নিত্যপণ্য: বিশ্ববাজারে দাম কমলেও এদেশে আর কমে না!
, ১৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ রবি’ ১৩৯১ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আন্তর্জাতিক বাজারের অজুহাতে দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্যের দামই আকাশছোঁয়া। বিশ্বের কোথাও কোনো পণ্যের দাম বাড়লে, আমদানি হোক বা না হোক, দেশেও সেটির দাম সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেওয়া হয়। অথচ আন্তর্জাতিক অঙ্গনে কোনো পণ্যের দাম কমলে সে অনুপাতে দাম আর কমানো হয় না। কখনও কমলেও তা কচ্ছপগতিতে কমে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে দেশের বাজারে নিত্যপণ্যের দাম দফায় দফায় এত বেড়েছে যে, এগুলো ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। অথচ এই যুদ্ধের প্রাথমিক ধাক্কা কাটিয়ে গত দেড় বছরে বিশ্ববাজারে অনেক পণ্যের দামই অর্ধেকে নেমে এসেছে। কিন্তু বাংলাদেশের বাজারে তা চলছে উল্টো।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকে গত ৪ আগস্ট প্রকাশ পেয়েছে জুলাই মাসের (মাসভিত্তিক) খাদ্যমূল্য সূচক বা ফুড প্রাইজ ইনডেক্স (এফএফপিআই)। এই সূচক অনুযায়ী, বৈশ্বিক গড় মূল্যসূচকে চিনির দাম না কমলেও খাদ্য, গোশত, দুগ্ধ, দানাদার খাদ্য ও তেলের দাম কমে এসেছে। এফএফপিআইয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক গত বছরের জুলাইয়ের চেয়ে ১৬.৭ শতাংশ কমেছে। গোশতের দাম কমেছে ৬.৩ শতাংশ। দুগ্ধজাত পণ্যে কমেছে ৩০.২ শতাংশ, দানাদার খাদ্যে ২১.৪ শতাংশ, ভোজ্য তেলে কমেছে শতাংশ ৩৯ এবং চিনিতে বেড়েছে ৩৩.৫ শতাংশ। কিন্তু বাংলাদেশের বাজারে এগুলোর মূল্যের ঊর্ধ্বগতি থামছে না কিছুতেই।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরের ব্যবধানে দেশে খাদ্যপণ্যের দাম বেড়েছে ২৪২ শতাংশ। টিসিবির হিসাবে, গত বছরের জুলাই মাসে দেশি পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৪৫-৫০ টাকা। বর্তমানে ৮০-৯০ টাকা। অর্থাৎ পণ্যটির দাম বেড়েছে ৭৮.৯৫ শতাংশ। আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৬৪.৭১ শতাংশ। দেশি রসুন বিক্রি হতো ৬০-৮০ টাকায়। বর্তমানে ২২০-২৬০ টাকা। এতে বেড়েছে ২৪২.৮৬ শতাংশ। রুই মাছের দাম কেজিপ্রতি ২৫০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা হওয়ায় মূল্যবৃদ্ধি ঘটেছে ৩৫.৫৯ শতাংশ। ৮৮-৯০ টাকার চিনি বিক্রি হচ্ছে ১২৮-১৩৫ টাকায়। সে হিসাবে দাম বেড়েছে ৪৭.৭৫ শতাংশ।
বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও তার সুফল কেন পাওয়া যায় নাÑ এ প্রশ্নের উত্তরে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, ‘এটা আমাদের পোড়া কপাল। দেশের অর্থনীতির পরিচালকরা সঠিকভাবে কাজ করতে পারছেন না। আবার ব্যবসায়ীদের মুনাফাপ্রীতি অনেক বেড়ে গেছে। ফলে বিশ্ববাজারে পণ্যের দাম বাড়লে এখানে যত দ্রুত বাড়ে, কমলে আর সে রকম হয় না। গণমাধ্যমকে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশ্ন করতে হবে, এ অবস্থা থেকে কেন বের হওয়া যাচ্ছে না।’
আন্তর্জাতিক বাজারে দর বাড়লে দেশেও বাড়ে, কিন্তু কমলে আর সে রকম কেন ঘটে নাÑ এ সম্পর্কে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়লগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের ওঠানামার সম্পর্ক আছে বটে। কিন্তু দেশীয় কিছু বিষয়ও এখানে যুক্ত আছে। তিনি বলেন, ‘যে পণ্যের দাম বিদেশে কমেছে, সেটি আমাদের দেশে কতটা উৎপাদন ও আমদানি হয় তা বিবেচনায় নিতে হবে। যদি বেশি উৎপাদন হয়, তবে কম আমদানি করলেও চলবে। আর যদি কম উৎপাদন হয়, তবে বেশি আমদানি করতে হবে। এই পণ্যমূল্যের ওঠানামা বাজারকে বেশি প্রভাবিত করবে। আমদানি করা খাদ্যপণ্যে ডিউটি ও ট্যারিফ কম ধরা হয়। এটি আরও কমিয়ে দর কমানো সম্ভব। অপরদিকে ডলারের বিপরীতে আমাদের টাকার প্রায়ই অবমূল্যমান হচ্ছে। তাই আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমলেও আমাদের তেমন কাজে আসছে না। কেননা ডলারের বিপরীতে টাকার দামই কমে গেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনে পদোন্নতি আসছে, ডিসি নিয়োগে হচ্ছে ফিটলিস্ট
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরির প্রলোভনে ভারতে পাচার বাংলাদেশি কিশোরী!
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচনের আগে ‘আওয়ামী লীগ বিতর্কের’ ফয়সালা -সিইসি
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সবাই একমত -বদিউল আলম
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডি: অগ্নিকা-ের একযুগেও শেষ হয়নি বিচার
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামান্য কারণেই সংঘর্ষে জড়ায় যে ৩ কলেজ শিক্ষার্থীরা
২৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার মত পশ্চিম তীরের মুজাহিদ বাহিনীও দখলদারদের বিরুদ্ধে লড়ছেন
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবাননে এ পর্যন্ত ২২৬ স্বাস্থ্যকর্মী নিহত
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“গরীবের পেটে লাত্থি মারার আইন-কানুন বন্ধ করুন”
২৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের বিরুদ্ধে একাধিক শক্তিশালী অভিযান পরিচালনা করেছেন মুজাহিদ বাহিনী
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজায় শহীদের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বাজারেই দর বেশি, কষ্ট করে গুদামে নেব কেন’
২৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)