বাজারে কমে গেছে মাছ-মুরগির ক্রেতা
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০১ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৮ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বড় বড় ডালায় সাজানো আছে নানা পদের মাছ। কিন্তু দেখা মিলছে না ক্রেতার। কিছুক্ষণ পর পর দুই একজন আসলেও তারা দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছেন, আবার কেউ কেউ আধা কেজি থেকে সর্বোচ্চ এক কেজি মাছ কিনছেন। এ অবস্থায় গোমড়া মুখে সময় পার করছেন অধিকাংশ দোকানি।
গতকাল জুমুয়াবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারের চারুলতা মার্কেটে সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়।
শুধু মাছই নয়, মুরগির দাম কমলেও ক্রেতা পাচ্ছে না ব্রয়লার মুরগি বিক্রেতারা। গুলশান লেকপাড় সংলগ্ন বাজারের মুরগি বিক্রেতা হায়দার আলী বলেন, গত সপ্তাহ ও এর আগে যখন ব্রয়লারের দাম বাড়ল মূলত তখন থেকেই ক্রেতা কিছুটা কমেছে। বলতে গেলে তখন থেকেই দোকানগুলো অনেকটা ফাঁকা থাকতো। এরপর গত সপ্তাহে রমজান শুরু হওয়ায় ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছিল। তবে এখন ক্রেতার সংখ্যা আবার কম।
কাওরান বাজারে মাছ কিনতে আসা এক ক্রেতা জানান, পুরো বাজার ঘুরে আধা কেজি ওজনের একটি নলা মাছ কিনেছেন তিনি।
অনেকটা ক্ষোভ নিয়েই এ ক্রেতা বলেন, রোজায় নাকি বাজার মনিটরিং করা হয়। দাম তো বেড়েছে রোজার আগেই। সব ধরনের মাছে দাম বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। এই নলা মাছও আগে ১৫০-১৬০ টাকা কেজি দরে কিনতাম। এখন এক বেলার জন্য একটি মাছ কিনলাম। সেটির দামও ১১০ টাকা।
এসময় মাছ বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, রোজা শুরুর পর আজকেই বাজারে মাছ উঠিয়েছি। মাছের দাম বাড়তি, মানুষ কম বাজারে। আমার দোকানে উনিই প্রথম ক্রেতা। এই মাছগুলোই আগে আরও কম দামে বিক্রি করেছি। এখন আমাদের কিনতে হয় বেশি দামে। তাই বেশি দামে বেচতে হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, এত বড় মাছের বাজারে হাতে গোনা ১০ থেকে ১২ জন ক্রেতা। যত না ক্রেতা, তার চেয়ে মাছের দোকানের সংখ্যাই বেশি। ক্রেতাদের সবারই চোখ কম দামি মাছের দিকে। তবে সেই কমদামি মাছের দামও বাজারে ১৮০ টাকা কেজির নিচে না।
অপরদিকে বাজার ভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২১০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেই ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২৫০ থেকে ২৭০ টাকায়। দাম কমলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছে না বিক্রেতারা। তারা বলছেন, দাম কমার পরও মাসের শেষ সময় হওয়ার ক্রেতাদের সংখ্যা কিছুটা কম।
রাজধানীর মালিবাগ বাজারের ব্রয়লার মুরগি বিক্রেতা খোরশেদ আলম বলেন, ব্রয়লারের উচ্চ দামের কারণে হঠাৎ ক্রেতার সংখ্যা কমে গিয়েছিল। কারণ বেশি দাম দিয়ে সাধারণ ক্রেতারা কিনতে পারে না। তবুও রমজান মাস শুরুর কারণে ব্রয়লার মানুষ কিনেছিল। এখন দাম কমে গেছে তবুও দোকানগুলো অনেকটাই ফাঁকা। কারণ বাড়তি দামের সময় ক্রেতারা ব্রয়লার কেনা কমিয়েছিল, এরই ধারাবাহিকতায় এখন মাসের শেষ সময় হওয়ায় ক্রেতার সংখ্যা অনেকটা কম।
একই বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ফরিদ আহমেদ বলেন, উচ্চ দামের কারণে আমরা সাধারণ মানুষ ব্রয়লার ছাড়া অন্যান্য মুরগি কিনতে পারির না। এর মধ্যেও ব্রয়লারের দাম বেড়ে সর্বোচ্চ দামে উঠেছিল। সে সময় যাদের খুব প্রয়োজন ছিল তারা ছাড়া বেশিরভাগ সাধারণ মানুষ বাড়তি দামে ব্রয়লার কেনা কমিয়ে দিয়েছিল। এখন কিছুটা দাম কমছে, তারপরও দেখলাম ব্রয়লারের দোকানগুলোতে ক্রেতাদের তেমন ভিড় নেই। মাসের শেষে হাতে টাকা কম থাকায় আমিও আজ ব্রয়লার কিনলাম না। নতুন মাস শুরু হলে, বেতন হলে তখন কিনব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে -জাতীয় নাগরিক কমিটি
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে -প্রেস সচিব
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবি পার্টির চেয়ারম্যান হলেন মজিবুর রহমান মঞ্জু
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিগগিরই আসছে নির্বাচনী রোডম্যাপ -পররাষ্ট্র উপদেষ্টা
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিগগিরই আসছে নির্বাচনী রোডম্যাপ -পররাষ্ট্র উপদেষ্টা
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসা নিতে দেশের বাইরে খালেদা, প্রাণে বাঁচতে হাসিনা -মিনু
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় না বিএনপি
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘হাওরে বিষ প্রয়োগ বন্ধ করতে হবে’
১১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগে মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
১১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্তর্র্বতী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন -ভিন্নমত বিএনপিসহ বেশিরভাগ দলের
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অনির্দিষ্টকালের জন্য সারা দেশে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)