বাংলাদেশে ঢুকে মারধর-নির্যাতন: রাখালদের মনে ‘বিএসএফ আতঙ্ক’
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নাজিরপুর, খারিজাগাতি, খরচাকা, মোল্লাপাড়া, চকপাড়াসহ আশপাশের মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকেন। তাদের ভয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নিয়ে। গ্রামবাসীর অভিযোগ, বিএসএফ সদস্যরা ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশের মধ্যে প্রায়ই ঢুকে পড়ে। বাংলাদেশের সীমানার মধ্যে গরু-মহিষ চরালেও রাখালদের মারধর করেন।
মোল্লাপাড়ার বিপরীতে গত রোববার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৩০০ মিটার বাংলাদেশের ভেতরে নির্মল চরে চলে আসে দুই বিএসএফ জওয়ান। সঙ্গে দুজন ভারতীয় নাগরিকও ছিলো। তারা মেরে এক রাখালের মাথা ফাটিয়ে দেয়। গুলি করতে রাইফেলও তাক করে। প্রাণ বাঁচাতে তখন রাখালেরা প্রতিরোধ করেন। কেড়ে নেন বিএসএফ জওয়ানদের দুটি রাইফেল। তারপর সেই রাইফেলের বাঁট দিয়েই আঘাত করে মাথা ফাটিয়ে দেন দুই জওয়ানের।
এই ঘটনায় বাংলাদেশের ৩ জন রাখালও আহত হন। সেদিন বিএসএফ জওয়ানেরা রাইফেল দুটি ফেলে পালিয়েছিলো। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খরচাকা সীমান্ত ফাঁড়ির সদস্যরা তা উদ্ধার করেন। সন্ধ্যায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি ফেরত দেওয়া হয়। নির্মল চরে সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে আসায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়। সেদিনের এই ঘটনার পর থেকে ভয়ে রাখালেরা এখন চরে গরু-মহিষ নিয়ে যেতে পারছেন না।
গত রোববার বিএসএফ জওয়ানদের মার খেয়ে মাথা ফেটেছে মোল্লাপাড়া গ্রামের ফিরোজ আহমেদের (২৬)। গত বুধবার দুপুরে তার বাড়ি গিয়ে দেখা গেল, ফিরোজের মাথায় সাতটি সেলাই। তিনি বলেন, ‘আমরা আমাদের জমিতেই মোষ চরাচ্ছিলাম। ইন্ডিয়ার বর্ডার থাইক্যা ৩০০ মিটার এপারেই। দেখছি, দুজন বিএসএফ আর দুজন ভারতের মাঠরাখাল আমাদের দিকে ধাওয়া করে চলে আসছে। মোষ লিয়্যা চলে যাবে ভেবে একটু পিছুও হটলাম। তারা দৌড়ে এসেই মার শুরু করলো। প্রায়ই ঘটায় এ ধরনের ঘটনা। বাংলাদেশের মধ্যে তাইড়া চলে আসে। গরু-মোষ ধইর্যা লেয়। এখুন তো আতঙ্কের মধ্যে আছি। মোষ লিয়্যা যাইতে পারছি ন্যা।’
ঘটনার সময় উপস্থিত ছিলেন এমদাদুল হক বাবু (৬৫)। তিনি বলেন, ‘বিএসএফ তো হাতিয়ার উঁচু কইর্যা ছিল। সাহস কইর্যা আমি আর জামাল নামের একজন যাইয়্যা দুই বিয়েসাহেবের (বিএসএফের) হাতিয়ার ধইর্যা মাটিতে চাইপ্যা ধরিছি। তারা আর তুলতে পারেনি। না হোলি তো গুলি কইর্যা দিত। তারপর পাছড়াপাছড়ি কইর্যা হাতিয়ার কাহিড়্যা নিনু।’
তিনি বলেন, ‘এর আগে তিন বার ৩ জনকে বিয়েসাহেব (বিএসএফ) অন্যায়ভাবে মেরেছে বাংলাদেশে ঢুকে। এবার ৭-৮ জন ছিনু বলে রক্ষা। প্রত্যেকবার ভারতের মাঠরাখাল খুদি আস্যা দেখখিয়ে দেয় যে, এই সব জমিন তাদের। খুদিই হচ্ছে শের! সে-ই মুনে করেন মোদি সাহেব! বাংলাদেশের জমিও দেখখ্যা দেয়। বিয়েসাহেব ঢুক্যা যায়, আমাধের তাইড়্যা বেড়ায়।’
বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘এখানে সীমান্তের সীমানা উন্মুক্ত। ইতোপূর্বেও এ রকম ছোটখাটো ঘটনা ঘটেছে। এটা ধারাবাহিকতা বলছি না, ভুল বোঝাবুঝিও হতে পারে। কারণ, এখানে কাঁটাতারের বেড়া নেই। অনেক সীমানা পিলারও ভরা মৌসুমে বালুচাপা পড়ে গেছে। সার্বিক পরিস্থিতি এখন আমার বিবেচনায় স্বাভাবিক আছে। ২৬ তারিখেরটি একটা বিচ্ছিন্ন ঘটনা। তারপরও এখন কয়েকদিন চরে মহিষ নিয়ে না যেতে আমরা রাখালদের পরামর্শ দিচ্ছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণপ্রিয় রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং দ্বীন ইসলামের দুশমনদের ফাঁসি এবং সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা, জুলুম নির্যাতন বন্ধের দাবীতে সমাবেশ
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আকুর বিল পরিশোধের পর কমলো রিজার্ভ
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুটি জানে না তার পরিবারের কেউ বেঁচে নেই
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুটি জানে না তার পরিবারের কেউ বেঁচে নেই
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, আরও বিস্তৃত হতে পারে
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণের নামে ১১১৪ কোটি টাকা ভাগাভাগি, জড়িত এস আলমের দুই ছেলে
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া ৯ বস্তা নথি উদ্ধার, আটক ১
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থানায় নিজ কক্ষে ঝুলছিল ওসির লাশ
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লির ‘হাসিনাপ্রীতিতে’ অসন্তুষ্ট খালেদার দল
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুড়ল এজলাস, শিক্ষার্থীদের বাধা, কবে কোথায় শুরু বিডিআর বিদ্রোহের বিচার?
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টিসিবি চাল বিক্রি বন্ধ করায় বিপাকে কোটি পরিবার
০৯ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)