বিদেশিদের দৌড়ঝাঁপে সরগরম কূটনৈতিক পাড়া
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯১ শামসী সন , ২৫ জুলাই, ২০২৩ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাস পাঁচেক। প্রধান বিরোধীদল বিএনপি মাঠ জমিয়ে রেখেছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে। সেদিকে ভ্রুক্ষেপ না করে নির্বাচনকালীন সরকারের অধীনে ভোটের প্রস্তুতি রেখে নিজেদের উন্নয়ন প্রচারে ব্যস্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিদেশি কূটনীতিকরাও বেশ সরব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিচ্ছেন তারা। সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের নির্বাচন কেন্দ্র করে বিদেশিদের বাড়তি আগ্রহ সব সময়ই থাকে। তবে এবার সেটি একটু বেশি দেখা যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বারবার উঠে আসছে সবার তরফ থেকেই। নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের তৎপরতা সামনে আরও বাড়বে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। বাংলাদেশের নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পর দেশটির জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে এটি ছিল প্রথম বাংলাদেশ সফর। সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন উজরা।
যুক্তরাষ্ট্র বৈশ্বিক মানবাধিকার নীতির অংশ হিসেবে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানান উজরা জেয়া। গণমাধ্যমকে তিনি বলেন, শক্তিশালী ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পাশাপাশি নির্বাচন ও সুশাসনে ব্যাপক সংখ্যক বাংলাদেশির অংশগ্রহণের ওপর বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্ভর করছে। একটি অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা থাকবে, যেখানে সব নাগরিকের বিকাশ হবে।
জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন দল বেশ কয়েকদিন অবস্থান শেষে ঢাকা ছেড়েছে। সুশীল সমাজ, রাজনৈতিক দল, কূটনীতিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে দলটি। ২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠায়নি। এই অনুসন্ধানী মিশন ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেলের কাছে যে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে তার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনের আগে এখানে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া সরকারের আমন্ত্রণে ২৪ জুলাই বাংলাদেশ সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।
নির্বাচন সামনে রেখে এই ইস্যুতে নিয়মিত প্রতিক্রিয়া জানাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের ঢাকার দূতাবাস। সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ঢাকায় ১২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফের দুই ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে অপহরণ করেছে ‘আরাকান আর্মি’
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশ্রয়ণের ঘর ভেঙে দালান, উদ্বোধনে ৩০০ লোকের ভুরিভোজ
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অভিযোগের পাহাড় দুদকে, সমাধান কীসে?
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে এমন বিশৃঙ্খলা, ট্যাক্স কমিয়েও দাম কমছে না -অর্থ উপদেষ্টা
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনপ্রশাসনে সংস্কার : তদবির বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আদানির সঙ্গে ‘অসম’ বিদ্যুৎ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এজেন্ট হিসেবে ঢুকে কাউকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা সফল হবে না -সারজিস
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা উচিত -মাহফুজ আলম
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে ভারত -ফখরুল
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপদেষ্টা ‘কথা না বলায়’ ক্ষুব্ধ আহতরা, পঙ্গু হাসপাতালের সামনে রাস্তা আটকে বিক্ষোভ
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি, লক্ষ্য কী?
১৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)