নছীহতে ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সামিন, ১৩৯১ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি সূরা আহযাব শরীফ-এর ৪৫-৪৭ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
يَا أَيُّـهَا النَّـبِـيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُـبَشِّـرًا وَنَـذِيـرًا ﴿৪৫﴾ وَدَاعِـيًا إِلَى اللّٰـهِ بِإِذْنِـهٖ وَسِرَاجًا مُّنِـيْـرًا ﴿৪৬﴾ وَبَشِّرِ الْمُؤْمِنِـيـْنَ بِأَنَّ لَـهُمْ مِّنَ اللّٰـهِ فَضْـلًا كَبِـيْـرًا ﴿৪৭﴾ سورة الاحزاب
হে নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে শাহিদ তথা উপস্থিত বা প্রত্যক্ষদর্শী, সুসংবাদ প্রদানকারী ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি এবং মহান আল্লাহ পাক উনার হুকুমে উনারই দিকে আহবানকারী ও প্রদীপ্ত প্রদীপ রূপে প্রেরণ করেছি। আপনি মু’মিনদেরকে সুসংবাদ প্রদান করুন, নিশ্চয়ই (আপনি) তাদের জন্য মহান আল্লাহ পাক উনার তরফ থেকে বিরাট অনুগ্রহ। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে বান্দা-বান্দীদের জন্য বিরাট অনুগ্রহ হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তাদের মাঝে শাহিদ তথা উপস্থিত, সুসংবাদ প্রদানকারী ও সতর্ককারী এবং সিরাজুম মুনীরা (প্রদীপ্ত প্রদীপ) হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ!
এই শ্রেষ্ঠ অনুগ্রহ লাভ করার কারণে বান্দার দায়িত্ব-কর্তব্য হবে খুশি মুবারক প্রকাশ করা, এটাই হবে তাদের জীবনের শ্রেষ্ঠতম আমল। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে ইরশাদ করেছেন-
قُلْ بِـفَضْلِ اللّٰـهِ وَبِرَحْـمَتِـهٖ فَبِذٰلِكَ فَـلْيَـفْرَحُوْا هُوَ خَيْـرٌ مِّـمَّا يَـجْمَعُـوْنَ ﴿৫৮﴾ سورة یونس
(হে রাসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলে দিন যে, মহান আল্লাহ পাক উনার ফযল এবং রহমত স্বরূপ (আপনাকে) লাভ করার কারণে তারা যেন খুশী মুবারক প্রকাশ করে। আর এটা (খুশী মুবারক প্রকাশ করা) হবে তারা যা কিছু জমা করে তার চেয়েও উত্তম বা শ্রেষ্ঠ। অর্থাৎ তাদের সমস্ত আমলের চেয়েও শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। [সূরা ইউনুস শরীফ: ৫৮]
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,
هُوَ الَّذِيْ أَرْسَلَ رَسُوْلَهٗ بِالْـهُدَىٰ وَدِيْـنِ الْـحَقِّ لِـيُظْهِـرَهٗ عَلَى الدِّيْـنِ كُلِّهٖ ۚ وَكَفَىٰ بِاللّٰـهِ شَهِـيْـدًا ﴿২৮﴾ سورة الفتح
মহান আল্লাহ পাক তিনিই উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমস্ত দ্বীনের উপর প্রাধান্য দিয়ে হিদায়েত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন। এ বিষয়ে সাক্ষী হিসেবে মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট। [সূরা ফাত্হ শরীফ: ২৮]
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে সত্য দ্বীনসহ তাশরীফ মুবারক এনে যমীনে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়ে উম্মতকে নিয়ামত দানে ধন্য করেছেন। তাই উম্মতের দায়িত্ব-কর্তব্য হবে খুশি মুবারক প্রকাশের লক্ষ্যে উনার প্রতিষ্ঠিত দ্বীন ইসলামকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে উনার সন্তুষ্টি মুবারক অর্জন করা।
যদি শুধু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়ে খুশি প্রকাশ করি; দ্বীন ইসলাম উনার বিধি-বিধান পালন না করি তাহলে কি হাক্বীক্বীভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য খুশি প্রকাশ করা হবে? কখনোই নয়। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উনাদের সম্পর্কে পরকালের সুসংবাদ মুবারক শ্রবণ করার পরও দ্বীন ইসলাম পালন করা থেকে গাফিল থাকেননি বা কাফির-মুশরিকদের তর্জ-তরীকার অনুসরণ করেননি বা গোলামী করেননি।
মূলত দ্বীন ইসলাম পুনরুজ্জীবিত করার মাধ্যমে খুশি প্রকাশ করা হলো আসল খুশি প্রকাশ তথা হাক্বীক্বী ঈদ। যা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা করেছেন।
মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু; তার ধোঁকায় পড়ে তার অনুসরণ করে পবিত্র দ্বীন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া থেকে বিরত থেকো না।
পবিত্র দ্বীন ইসলামে কিভাবে দাখিল হতে হবে মহান আল্লাহ পাক তিনি সেই বিষয়টাও জানিয়ে দিয়েছেন,
وَاعْـتَـصِمُوْا بِـحَبْلِ اللّٰهِ جَـمِيْـعًا وَلَا تَـفَرَّقُـوْا ۚ وَاذْكُـرُوْا نِعْمَتَ اللّٰـهِ عَلَـيْكُمْ إِذْ كُنْـتُـمْ أَعْدَاءً فَأَلَّفَ بَـيـْنَ قُـلُوْبِكُمْ فَأَصْبَحْـتُـمْ بِـنِعْمَـتِـهٖ إِخْوَانًا وَكُنْـتُـمْ عَلَىٰ شَفَا حُفْـرَةٍ مِّنَ النَّارِ فَأَنْــقَذَكُمْ مِّـنْـهَا ۗ كَذَٰلِكَ يُـبَـيِـّنُ اللّٰـهُ لَكُمْ آيَاتِهٖ لَعَلَّكُمْ تَـهْتَـدُوْنَ ﴿১০৩﴾ وَلَا تَكُوْنُـوْا كَالَّذِيْنَ تَـفَرَّقُــوْا وَاخْتَـلَفُوْا مِنْ بَـعْدِ مَا جَاءَهُمُ الْبَــيِّــنَـاتُ ۚ وَأُولَـٰئِكَ لَـهُمْ عَذَابٌ عَظِــيْـمٌ ﴿১০৫﴾ سورة آل عمران
তোমরা মহান আল্লাহ পাক উনার রজ্জুকে (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শ মুবারককে তথা দ্বীন ইসলামকে) সকলে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে যে নিয়ামত মুবারক দিয়েছেন তা স্মরণ করো। যখন তোমরা ছিলে শত্রু, তিনি (ছহিবে নিয়ামত) তোমাদের পরস্পরের অন্তরে মুহাব্বত দান করেছেন, সুতরাং নিয়ামত মুবারকের উসীলাতেই তোমরা হয়ে গেলে পরস্পর ভাই। তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারে, তিনি সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এভাবেই মহান আল্লাহ পাক তিনি উনার আয়াত শরীফ তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে তোমরা হিদায়েত লাভ করতে পারো। আর তোমরা তাদের মত হয়ো না; যাদের কাছে দলীল-প্রমাণ আসার পরও ইখতিলাফ করে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের জন্য রয়েছে কঠিন আযাব। [সূরা আল ইমরান শরীফ: ১০৩, ১০৫]
ইনশাআল্লাহ চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিকাহ বা বিবাহের ফযীলত (১৯)
০৪ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিম চর্চায় কতবেশি মনোযোগ!
০৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশু সন্তান জন্ম গ্রহণের ৭ম দিনে সুন্দর অর্থবোধক নাম রাখা
০৩ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেনমোহর নিয়ে কিছু কথা.... (১)
০২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল দানশীলতা মুবারক (১)
০২ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতিহাস কথা বলে: নারী নির্যাতনের সাথে বিধর্মীদের সম্পৃক্ততার অনুসন্ধানে
০১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাত-পা, চেহারা খোলার মাধ্যমে অবশ্যই সৌন্দর্য প্রকাশ পায়
০১ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতিহাস কথা বলে- ‘বোরকা’ বাঙালি মুসলমানদের আদি সংস্কৃতি
৩১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩১ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আপনি চান, আপনার সন্তান সুশ্রী এবং সুন্দর হয়ে জন্মগ্রহণ করুক?
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শৈশবকাল থেকেই সন্তানকে ব্যক্তিত্ব বা আত্মসম্মানবোধ সম্পন্ন হওয়ার শিক্ষা দান করতে হবে
৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘শরয়ী পর্দা’ মেয়েদের অন্তরের পবিত্রতার সাথে সাথে বাহ্যিক সৌন্দর্য্য ও পরিচ্ছন্নতা বজায় রাখে
২৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)