রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র পানির সংকট, দুর্ভোগে মানুষ
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৫, মে, ২০২৪ খ্রি:, ২২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তীব্র গরমের মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ঢাকা ওয়াসার পানি সরবরাহে ঘাটতি। ফলে পানির অভাবে নগরবাসীর দুর্ভোগ আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বাড্ডা, নতুন বাজার, রামপুরা, মেরুল, ডিআইটি, মালিবাগ, বাসাবো, মিরপুর, পল্লবী, পুরান ঢাকা, মুগদা, মান্ডা, লালবাগ, রায়েরবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় ব্যবহার্য পানি পাচ্ছেন না।
ভুক্তভোগীদের দাবি, বছরের এই সময়ে পানির সংকট প্রতি বছরের চিত্র। কিন্তু কখনো কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয় না। অথচ ওয়াসার বক্তব্য, পানি সরবরাহে ঘাটতি নেই। তবে কয়েকদিনের অসহনীয় গরমের কারণে পানির চাহিদা বেড়েছে।
মুগদা এলাকার এক বাসিন্দা বলেন, প্রতিদিন সকাল আটটার দিকে পানি চলে যায়। সারাদিন পানি ছাড়া কীভাবে চলা যায়? মানুষের বাসা থেকে খাওয়ার পানিটুকু না হয় আনি, কিন্তু এর বাইরেও তো পানি লাগে। সেটা কোথা থেকে আনবো?’
পানি সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় অসুস্থ রোগী ও বয়স্ক ব্যক্তিদের।
বাসিন্দা তারিকুল হোসেন বলেন, তীব্র গরমে চিকিৎসকরা বেশি বেশি গোসলের পরামর্শ দিচ্ছেন। কিন্তু পানির সংকটে একবারও ঠিকমতো গোসল করতে পারছি না।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা ওয়াসার এক কর্মকর্তা বলেন, সার্বিকভাবে পানি সরবরাহে ঘাটতি নেই। তবে গরমের কারণে পানির চাহিদা বেড়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপের মাধ্যমে পানির উৎপাদন কিছু কিছু জায়গায় কম হচ্ছে; মূলত সেই সব এলাকাতেই কিছুটা পানির সংকট দেখা দিয়েছে।
ঢাকা ওয়াসা বলছে, প্রতিদিন প্রায় ২৯০ কোটি লিটার পানির উৎপাদনের সক্ষমতা আছে তাদের। গরমকাল এলে রাজধানীতে পানির চাহিদা থাকে ২৬০ কোটি লিটার। সে হিসাবে পানি সরবরাহে ঘাটতি থাকার কথা না। তবে ভূগর্ভস্থ পানির ওপর অতি নির্ভরশীলতাই পানির বর্তমান সংকটের কারণ।
বর্তমানে ঢাকা ওয়াসার পানি শোধনাগার রয়েছে পাঁচটি। তবে সংস্থাটি পানি পাচ্ছে চারটি শোধনাগার থেকে। উপরিতলের পানির উৎপাদন ৭০ শতাংশে উন্নীত করার কথা থাকলেও সেই লক্ষ্য এখনো পূরণ করতে পারেনি ঢাকা ওয়াসা।
বর্তমানে উপরিতলের পানি পাওয়া যাচ্ছে মাত্র ৩৫ শতাংশ। আর বাকি ৬৫ শতাংশ ওয়াসার সরবরাহ করা পানি আসছে ভূগর্ভ থেকে।
প্রসঙ্গত, শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীর পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে ঢাকা ওয়াসার সব মডস জোনের কার্যক্রম তদারকির জন্য ১০টি মনিটরিং টিম গঠন করেছে ঢাকা ওয়াসা। রাজধানীতে পানির সমস্যা সমাধানে এসব টিম আগামী জুলাই মাস পর্যন্ত পানি ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং করবে।
ওয়াসার এই ১০ মনিটরিং টিম জোনভিত্তিক পাম্পগুলো নিয়মিত ও আকস্মিক পরিদর্শন করবে। পাম্প চালকরা যথানিয়মে দায়িত্ব পালন করছে কি না, সে বিষয়ে নিশ্চিত হবে টিমগুলো। পরিদর্শনকালে তাৎক্ষণিক প্রয়োজনীয় সুপারিশসহ প্রশাসনকে লিখিতভাবে অবহিত করবে ঢাকা ওয়াসার এ কমিটি।
কিন্তু এই কমিটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, প্রতি বছর একই সময়ে একইরকম সমস্যা হয়। সমস্যার সমাধান যদি না হয়, তাহলে এই কমিটির কাজ কী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বরেন্দ্র অঞ্চলে আমনের বাম্পার ফলন
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্নস্থানে বিক্ষোভ -্‘এই খাতে জড়িত কমপক্ষে ১০ লাখ লোকের কি হবে?’
২২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুজাহিদ বাহিনী যৌথভাবে দখলদারদের একাধিক স্থানে মর্টার শেলিং করেছে
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামলার ভয়ে ইউক্রেনে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চতুর্থ শ্রেণির কর্মচারী থেকে হাজার কোটির মালিক আ.লীগ নেতা দিলীপ
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে -উপদেষ্টা শেখ বশির
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভর্নরকে এস আলমের চিঠি, আন্তর্জাতিক সালিসে নেয়ার হুঁশিয়ারি
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাত ধরনের আঙুর চাষ করে তাক লাগিয়ে দিলেন নাটোরের আমজাদ
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান
২১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিস্ফোরক ডিভাইস ও গান ফায়ারিং এর মাধ্যমে দৃঢ় প্রতিরোধ মুজাহিদ বাহিনীর
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে সুপার টাইফুন-ভূমিধস, ব্যাপক ক্ষয়ক্ষতি
২০ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)