উন্নয়নে কাজ করেছেন, চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন, এরকম সর্বজনগ্রাহ্য ব্যক্তি কেউ থাকলে তাকে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কমিটিতে রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে আমরা এ বিষয়ে কোনও বাধ্যবাধকতা আরোপ করতে চাই না। পরিচালকরা যাকে উপযুক্ত মনে করবেন, তার নামই পাঠাতে পারবেন।
যন্ত্রপাতি ও জনবল সংকট:
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক জানান, যেকোনও সময় ক্যাথল্যাব বন্ধ হয়ে যেতে পারে। তিনি জরুরি প্রয়োজনে খরচ করার জন্য পরিচালকদের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান।
সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানান, এক মাস আগে হাসপাতালের চোখ অপারেশন থিয়েটারসহ চক্ষু বিভাগ আগুনে পুড়ে গেছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হাসপাতালে একটি এনজিওগ্রাম যন্ত্র দেওয়ার জন্য অনুরোধ করেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জনবল পাঠানোর কথা থাকলেও তা পাওয়া যায়নি। এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক জানান, চিকিৎসক পাঠানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় তা করা সম্ভব হয়নি।
নিরাপত্তার অভাব
সভায় হাসপাতালের নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়। রাজশাহী ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকরা উপদেষ্টাকে জানান, দায়িত্বরত আনসারের সংখ্যা কমিয়ে দেওয়ার কারণে বর্তমানে হাসপাতালে নিরাপত্তা বজায় রাখা দুরূহ হয়ে পড়েছে।
সভায় হাসপাতালের সেবার মান উন্নয়নে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আছে- হাসপাতালে সেবাপ্রার্থী ও দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে পরিচালকদেরকে সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে। একজন রোগীর সঙ্গে একজন অ্যাটেনডেন্ট থাকবেন। রোগীদেরকে কার্ড প্রদানের মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিটি হত্যার বিচার করব, শেখ হাসিনাকে ফেরত চাইব -ড. ইউনূস
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়ার বাড়িতে আগুন
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের শিক্ষার্থী পরিচয়ে টাকা নেয়ায় নারী দালাল আটক
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাতে পদ্মায় বালু উত্তোলন, হুমকিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার যৌক্তিকতা নেই -বিডা চেয়ারম্যান
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী ২ বছরে ৫ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ -আসিফ মাহমুদ
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানেরটা কেন হবে না?’
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংস্কারের নামে মানুষকে ধৈর্যহারা না করে দ্রুত নির্বাচনে দিন -দুদু
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই বছর অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি থাকবে -সিপিডি
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই বছর অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি থাকবে -সিপিডি
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ড. ইউনূসের উচিত নির্বাচনের সময় নির্ধারণ করা
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩০ টাকায় কম্বল-চাটাইয়ে ‘শান্তির ঘুম’
১৮ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)