বস্তি থেকে ফ্ল্যাটে উঠেও কেন তারা সুখী নয়
, ২৮শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ তাসি, ১৩৯০ শামসী সন , ২০ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বস্তির মানুষদের মানসম্মত আবাসন নিশ্চিত করতে বাউনিয়া বাঁধের স্লুইসগেট এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যে পাঁচটি বহুতল ভবন নির্মাণ করছে, তার মধ্যে নির্মাণ শেষ হয়েছে তিনটির। ৫৩৩টি ফ্ল্যাটের মধ্যে পুরোপুরি প্রস্তুত ৩০০টি। এতদিন বস্তিতে থাকা ৩০০ জনকে বরাদ্দও দেওয়া হয়েছে।
২০২১ সালের ৩ অগাস্ট ফ্ল্যাটগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই শয়নকক্ষ, একটি রান্নাঘর একটি টয়লেট রয়েছে প্রতিটি ফ্ল্যাটে। প্রতিটি ভবনে রয়েছে কমিউনিটি হল, দুটি লিফট ও প্রশস্ত সিঁড়ি, অগ্নিনির্বাপণ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা; আছে জেনারেটর, বিদ্যুতের সাব-স্টেশন, প্রশস্ত ওয়াকওয়ে ও সৌন্দর্য্যবর্ধনের জন্য লাইটিংয়ের ব্যবস্থা।
সরকার আশা করেছিল, বস্তির সুযোগসুবিধাহীন কষ্টকর জীবন ফেলে এখানে আসতে আগ্রহী হবে শ্রমজীবী মানুষেরা। কিন্তু হচ্ছে উল্টোটা।
নানা পক্ষের সঙ্গে আলোচনা করে জানা গেল, তাদেরকে বস্তি ছেড়ে ফ্ল্যাটে ওঠার বিষয়টি সহজে বোঝাতে গিয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘পুনর্বাসন’ এর কথা বলে তাদের জাতীয় পরিচয়পত্র নেন। এরপরই বিষয়টি ছড়িয়ে যায়।
ফ্ল্যাট পাওয়া সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, আমাদের তো পুনর্বাসনের কথা বলা হয়েছিল। অথচ আমরা এখন ভাড়ায় থাকছি। আমাদের পরবর্তী প্রজন্মকেও যদি ভাড়ায় থাকতে হয়, তাহলে এই ফ্ল্যাট পেয়ে কী লাভ?
তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছি একটা পরিবারের মাসিক ইনকাম ৩০ হাজার টাকা না হলে এই ফ্ল্যাটে থাকা মুশকিল।
চার নম্বর ভবনের দোতলায় থাকেন মিজানুর রহমান। এক কক্ষে তিনি থাকেন, আরেক কক্ষে বসিয়েছেন এমব্রয়ডারির মেশিন।
মিজানুর বলেন, বস্তিতে ছিলাম, এখন ফ্ল্যাটে উঠেছি। কিন্তু আয় তো বাড়ে নাই। এখনই লাগে প্রায় ১০ হাজার। এখনও পয়পরিষ্কারের লোক আসে নাই। তারা আসলে তো সার্ভিস চার্জ আরও বাড়বে। এই টাকা দিয়ে কয়দিন আসলে থাকা যাবে সেটাই এখন বিষয়।
ফ্ল্যাট বরাদ্দ পাওয়া মহসিন ব্যাপারী বলেন, “যে কোনো একটা করে দেক। হয় তারা বিলগুলো নেক, নয় ভাড়া নেক। অথবা আমাদের বলে দিক, কিস্তিতে এসব ফ্ল্যাট নিতে হবে। আমরা মাগনা তো চাইতেছি না। এখানে সবাই নিম্ন আয়ের মানুষ, এত ব্যয় দেওয়া তো সম্ভব না। এর থেকে তো ওখানেই ভালো ছিলাম।”
ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্তদের এসব প্রতিক্রিয়ার ব্যাপারে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এসব ফ্ল্যাট পুনর্বাসন হিসেবে পাওয়ার কোনো কথা ছিল না। সরকারি নথিতেও কোথাও এই শব্দটি নেই।
“আর পুনর্বাসনের কথা উঠলে তা ভুল। প্রধানমন্ত্রীর নির্দেশনা এসব ফ্ল্যাটে তারা ভাড়া দিয়েই থাকবে। যেদিন তারা ফ্ল্যাট পেয়েছেন সেদিনই তিনি বলে দিয়েছেন, তারা কাজ করবে। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যে কোনো হিসাবে তারা ভাড়া দিতে পারে।
“যতদিন তারা ভাড়া দিতে পারবে ততদিনই তারা সেখানে থাকবে। টানা তিন মাস কেউ ভাড়া দিতে না পারলে তার ভাড়াপত্র বাতিল হবে।”
ভাড়ার সঙ্গে বিল প্রসঙ্গে তাবেদুন নবী বলেন, “এটি নির্ধারিত আগে থেকেই। প্রথমে ভাড়া ছিল সাড়ে সাত হাজার, পরে তা কমিয়ে সাড়ে চার হাজারে আনা হয়েছে। বস্তিতে তারা দুই কক্ষে চার হাজার টাকা ভাড়া দিত। এখানে তো আরেকটু উন্নত জীবন। এর বাইরে গ্যাস-বিদ্যুৎ-পানি যে যেমন ব্যবহার করবে তার বিল তো তাকে দিতেই হবে। সঙ্গে কমন বিল হিসেবে ১৪০০ টাকা দিতে হবে।”
বিনামূল্যে যদি থাকতে দেওয়া হয়, তাহলে এটি বিপত্তি তৈরি করবে বলেও মনে করেন এই কর্মকর্তা। তিনি বলেন, “এটা হলে গ্রাম থেকে মানুষ ঢাকায় আসা শুরু করবে ফ্ল্যাট পাওয়ার আশায়, ঘনবসতি তৈরি হবে। চাপ সামলানো কঠিন হবে। আমরা আশা করি যেন ঢাকায় আর নতুন করে বস্তি তৈরি না হয়। সরকার বলেছে, তোমরা গ্রামে ফিরে গেলে আশ্রয়ণ প্রকল্পে ঘর পাবে, ছয় মাসের খাবার পাবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৈষম্যবিরোধীদের সঙ্গে অন্য ছাত্র সংগঠনগুলোর দূরত্ব কী বাড়ছে?
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দ্বিগুণ হচ্ছে শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অর্থনীতিতে চ্যালেঞ্জ কর্মসংস্থান
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শৈত্যপ্রবাহ: বিপাকে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সচিবালয় গেটে শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল ও ইন্টারনেট খরচে ফের বাড়তে পারে কর
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে বাংলাদেশিদের গোপন সম্পদের পাহাড়
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইলিয়াস আলীকে হত্যার পর মেজর জিয়াউল: ‘শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি’
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ মাসে গ্রেপ্তার ১৫ হাজার, বেশিরভাগ রাজনীতিক
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের কাঁটাতারের বেড়ায় বাংলাদেশ, এখনও বিচার পায়নি ফেলানী
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাণিজ্যকেন্দ্রিক কূটনীতি গ্রহণ করতে হবে -আমীর খসরু
০৮ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
০৭ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)