যেখানে তৈরি হতো পবিত্র কাবা শরীফ উনার গিলাফ
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৪ জুন, ২০২৩ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাবা শরীফ উনার গিলাফ বা কিসওয়া এখন পুরোপুরি তৈরি হয় সৌদি আরবেই। একসময় এই গিলাফ তৈরির ভার ছিল মিশরের রাজধানী কায়রোর কিছু প্রতিষ্ঠানের ওপর। খবর মিডলইস্টআই।
১৯৬২ সাল পর্যন্ত কায়রোতেই তৈরি হতো কিসওয়া। এরপর এ দায়িত্ব সৌদি আরবের কিছু প্রতিষ্ঠানের ওপর বর্তায়। তবে কিসওয়া তৈরি বন্ধ হয়ে যাওয়ার ৬০ বছরের বেশি সময় পরও কায়রোর ওই সব স্থানে গিয়ে দেখা যায়, এখনও তারা সেই কাজ চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, কাবা শরিফে এখন তাদের বানানো কিসওয়া পরানো না হলেও পুরো বিশ্বজুড়ে তাদের এ শিল্পকর্মের বেশ কদর রয়েছে। বায়তুল্লাহর কিসওয়ার আদলে তারা বিভিন্ন শো-পিস তৈরি করে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসব শিল্পকর্মের মূল্যায়ন করেন। অফিস, বাসভবন এসব শিল্পকর্ম সাজিয়ে রাখা হয়। বিভিন্ন দেশের অভিজাত মার্কেটেও কায়রোর এসব কারুকার্যখচিত শিল্পকর্ম জায়গা করে নেয়।
সোনা ও রূপার সুতার বুননে তৈরি কিসওয়া জটিল ও অনন্য নকশার কারণে ইসলামী শিল্পের একটি চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কাবা শরিফের সঙ্গে সংযুক্তি থাকার কারণে পুরো মুসলিম বিশ্বেই এই কিসওয়ার আলাদা কদর আছে। প্রতি বছরের জিলহজ মাসে পুরোনো কিসওয়া পাল্টে নতুন কিসওয়া লাগানো হয়। পুরোনো কিসওয়া কেটে এর টুকরোগুলো হাই প্রোফাইল ব্যক্তি বা বিশিষ্ট ব্যক্তিদের উপহার দেওয়া হয়।
১২ শতকে ফাতেমীয় শাসনামলে কায়রোকে কিসওয়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশাল আয়োজনে তৈরি হতো সে কিসওয়া। তারপর উঠের পিঠে চাপিয়ে সেগুলো নিয়ে যাওয়া হতো বায়তুল্লাহর প্রাঙ্গণে। কিসওয়ার নিরাপত্তা থাকতো সেনাদের একটি সুসজ্জিত দল। কিসওয়াটি কায়রো ছেড়ে যাওয়ার সময় অনুষ্ঠানের আয়োজন করা হতো। কায়রোর লোকেরা কিসওয়া দর্শনের সৌভাগ্য অর্জনের জন্য রাস্তায় ভিড় করতেন।
কায়রোতে গত শতাব্দীর ষাটের দশকে যারা কিসওয়া তৈরি করতেন, তাদের একজন ৮০ বছর বয়সী সোবি সালিহ আল-তাইয়িব। তিনি তার বাবার সঙ্গে ১৫ বছর বয়সেই কায়রোর আল-খার্নফাশ পাড়ার দার আল-কিসওয়াতে কাজ শুরু করেছিলেন। তিনি বলেন, আমি এই পেশাটিকে পছন্দ করতাম। পবিত্র কাবা র জন্য কিছু তৈরিতে অংশগ্রহণ করাকে বড় সম্মানের বিষয় বলে মনে করতাম।
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এটি এখন আর কায়রোতে তৈরি হয় না। তবে আমি সম্পূর্ণ দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি, আমরা যা তৈরি করতাম, তা অনন্য ছিল। দার আল-কিসওয়াহ এক শতাব্দীরও বেশি সময় ধরে কাজ করেছিল। এ প্রতিষ্ঠানে শতাধিক কারিগর এ কাজে নিযুক্ত ছিলেন। তারা সারাবছর কিসওয়া তৈরি করতেন।
সালিহ আল তাইয়িব জানান, ওই কিসওয়াহ তৈরির প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়নি। বরং তারা আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য কিসওয়ার ছোট সংস্করণ এবং আরবি ক্যালিগ্রাফি তৈরি করছেন। তাদের এসব শিল্পকর্ম বিভিন্ন মুসলিম দেশের পাশাপাশি অমুসলিম দেশগুলোতেও ব্যাপকভাবে জনপ্রিয়। ফলে এখনও তারা তাদের পুরোনো সেই পেশা চালিয়ে যাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে লঘুচাপ, যে বার্তা দিলো আবহাওয়া অফিস
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনারস চাষে বিপ্লব ঘটাতে চান ভালুকার সুরুজ
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিড়িশ্রমিক: কারখানায় যক্ষ্মার সঙ্গে বসবাস
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদার সঙ্গে পাটের দাম মনপ্রতি বেড়েছে ৬০০ টাকা
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে ‘ইসকনকে’ নিষিদ্ধ করার দাবি
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্রামে নতুন ফাঁদ : সন্ধ্যা নামতেই শুরু আসর
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৪৫ হাজার পুলিশের চেয়ার বদল
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মেসেজ’ সিন্ডিকেটের পকেটে ডিমের হাজার কোটি টাকা
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজবাড়ীতে ১২৮ বছরের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত পানিবায়ু সম্মেলনে অনেক বড় নেতাই নেই
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদহে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, দাবি বিএসএফ’র
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সংবাদপত্রের ‘স্বাধীনতা রক্ষার’ আহবান জানিয়ে ড. ইউনূসকে সিপিজে’র চিঠি
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)