ফের পাল্টাপাল্টি কর্মসূচির পথে আ.লীগ ও বিএনপি -আরও কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি!
, ১৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
অবরোধ পালন করছে বিএনপি ও তাদের সমমনারা। এরই মধ্যে তৃতীয় দফায় হরতালও করেছে তারা। তবে, এ সময়ে একই দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি জোটের কর্মসূচি দেখা যায়নি। তবে, ১০ ডিসেম্বর ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে আবারও একই দিনে দুদলের কর্মসূচি দেখতে যাচ্ছে দেশ। এরই মধ্যে আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে, আর দিবসটি পালনে প্রতি বছরের মতো প্রস্তুতি নিয়ে বিএনপিসহ তাদের সমমনারা।
গত শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বর বিকেল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত এবং আহতের দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
অপরদিকে, গুম-খুনের শিকার এবং দলটির কারাবন্দি নেতাকর্মীর পরিবারের সদস্যদের নিয়ে ১০ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের ব্যানারে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও তাদের সমমনারা। যদিও সাংগঠনিক ঘোষণা দেয়নি তারা।
যদিও যুগপৎ আন্দোলনের নেতা ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে প্রতি বছরই কর্মসূচি থাকে। এবারও তার প্রস্তুতি চলছে। দিবসটিতে আরও অনেক কর্মসূচি আছে, যেমন কয়েকদিন আগে আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে কারা নির্যাতিত, খুন-গুমের শিকার নেতাকর্মীদের দুই শতাধিক স্বজনরা সমাবেশ করেছেন।
আরও কঠোর কর্মসূচির কথা ভাবছে বিএনপি!
হরতাল-অবরোধের পর আরও কঠোর কর্মসূচি দেয়ার কথা ভাবছে বিএনপি। এমন ইঙ্গিত দিয়ে দলটির নেতারা বলছেন, নির্বাচন ঠেকাতে সুবিধামতো সময়ের অপেক্ষায় আছেন তারা। এরই মধ্যে দলের যেসব নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেয়া হয়েছে, সামনে কেউ নির্বাচনে গেলে, একই ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারিও দেয়া হয়েছে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে অনেকেই ভাঙনের খেলা খেলেছেন। কিন্তু তারা বার বার ব্যর্থ হয়েছেন। ভবিষ্যতেও ব্যর্থ হবেন বলে বিশ্বাস করি।’
তিনি বলেন, দেশের মানুষের ক্ষতি হবে - এমন কোনো কর্মসূচি বিএনপি দেবে না। যদিও হরতাল বা অবরোধের মতো কিছু কিছু কর্মসূচি রয়েছে। কিন্তু সেখানে সরকার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে অন্তর্ঘাত করছে। এখানে মানুষ তো বোকা না। তারা সবই বুঝে। একতরফা নির্বাচন করতে সরকার কতটুকু এগুতে পারে, সেটা আল্লাহ জানেন। কিন্তু পুরো ব্যাপারটা দেশের জন্য মঙ্গল হচ্ছে না। এ অবস্থাটা অব্যাহত থাকলে, দুর্ভাগ্যজনকভাবে দেশ আরও ক্রান্তিকালের দিকে ধাবিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান এক প্রশ্নের জবাবে বলেন, আমরা তো কঠোর আন্দোলনই করছি। তবে হ্যাঁ, নানা রকম চাপে থেকে কাজ করে যাচ্ছি। আন্দোলন আরও কঠোর হলেও হতে পারে। সবকিছুরই সময় গড়িয়ে গেলে একটা গতি হয়। তো সেভাবেই আমরা কী করবো, না করবো - তা সময়ই বলে দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগাম সবজি চাষে সফল তরুণ কৃষি উদ্যোক্তারা
০৬ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)