ধারদেনা করে নিতে হয়েছে আশ্রয়ণের ঘর
-টাকা দিয়েও পাননি অনেকে
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পুরাতন বাড়ইপাড়া চুড়িয়ালী মোড়ে অনেকের কাছেই বিভিন্ন পরিমাণে টাকা নেওয়ার পরেও প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর না দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি ঘর পেয়েছে এমন অনেক পরিবারের কাছ থেকেও নেওয়া হয়েছে ১০ হাজার থেকে ৭০ হাজার টাকা। এছাড়াও প্রকল্পের নিয়ম অনুযায়ী, ঘরের মেঝেতে মাটি ভরাট করে দেওয়ার কথা থাকলেও সুবিধাভোগী পরিবারগুলোকে দিয়েই তা করানো হয়েছে।
দিনমজুর আনারুল ইসলাম আনা চুড়িয়ালী মোড়ে একটি উপহারের ঘর পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঘরে বসবাস করতে পারছেন না তিনি। ঘরে উঠতে গিয়ে ধারদেনা করে দেওয়া টাকা শোধ করতে না পেরে পাওনাদারদের চাপে বাড়ি থেকে পালিয়েছেন তিনি। সেই ঘরে বসবাস করছেন তার মেয়ে নিলুফা খাতুন। নিলুফা বলেন, এখানেই বাড়ি ছিল বাবা-মার। সেই বাড়ি ভেঙে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে আমার বাবাকে। কিন্তু ভুট্টু চেয়ারম্যানকে এর বিনিময়ে দিতে হয়েছে ৬৩ হাজার টাকা। তাই বাধ্য হয়েই ঘর ছেড়ে ঢাকায় কাজ করছে বাবা-মা। টাকা শোধ হলে বাড়িতে ফিরবে।
একই এলাকায় আশ্রয়ণ প্রকল্প-১ এর ঘর পেয়েছেন আলিম উদ্দিন-সাবানা খাতুন দম্পতি। জমি আছে ঘর নাই, এই প্রকল্পের নিয়ম অনুযায়ী ঘর তৈরিতে সকল অর্থ সরকারি বরাদ্দ থেকে হওয়ার কথা থাকলেও তাদের ৮০-৯০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান সাবানা খাতুন। তিনি জানান, এই ঘর তৈরি করে দিতে আজিনুর বেগম মহিলা মেম্বারকে ৬৫ হাজার টাকা দিতে হয়েছে। এমনকি ঘরের ভেতর ভরাটও করতে হয়েছে নিজের টাকা ব্যয় করে।
স্থানীয় বাসিন্দা ও কীটনাশকের দোকানদার মাসুদ রানা বাবু জানান, এলাকায় অনেকের কাছেই টাকা নেওয়ার কথা শুনেছি। ৩০-৪০ হাজার করে টাকা নিয়ে ঘর দেওয়া হয়েছে বলে জানি। এমনকি অনেককে টাকা দিয়েও ঘর দেওয়া হয়নি। যাদেরকে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে, তাদেরকে ঘরও দিচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। ভুট্টু চেয়ারম্যান দায়িত্বে থাকাকালীন সময়ে টাকাগুলো নিয়েছে, কিন্তু এখন তো আর তার ঘর দেওয়ার কোনো এখতিয়ার নাই। উপহারের ঘরগুলো সরকারের একটি ভালো উদ্যোগ। কিন্তু জনপ্রতিনিধিরা টাকা নিয়ে এমন কাজ করছে।
টাকা দিয়েও ঘর পাননি জলিল। তিনি বলেন, বাদ কেউই নেই। কম বেশি সবার কাছেই টাকা নিয়েছে। এদের মধ্যে কেউ পেয়েছে, আবার অনেকে পায়নি। ঘর পেয়েছে এমন ব্যক্তিদের কাছে সবার কাছেই কম বেশি টাকা নিয়েছে। হয়ত অনেকেই ম্যানেজ করে দিয়েছে, আবার অনেকে বেশি টাকা দিতে পারেনি।
স্থানীয় বাসিন্দা ইসরাফিলের ছেলে জাহাঙ্গীর জানান, ঘর দেয়া বাবদ ২০-৭০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে ভুট্টু চেয়ারম্যান। যে যেখানে বসবাস করতো, তাকে সেখানেই ঘর দিয়েছে টাকার বিনিময়ে। তবে বাইরের অনেক লোকের কাছে টাকা নিলেও ঘর দেয়া হয়নি। কোথায় দিবে নাকি দিবে না তার সিদ্ধান্তও হয়নি।
চুড়িয়ালী মোড়ের দিনমজুর ইসমাইল বলেন, ইউনিয়ন পরিষদের মধ্যে ঘর নেওয়ার জন্য ভুট্টু চেয়ারম্যানকে দুই জন সাক্ষীসহ ৩০ হাজার টাকা দিয়েছি। পরে নির্বাচন এলে তার (সাবেক চেয়ারম্যান আরজেদ আলী ভুট্টু) পক্ষে নিরলসভাবে কাজ করেছি। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু এখনও ঘর পাইনি। সবার মতো আমাকেও রেজিস্ট্রি দিয়েছে। কিন্তু ঘর পাইনি। কোথায় আমার ঘর তাও জানি না।
দলদলী ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আজিনুর বেগম সব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘর নেওয়া বাবদ আমাকে কেউ কোন টাকা-পয়সা দেয়নি। ঘর প্রদানের আগে চেয়ারম্যান বলেছিল, তোমার ওয়ার্ডের ঘর পাবে এমন ব্যক্তিদের তালিকা দাও। সেই সুবাদে চেয়ারম্যানকে তালিকা দেই। পরে ঘর রেজিস্ট্রি হওয়ার সময়ে তাদের (সুবিধাভোগী) সঙ্গে থেকে সহযোগিতা করেছিলাম। টাকা নেওয়ার অভিযোগ করলেই তো হবে না, এর পক্ষে সাক্ষী প্রমাণ দেখাতে হবে। তবে আমার দায়িত্বে থাকা পাঁচটি ঘরের লোকজন রেজিস্ট্রি পেলেও ঘরে উঠতে পারেনি।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দলদলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরজেদ আলী ভুট্টুও। তিনি বলেন, চুড়িয়ালী মোড়ের সরকারি খাস জায়গায় মোট ১৭টি বাড়ি ছিল। পরে সেসব ঘর ভেঙে প্রধানমন্ত্রীর উপহারের ১৯টি বাড়ি নির্মাণ করা হয়। শুরুর দিকে বাড়ি তৈরির সময়ে আমি ছিলাম। কিন্তু বাড়ির কাজ শেষ হওয়ার পর বরাদ্দ দেওয়ার সময়ে, নির্বাচন চলে আসে এবং আমার পা ভেঙে যায়। যার কারণে শেষ পর্যন্ত কী হয়েছে, তা আমি বলতে পারব না।
ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহনাজ খাতুন বলেন, ভোলাহাটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিজেই এই প্রকল্পের ঠিকাদার। তিনি (পিআইও) সরকারের উপহারের এসব ঘরের টিন দিয়েছেন ৩৩ মিলিমিটার। অথচ তা ৩৬ মিলিমিটার হওয়ার কথা ছিল। তিনি সরাসরি কোম্পানি থেকে অর্ডার দিয়ে ৩৬ মিলিমিটারকে ৩৩ মিলিমিটার করে নিয়েছেন। আরএফএল-এর দরজা সরাসরি কোম্পানি থেকে নিয়েছেন পিআইও কাউছার আলম সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে -জাতীয় নাগরিক কমিটি
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে -প্রেস সচিব
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবি পার্টির চেয়ারম্যান হলেন মজিবুর রহমান মঞ্জু
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিগগিরই আসছে নির্বাচনী রোডম্যাপ -পররাষ্ট্র উপদেষ্টা
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিগগিরই আসছে নির্বাচনী রোডম্যাপ -পররাষ্ট্র উপদেষ্টা
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসা নিতে দেশের বাইরে খালেদা, প্রাণে বাঁচতে হাসিনা -মিনু
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় না বিএনপি
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘হাওরে বিষ প্রয়োগ বন্ধ করতে হবে’
১১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগে মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
১১ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্তর্র্বতী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন -ভিন্নমত বিএনপিসহ বেশিরভাগ দলের
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অনির্দিষ্টকালের জন্য সারা দেশে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি
১০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)